মাস দেড়েক আগে লিখেছিলাম যে ব্যবসার অবস্থা টালমাটাল, বড় হুজুর টার্মিনেটর এবং তার ভাড়াটে গুন্ডারা আরো কিছু মানুষের মাথা খাবার জন্য বদ্ধ পরিকর হয়ে আছেন। অবশেষে ব্যাপক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সকালে খড়গ পড়েছে। তৃতীয় রাউন্ডের ছাঁটাই - এই দফায় আরো ১৩০ জন লোকের চাকুরী নট হয়ে গেল। এর আগের দুই রাউন্ডে মারা পড়েছিল প্রায় ৩৫০ আদম সন্তান। প্রয়োজনে চতুর্থ রাউন্ডও আসবে ভবিষ্যতে, এমন আশ্বাস পাওয়া গেল।
বড় হুজুর অবশ্য জানালেন যে তারাও প্রচুর কোরবানী করেছেন - স্বেচ্ছায় নিজেদের বেতন কমিয়েছেন সবাই ১০-২০%-এর মত করে। খুব ভালো কথা - কিন্তু যাদের চাকরি গেল, তাদের তো একশো ভাগই লস! মুশকিল হলো যে ১৩০ জন কারা এটা এখনও নির্ধারণ হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে যাচাই-বাছাই করা হবে -- কে মন দিয়ে কাজ করেছে, আর কে মন দিয়ে ব্লগ লিখেছে - অফিসের সময়ে, অফিসের কম্পিউটারে আর অফিসের টাকায়! আমার যেহেতু ৯০% ব্লগ পোস্টই অফিস টাইমে লেখা, তাই বস আজকাল আমার দিকে তাকালেই আমার কালো মুখ অটোম্যাটিক ধবধবে শাদা হয়ে যায়! (আমার আম্মাজান দেখলে অবশ্য খুশী হতেন - চিরকাল তিনি বলে এসেছেন দুঃখের স্বরে, 'বাজান তুই এতো কালা হইলি কেন?' আম্মা, আর দুঃখ কইরেন না...)
সচলে এটা আমার ১০০ নম্বর পোস্ট। প্রায় দুই বছর আগে যখন লন্ডনের এক পেপারওয়ালা দেশী স্টুডেন্ট-কে নিয়ে প্রথম লেখা লিখতে বসেছিলাম, তখন ভাবিওনি যে ১০০-র খাতা একদিন পূর্ণ হবে, আর দুনিয়া জুড়ে এতোগুলো চমকার মানুষের সাথে পরিচয় হবে। সেই ধন্যবাদ ষোলআনাই সচলের প্রাপ্য।
তাই চ্রম ফাঁকিবাজ ব্লগার যেন এই অফিসের এই কম্পিউটারে বসিয়াই একদিন ডাবল সেঞ্চুরি স্কোর করিতে পারে - আপনারা দলে দলে সেই দোয়া করিয়া দোজাহানের অশেষ নেকী হাসিল করুন। আমিন, সুম্মা আমিন!
মন্তব্য
দোয়া থাকলো আপনার জন্যে।
সেঞ্চুরির অভিনন্দন। বড় হুজুরের মুখে ছাই দিয়ে আপিসে বসেই সহস্র ব্লগ লেখার দোয়া করলাম।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সহস্র ব্লগ মানে... (মনে মনে হিসাব কষি) ...মানে আরো ১৭-১৮ বছর - ২০২৬ বা ২০২৭ সালের মামলা। নতুন দোয়া করেন -- সেই সময়ে গিয়া যেন এই অফিসে আর চাকরগিরি করা না লাগে। জোরসে বলো আমিন!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
যুবায়ের ভাই, সেঞ্চুরির জন্য অভিনন্দন। টেনশন নিয়েন না। এই অফিস কম্পুটারেই ডাবল/ট্রিপল সব সেঞ্চুরি হোক এই দোয়া রইল। আমিন, সুম্মা আমিন।
অভিনন্দন!!
কি-বোর্ডটা এক্টু উপ্রের দিকে তুইলা ধরেন বস!
কিবোর্ড তুইলা মাথায় দুইখান জোরসে বাড়িও মারলাম। পুরান স্টেপ্লারের পিন, বিস্কুটের গুড়া এইসব ঝরঝর কইরা পরতে আরম্ভ করলো...
