সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্রে বেরাতে এসেছি। অন্যান্যবারের মত ড্যালাস শহরে বন্ধুদের বাড়িতে দাওয়াত খেয়ে ঝিম মেরে থাকতে চাইনি এবার। না, এবারের উদ্দেশ্য ছিল বিশাল এক সফরে বের হবার। আমেরিকার পশ্চিমে রোডট্রিপ। এই পশ্চিমের থেকে 'এপিক' নিসর্গ আর খোদার দুনিয়ায় খুব বেশী নেই। তিন মাস আগে গাইডবুক কিনে ট্রিপের পরিকল্পনা করা শুরু করি। ১৫০ বছর আগে কাউবয় আর ইন্ডিয়ানদের সংঘর্ষ এখানেই হয়েছিল, এই ওয়েস্ট-কে নিয়েই ছোটবেলায় বই পড়েছি সেবার, ছবি দেখেছি জন ওয়েইন আর ক্লিন্ট ঈস্টঊড-এর। আর পশ্চিমে রোডট্রিপ কিংবদন্তীর পর্যায়ে নিয়ে গেছে জ্যাক কেরুয়াক-এর অন দ্য রোড, বা ঈজি রাইডার আর থেলমা এন্ড লুইস-এর মত চলচ্চিত্র।
পাঁচ দিন আগে বেরিয়েছি আমি আর রাসেল, আমার প্রাক্তন রুমমেট। একটা ভাড়া করা ছোট টয়োটা জীপে। ড্যালাস থেকে শুরু করি। নিউ মেক্সিকো আর এরিজোনা হয়ে নেভাডা-তে এসে ঠেকেছি আজকে। পাঁচ দিনে গাড়ি চালিয়েছে রাসেল প্রায় ১৮০০ মাইল। অবিশ্বাস্য কিছু স্থান দেখার সৌভাগ্য হয়েছে - নিউ মেক্সিকো'র পাহাড়-চুড়ায় অপরূপ সান্তা ফে শহর, প্রাচীনামলের ইন্ডিয়ানদের ধ্বংসপ্রাপ্ত নিদর্শন চাকো ক্যানিয়ন, আর সেরার উপরেও সর্বসেরা এরিজোনা-ইউটাহ সীমান্তে অবস্থিত মনুমেন্ট ভ্যালি। প্রায় দুই দিন হয়ে গেছে, এখনো অভিভূত সেখান থেকে এসে।
আজ রাত কাটাচ্ছি লাস ভেগাসে। কালকে চলে যাবো গ্র্যান্ড ক্যানিয়নে- দুই রাত সেখানে থাকার প্ল্যান। টানা দশ দিন পুরো পশ্চিম চষে বেরানোর ইচ্ছা - এখনো অর্ধেক বাকি। একটা ছবি একটা ম্যাপ আর একটা ভিডিও শেয়ার করলাম। এখন দেখি, ভেগাসের নাইটলাইফ একটু চেখে...
কোথায় গেলাম, কি দেখলাম - তার ম্যাপ।
মনুমেন্ট ভ্যালি। যার বিশালত্ব আর একাকীত্বের বিন্দুমাত্র ধারনাও এই ছবি থেকে দিতে ব্যর্থ হলাম...
মন্তব্য
কাউবয়দের দেশে জীবনানন্দ!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
কাউবয়ানন্দ!
কানাইয়ানন্দ
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
ভিডিওটার প্লে বাটন চেপে বসে আছি। আপনার বেড়ানো শেষ হলে আলাদা আলাদা করে একটা বড় লেখা চাই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
- আপনার দেয়া ছবির জায়গাটার ওপর দিয়ে এই সেদিনও তো উড়ে গেলাম। অবশ্যই স্বপ্নে। তবে অনুভূতিটা দারুণ ছিলো!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনি আমাদের এদিক থেকেও ঘুরে যান না।
---------------------------------
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
যাবেন তো মনে হয় গ্র্যান্ড ক্যানিয়নের সাউথ রিমে। যদি পারেন একবার নর্থ রিমে যাইয়েন। রাস্তাটা অসাধারণ।
আর আপনাদের রাউট দেখে মনে হচ্ছে না এবার আর সানফ্রানসিসকোর দিকে আসবেন। তবে এসে থাকলে একটা কল দিয়েন।
এই যাত্রা অনেক কিছুই না দেখে ফিরতে হবে - মূল কারন সময়ের অভাব আর ড্রাইভার ছিল মাত্র একজন। ১০ দিনে ম্যাক্সিমাম যা ঘোরা যায়, তার চেষ্টা করলাম। কিন্তু বাকি থেকে গেল Taos Pueblo, Mesa Verde, Canyon de Chelly, Havasupai, এইসব অতি দর্শনীয় স্থান। নর্থ রিম আর দক্ষিণ ইউটা'র Kanab, Zion, Bryce, এইসব দেখার জন্যেও হয়তো ভবিষ্যতে আসতে হবে আবার কোন এক দিন...
তবে মনুমেন্ট ভ্যালি'টা দেখার অনেক কালের শখ ছিল, সেই শখ মেটাতে পেরেই আমি খুশী। যদি না গিয়ে থাকেন অবশ্যই যাবেন সময় করে। তবে খেয়াল রাখবেন Kayenta পৌঁছাবার জন্যে US-160 West, এই হাইওয়েটাই সবার সেরা। শেষ বিকালে আমরা Shiprock থেকে Kayenta এসেছিলাম ৭০-৮০ মাইল বেগে গাড়ি চালিয়ে, তীরের মত টানা রাস্তা নাভাহো'দের রিজার্ভেশানের উপর দিয়ে। সারা জীবনে এত অবিশ্বাস্য রকম রোমাঞ্চকর ড্রাইভ আর করিনি, হলফ করে বলতে পারলাম।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
ওরে!....সেই রকম!
জানেন, কী ভীষণ হিংসে হচ্ছে আপনাদের।
---
আরো ছবিসহ পরের পর্ব জলদি প্লিজ। ...
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
হুমম
নতুন মন্তব্য করুন