আপনি যদি জুতো পরে থাকেন, অথবা মুভি দেখে থাকেন

সুবিনয় মুস্তফী এর ছবি
লিখেছেন সুবিনয় মুস্তফী (তারিখ: বিষ্যুদ, ০৪/০৯/২০০৮ - ৩:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তাহলে আজ একটি দুঃখের দিন। দুইজন মানুষ চলে গেছেন - আমাদের অদেখা কিন্তু একই সাথে অতি পরিচিত দুইজন মানুষ। এতো মৃত্যুর ভীড়ে এদের প্রয়াণ সংবাদটাও কেন যেন একটা টোকা দিয়ে গেলো...

এদের প্রথমজন টমাস বাটা। তিনি আর কেউ নন, বাটা জুতো কম্পানীর আদি প্রতিষ্ঠাতা। ৯৩ বছর বয়সে কানাডার টরোন্টোতে মৃত্যুবরণ করেছেন তিনি। তবে যাবার আগে আমি, আপনি এবং আরো লাখো বাংলাদেশীর পায়ে পরিয়ে দিয়ে গেছেন মানসম্মত জুতো। যেই বয়সে নাইকি, আডিডাস বা রিবোকের নাম শুনিনি, তখনও বাটা জুতো পরে স্কুলে যেতাম, যেমনটা অফিসে যেতেন আব্বা। এমনকি নাইকি, আডিডাস চেনার পরেও কিন্তু এলিফেন্ট রোড বা গ্রীণ রোডের বাটার দোকানের দিকেই পা চলে যেতো অটোম্যাটিক! চেক রাষ্ট্রের ছোট্ট এক শহর থেকে আগত হে টমাস বাটা - তোমাকে কখনো দেখিনি, কিন্তু আমার ছেলেবেলা এবং বড়বেলারও এক অবিচ্ছেদ্য অংশ তুমি। যেখানেই যাও ভালো থেকো!

আরেকজন ডন লাফন্টেইন। তাঁর সাথে পরিচয় বাটার আরেকটু পরে। কিন্তু আমাদের অজান্তেই তিনি আমাদের একজন প্রিয় পরিচিত মানুষ। এই ভদ্রলোক-কে ছাড়া হলিউডের মুভি দেখার এক্সপিরিয়েন্স-টুকু অনেক মলিন হয়ে যেতো। বিদায়, ভরাট গলার মহান পুরুষ। কত হাজারো ছবি দেখেছি তোমার ভূমিকা প্রথমে দেখে, আরো কত হাজারো দেখিনি তোমার জোর প্রচেষ্টা সত্ত্বেও! Watching movies will never be the same again...

দেখুন ডন লাফন্টেইনের একটি ক্লিপ।


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

দারূণ একটা ক্লিপ, থ্যাংক্স সুবিনয়দা দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

অয়ন এর ছবি

জীবনে বাটা ছাড়া আর কোন জুতা পড়ি নাই মন খারাপ

সুমন চৌধুরী এর ছবি

টমাস বাটা আর ডন লাফন্টেইন কে শ্রদ্ধা।

দেশে থাকতে মূলত বাটাই পড়েছি। বাটার চাইতে টেকসই জুতা, অন্তত আমার অভিজ্ঞতায় নেই।



অজ্ঞাতবাস

হিমু এর ছবি

আমার ধারণা ছিলো বাটা আরো অতীতেই মারা গেছেন। লাফন্টেইনের গলার আওয়াজ কানে গেলেও নামধাম জানতাম না। তবু এই দুইজনের মৃত্যুতে বিষন্ন হইলাম। আশা করি বাটার উত্তরাধিকারীরা ভালো জুতা বানানোর ট্র্যাডিশন ধরে রাখবেন।


হাঁটুপানির জলদস্যু

থার্ড আই এর ছবি

বাটা'র কথা আর কি বলবো , ঈদ আসলে আমার বাবা সবাইকে দল বেঁধে বাটা দোকানে ঢুকাতো। আর যথারীতি এক সাইজের বড়ো জুতা , কেননা দ্রুত বড় হচ্ছি ছ' মাস পড়ে যেন আবার জুতা কেনার বায়না না ধরি সেজন্য সেই পদ্ধতি।
তাই বাটার কথা জেনেছি অনেক আগেই, লাফন্টেইনের সাথে পরিচয় ছিলো অজান্তেই...আজ আপনার কাছে নতুন করে পরিচিত হলাম।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সৌরভ এর ছবি

আহা, বাটার স্কুল শু!
লাফন্টেইন এর কণ্ঠই শুনেছি শুধু, দেখা হয় নি কখনো তার চেহারা।
ধন্যবাদ।


আবার লিখবো হয়তো কোন দিন

আরিফ জেবতিক এর ছবি

যিনি মারা গেছেন , তিনি টমাস বাটা জুনিয়ার । ইনি বাটা কোম্পানির নেতৃত্ব দেন ১৯৪০ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত ।

বাটা কোম্পানির প্রতিষ্ঠাতা টমাস বাটা সিনিয়ার , যিনি প্লেন দুর্ঘটনায় মারা গেছেন ১৯৩২ সালে ।

গৌতম এর ছবি

আমাদের অজান্তেই তিনি আমাদের একজন প্রিয় পরিচিত মানুষ।

জুতোর সুবাদে বাটার নাম জানতাম। কিন্তু ডন লাফন্টেইনকে জানলাম আজকেই প্রথম।

ধন্যবাদ আরিফ জেবতিক, তথ্যটি জানানোর জন্য।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

জুলিয়ান সিদ্দিকী [অতিথি] এর ছবি

আহা বাটা রে! কত আরাম আর সস্তা! তবে মূল্যহ্রাসের কারণে প্রতি বছরই বাটার জুতা পরতে পারতাম। ঈদেও ভরসা ছিলো বাটা। এখনও পছন্দ বাটা। তাই বাটার স্রস্টারে নমস্কার!

অতন্দ্র প্রহরী এর ছবি

জুতা কিনতে গেলে এখনো বাটা থেকেই কিনি। মাস দু'য়েক আগে অ্যাপেক্স থেকে এক জোড়া স্যান্ডেল কিনলাম। বাটার বাইরে এটাই জীবনের প্রথম কিছু কেনা।
টমাস বাটা আর ডন লাফন্টেইন কে শ্রদ্ধা।
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।