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
শুভকামনা ও অভিনন্দন!
আপনার আরও অনেক সেঞ্চুরি হোক!
___________________
সহজ কথা যায়না বলা সহজে
চিন্তা নাই ব্রো, বড় হুজুর সাইদাবাদীর মুরীদ না যেহেতু, সমস্যা স্বয়ং এনশাল্লাহ ভজঘটে পড়ে যাবে।
***************
শাহেনশাহ সিমন
_________________
ঝাউবনে লুকোনো যায় না
প্রিয় ব্লগারকে অনেক অনেক শুভেচ্ছা রইলো, তবে দোয়া করবো না। আমি দোয়া করলে সাধারণত উল্টাটাই ঘটে।
অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন!
আর দোয়া তা তো রইলই
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমিন ছুম্মা আমিন ...
চিন্তা কইরেন না , ইনশাল্লাহ ৫শ নম্বর পোস্ট এইখান থেকেই দিতে পারবেন । কট্ঠিন দোয়া করছি ,একই সাথে শাহজালাল সাহেবের ঐখানে ২০টাকার শিন্নী দিতে বলছি এক বন্ধুরে ।
শাহজালাল সাহেব আপনার কেস দেখতেছেন , সুতরাং দোয়ার জোর আছে ।
দেইখেন ভাই, শাহজালাল সাহেব না আবার লে-অফ হয়া যায় এই মন্দায়...
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
গরম পীর শাহপরানের মাজারে ও একটা মোমবাত্তি জ্বালানোর ব্যবস্থা হইবেক ।
এতোদিনে ও চাকরী যায় নাই যখন ইনশাল্লাহ আর যাবেনা । দুর্যোগে মাবুদের উপর ভরসা রাখেন । ইয়া এলাহি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
জটিল বিষয় নিয়ে সহজভাবে প্রকাশ করাটা খুব শক্ত। আপনি সেইরকম সহজভাবে প্রকাশ করতে পারা মানুষদের একজন। তারউপর আপনি ঝামেলার মধ্যে জড়াতে পছন্দ করেন না। সব মিলিয়ে আপনার গ্রহনযোগ্যতা অনেক বেশী। সুতরাং আমি আশা করি আপনার চাকুরী সহজে যাবে না।
তবে একটা কথা অবশ্য থেকে যায়। পানিতে ডুবতে ডুবতে ডেসপারেট কোম্পানীগুলো নিজেদের হাত পা ছাঁটা শুরু করে দেয়। সে অবস্থায় যে কোন কিছু ঘটতে পারে। স্যাড বাট ট্রু।
প্রথমতঃ জীবন পরান দিয়া খাটতে হবে। যাতে কোম্পানীর জন্য আপনি ইনডিসপেনসিবল হয়ে যান।
দ্বিতীয়তঃ চাকরী চলে যাবে ধরে নিয়ে মানসিক এবং আর্থিক প্রস্তুতি নিতে থাকেন। কমপক্ষে এক বছর চাকুরী ছাড়া থাকতে পারবেন এইরকম আর্থিক উপায় হাতে রাখেন। তারউপর ব্যাকআপ প্ল্যান হাতে রাখেন। যেমন কোন কোন কোম্পানীতে যাওয়া যাইতে পারে সেটা ঠিক করে রাখা, সিভিটা আপডেট করে রাখা।
তৃতীয়তঃ চাকুরী গেলে বরং সেটাকে পজিটিভলী নেন। ধরে নেন, এটা আপনার ক্যারিয়ারের জন্য একটা বুস্ট। নিজেকে আরো আপডেট করেন। আরো বেটার চাকুরী খোঁজেন।
আমি অবশ্য জানি যে আপনার এসব কিছুই জানা। এবং চাকুরী গেলে কষ্ট কম লাগবে না। তবু ভাবলাম বলি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মেরিকার কি অবস্থা? কোন সরেজমিন রিপোর্ট পাইতেসি না মার্কিন সচলদের থেকে, এইটা কেমন হইলো?
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
মাহবুবের সাথে একমত। প্রস্ততি নেন আর সাথে পজিটিভ এটিটিউড। জানি এগুলো সবই আপনার আছে। শুভকামনা থাকল।
সেঞ্চুরী হাঁকাইলেন!!! অভিনন্দন!
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
অভিনন্দন!!
আন্তরিক শুভ কামনা জানাই। ঘাবড়াবেন না, চাকরী একটা গেলে দশটা আসবে
হেহে দশটা না, আমার তো একটা চাকরিই দরকার। (বিশেষ করে সেই রকম চাকরি যেইখানে বসে বসে ইচ্ছামতন ব্লগ লেখা যায় )
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যাচিওরড স্টুডেন্টদের ভীড় বাড়ছে ।
যাদের সংস্থান আছে তারা এই আপাতঃ বেকারকালীন সময়ে নতুন নতুন কোর্স করে ভবিষ্যতের জন্য আবার তৈরী হচ্ছে ।
আমার ধারনা ছিলো- দ্যাটস এনাফ। এই জীবন আর পড়ালেখার ধার ধারবোনা । কিন্তু বুড়ো বুড়ো আর বড় বড়( পেশাগত অবস্থানে) লোকদের এই দুরবস্থা দেখে ভাবি- নাহ এখনো যায়নি সময়
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
এই জিনিসটা মাথায় রাখছি। গরীবের শেষ দাওয়াই ইউনিভার্সিটি। করলাম নাইলে আরেকখান মাস্টার্স, কি আছে দুনিয়ায়!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
শততম লেখার জন্য অভিনন্দন। শুভকামনা রইল। ওদিকে আমার পিএইচডিও শিকায় উঠেছে সচলায়তনের জন্য।
-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
জাহিদ ভাই,
নেশার জন্য পেশা বিসর্জন দিয়েন না। সচলায়তন যেন আপনার ক্ষতির কারন না হয়ে যায়!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- আমি কই কী! বড়হুজুররে ডাকেন একদিন আপনার টেবিলে। ডাইকা সচলায়তন খোলেন, খুইলা কন, ল' ব্যাটা পড়। পইড়া লগ ইন কর, তারপর একটা কমেন্ট দে। ব্যস, এইটুকুই আপনার কাজ। বড়হুজুরের পরদাদারও সাধ্যি নাই আপনার চাকরী খায়। দেখবেন আপনার প্রমোশন হইছে। বড়হুজুরের একান্ত সহকারী হিসাবে, ব্লগিং ও কমেন্টিং সেকশনে।
বস, নতুন পোস্টে অ্যাপয়েন্টমেন্ট পাইলে আমার কমিশনটা ব্যাংকে পাঠায়া দিয়েন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ইশ তা যা কইসেন। বস যদি বাঙাল হইতো, তাইলে তো আর দেখা লাগতো না। একবার কম্পানীর স্টাফ ডিরেক্টরি-তে কৌতুহলের বশে Languages - Bengali এই সার্চটা দিসিলাম। কয়েকজন বের হইলো, তবে পরে তাদের দুয়েকজনের সাথে দেখা হবার পরে বুঝলাম যে ওদের বাংলা আর আমার ফরাসীর মধ্যে বিশেষ ফারাক নাই!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
সেঞ্চুরী! তালিয়া
ধৈর্য্য ধইরা থাকেন ... ঠিক হয়ে যাবে সব [উইশফুল থিংকিং ]
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
উইশফুল থিংকিং-ই আসলে। সবাই ভোরের আলো দেখার আশায় আছে কিন্তুক সেইটা false dawn কিনা বোঝা মুশকিল বটে।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
..............,আমিন !
দোয়া কইরা দিলাম। তয় গ্যাপ জায়গাটাতে কী কমু বুঝতে পারতেছি না। গ্যাপটায় নিজের মতো আপনিই পূরণ কইরা দোয়াটারে সহি কইরা নেন। ছুম্মা আমিন !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
শতকের অভিনন্দন ... একশোটা সলিড রান, একেবারে অরভিন্দ ডি সিলভা ... চান্সলেস ইনিংস যারে কয় ... আরো শতকের পর শতক আসুক
খড়গ অন্যদিকে চলে যাক, আপনার আশপাশে দিয়েও না আসুক -- এই দোয়া করি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
দোয়া থাকলো রে ভাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
খবর কি? পাশের স্টপে থাকেন, কিন্তু দেখা হয় না। হায় ব্যস্ততা...
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
শততম ব্লগের অভিনন্দন
আর মনবাসনা পূরণ হোক
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
শুভকামনা
...........................
Every Picture Tells a Story
দোয়াতো কাজ হলে দোয়ার উপরে দোয়া রইল
আপনার মত মহা সমুদ্রের নিকট আমরা ছোট ছোট বিন্দুদের জন্যও আপনি মহা দোয়া দিয়ে দেন.........
(জয়িতা)
আমিন!
এখন থেকে ইংরেজীতে ব্লগ লিখুন, ধরা খাওয়ার চান্স কমে যাবে।
কমপ্লেক্স স্ক্রীপ্ট দেখলে বিপদ বেশী!
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ
ধরা যে কতবার খাইছি অলরেডি, তা জানে আমি আর আমার মাবুদে! বস মিয়া নেহায়েত ইংরেজ বলে দেখেও না দেখার ভান করে। তবে জায়গা মতন কান মলা না দিলেই বাঁচি!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
সেঞ্চুরীতে অভিনন্দন (তালিয়া)
আপনার চাকরী যাবে না। এই আমি ফু দিয়ে দিচ্ছি
টেনশন নিয়েন না বস।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
অভিনন্দন
২০২৬ নাকি ২০২৭ জানি না। আপনার হাজারতম পোস্টের অপেক্ষায় রইলাম- যেখানে হয়তো এমন করেই লিখবেন - "সচলে এটা আমার ১০০০ নম্বর পোস্ট। ২০০৯ এ শততম লেখা যখন লিখতে বসেছিলাম, তখন ভাবিওনি যে ১০০০-র খাতা একদিন পূর্ণ হবে...। মনে পড়ছে, তখন বিশ্বের অর্থনীতি টালমাতাল, চারদিকে ছাটাই। আমার সেসময়কার ৯০ভাগ পোস্টই অফিসে লেখা। নানান শংকার মধ্যেও সে যাত্রায় টিকে গিয়েছিলাম..."
শুভকামনা।
২০২৭ সালের সচলের চেহারা কি রকম হবে, সেটা নিয়ে একটা কল্পকাহিনী চাই গল্পকারের থেকে...
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
আমিন।
শুভ শতকের অভিনন্দন।
অনেকগুলো পোস্ট পড়া বাকি রয়ে গেল।
আহা, আমার অফিসটাতেও যদি ব্লগের পিছনে কিছু সময় দেয়া যেত!
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
আপনি তো পুরাই গায়েব। নাই লেখা, নাই ছড়া -- কেমনে হবে?
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
আপনে আপাতত কয়দিন সচলায়তন থেকা দূরে থাকেন। এইটা হইলো এক নম্বর সতর্কতামূলক ব্যবস্থা।
চাকরি পোক্ত কইরা ডেইলি একটা কইরা পোস্ট দিবেন...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সংবাদ পাইলাম - ১৮ তারিখে সব জানান্তিস হইবো। হক মাওলা।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
সেটাই। আর এ-কারণেই কপাল পুড়ছে আমার মত ছাত্রদের।
অভিনন্দন...
মুদ্রাস্ফীতির উপর একটা লেখার ফরমায়েশ পেশ করলাম... কিছু প্রশ্ন আছিলো সেই সংক্রান্ত
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ভূটান রাজাও বইসা আছে, ওনার কাহিনী এখনো অসমাপ্ত! আপনের ফরমায়েশ কমেন্টে দিয়ে দিয়েন, ইনফ্লেশান নিয়ে লিখলে সেগুলা টেনে আনবো।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
আমার প্রশ্ন দুইটার মধ্যে প্রথমটা বেশ স্টুপিড কিসিমের, লাজ লজ্জা ফালায়া জিগাই...
একটা দেশের নিজের ইচ্ছামত টাকা ছাপাইলে ক্ষতিটা কী ? কেন মজুদ স্বর্ণ কিংবা এইসব হিসাব অনুযায়ী টাকা ছাপাইতে হবে ? আর কোন সরকার টাকা বেশি ছাপাইলে কীভাবে মুদ্রাস্ফীতি হয় আর সরকার বেশি ছাপাইতেসে কি না এইটা মনিটর করার কি কেউ আছে ?
আরেকটা প্রশ্ন হইলো জাপান নিয়া,
জাপানে তো যা শুনি কারেন্সীর তেমন দামই নাই। মানুষ লাখ লাখ টাকা খুব সহজেই বেতন পায়, খরচও করে তেমন। এইদিকে জাপানকে বলা হয় অর্থনীতির পরাশক্তি, প্রযুক্তির গুরু। এই পরিমাণ মুদ্রার নিম্নমান নিয়া সেইটা কীভাবে সম্ভব এইটা যদি বুঝায়া কইতেন...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
হা হা হা!
লজ্জার মাথা খাইয়া প্রথম প্রশ্নটা যে কতবার কতজনরে করছি... কত জ্ঞানী জ্ঞানী লোক... কিন্তু সবাই হু-হা কইরা পাশ কাটায়া গেছে! কেউ কেউ অকপটে হাইসা কইছে, আমি জানি না!
এতদিনে বুঝছি যে, অনেকেই অনেক কিছু জানে না, কিন্তু আমার আর সবজান্তার মতো বলদামি কইরা জনে জনে গল্প কইরা বেড়ায় না...
তয় সুবিনয়দা তো অবশ্যই জানেন, আমগোরে একটু আলোকিত করেন না বস... পারলে ১০১তম পোস্টটা ঐ দিয়াই দেন!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
শততম পোস্টে অভিনন্দন!
কী আর করবেন, যদ্দিন সব ঠিক আছে ফূর্তিতে থাকেন, পরেও পারলে তাইই থাকেন। আমারও যে সামনে কী আছে, বুঝতেসি না ......
আপার কি পিএইচডি শেষ?
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
আশা করতেসি এই সামারে, আর নাহলে এবার ওইটাকে ছাড়ান দিবো। অসহ্য হয়ে গেসি !!!
একাডেমিক চাকরির বাজার নিয়ে যা সব পড়ি, রীতিমত ভয় ধরানো ব্যাপার। প্রাইভেট সেক্টরের মতই লাগে দেখি। এইটা দেখলাম দুই দিন আগে। পুরা র্যাডিকাল সব প্রস্তাব।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
আসলেই র্যাডিকাল! তবে দারুন একটা আর্টিকেল। ৪ দিন পরেও NYT-র দুই নাম্বারে থাকা মুখের কথা না। কমেন্টগুলি দেখছেন? সব উঠেপড়ে লাগছে ঠেকাইতে। পাত্তা না দিলে লাগতো না!
এগনস্টিক, তাই দোয়া করলাম না। তয় আপনের ব্লগ বস পড়তে পারলে চাকরি রাখতো বই নট করতো না।
সুবিনয়দা আপনার জন্য আমি খাস দিলে দোয়া রাখলাম আর আমার জন্য আপনে রাইখেন। কখন কি হয় জানি না, সূতার আগায় ঝুলতেছি। চাকরী গেলে চাকরী পাবো সিটা জানি কিন্তু সব গুছাইয়া বসছিলাম, আবার নতুন করে শুরু করতে হবে। ভাল্লাগে না।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
'সব গুছাইয়া বসছিলাম, আবার নতুন করে শুরু করতে হবে'
এইটাই মনের কথা কইসেন। লাইফ-রে অলরেডি কয়েকবার রিবুট দিতে হইসে গত কয়েক বছরে নানা কারনে, সেইটা আবারও হ্যাং হইয়া গেলে বড়ই বিরক্তিকর ব্যাপার।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
একি অবস্থা এখানেও। সামনের সপ্তাহেই জবকাট আসছে বলে শোনা যাচ্ছে। ঘোষণা অবশ্য আগেই হয়ে গেছে যে ৫০০০ লোককে দরজা দেখানো হবে। আপনাকে অভিনন্দন ১০০ তম পোস্টের জন্য। আমাকে কোম্পানী দরজা দেখালে আমিও তাড়াতাড়ি ১০০র ঘরে পৌঁছে যাব।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
৫০০০? ডরাইসি। তাও মাইক্রোসফট বলে কথা। আপডেট দিয়েন। আপনি সহ ঐখানে জাকি, আসিফ, তাজিন - ওরাও তো আছে...
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
এই অফিসে বসেই সচলায়তনে আরও অজস্র ব্লগ লিখবেন, কোনও সন্দেহই নেই এতে! শুভকামনা রইলো।
সেঞ্চুরির অভিনন্দন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ডরাইয়েন না। হয়ে যাবে। অফিসে বসেই আরও হাজার খানেক পোস্ট হয়ে যাবে। শুধু সাহস ধরে রাখতে হবে।
আমি দ্যাখেন না। ডিপার্টমেন্টে বসে জোর ভল্যুমে অনলাইন গেম খেলি। আমার এই আকামের কথা অ্যাকাডেমিক কমিটি মিটিং এ আলোচনার বিষয় হয়। কিন্তু আমার কিছু হয় না। আমি ও গেম খেলা বন্ধ করি না।
দিন আরও খারাপ আসবে সামনে। শুধু সাহস ধরে রাখেন। সব কিছু হয়ে যাবে।
আপনার খাম্বা'র জোর শক্ত মনে হয়। এটা কি সেই দেশি খাম্বা নাকি বিলেতি?
যারা চাকরি বাকরি নিয়া চিন্তায় আছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন ... ব্যাপক শিক্ষামূলক
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
আমি দেই আরেকটা
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
বস, বিজনেস নিয়া কি কিছু চিন্তা করসেন?
চাকরির বাজার তো আসলেই খারাপ এখন, ছোটখাটো কোনো বিজনেসের ধান্দা করা যায় কিনা দেখেন না...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
বিজনেস করতে মাঝে মাঝে মন্চায় - যদিও কুনো ক্যাপিটাল নাইক্কা। ভালো কোন আইডিয়া থাকলে আজান দিয়েন।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
শতদল
বাংলাদেশের অবস্থা আরো খারাপ, একবার চাকরি হারােল তো সোনার হরিন আর আেস না।
ভয়ে আছি, কোনদিন বলে আগামিকাল আর আসতে হবে না।
আপনার জন্য দোয়া রইল, আমার জন্যও দোয়া করবেন।
নতুন চাক্রিতে ঢুকসি। একটা ইউরোপিয়ান আইবি র ব্যাক অফিসে আছি। এক মাস হইসে।
পরশু চোখের সামনে চাইরজনের চাক্রি গেসে। দুপুরে হঠাৎ টিম ম্যানেজার টীমের সবাইকে ডেকে বলে, হংকং (এশিয়া-প্যাসিফিক এর মাথা) থিকা অর্ডার আসছে, চাইরজন লে-অফ, পাশের টিমের অমুক, তমুক ..
পুরা ফ্লোরে থমথমে অবস্থা।
পরে দেখি, এদের একজন আমার দেখাশুনা করতো, এক বছর আগে যখন ইন্টার্ন করতাম। আরেকজনের সাথে আগেরদিনও লাঞ্চ করসি।
ভয় পাইসি ব্যাপক। এখনো ক্রেডিট কার্ডের লোন শোধ হয় নাই।
আবার লিখবো হয়তো কোন দিন
ক্রেডিট কার্ড আর বিষাক্ত সাপের মধ্যে আদৌ কোন পার্থক্য দেখি না। যত তাড়াতাড়ি পারেন, শোধ করে দিয়েন। আর তার আগে কার্ড কুচি কুচি করে কেটে ফ্লাশ করে দিলেও কোন লসে পড়বেন না, নিশ্চিত।
আইবি কি টোকিও-তে? চাক্রি জীবনের গল্প তাইলে পাওনা হয়ে গেলো। লেখা দেন।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
সিঙ্গল রান নিতে থাকেন সমানে।
আল্লাহ ভরসা।
দোয়া রইল।
বলেন আমিন।
নাহ, আমগো দোয়ায় আপনার রান আউট হইবার সম্ভাবনা নাই...।
আরো লেখেন, আরো কোপান।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
তার থেকে দেশে চলে আসেন, দেশে তো দিন বদলে রাত হয়ে যাচ্ছে।
শততম পোস্টের অভিনন্দন।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
নতুন মন্তব্য করুন