সচল সত্যিই সচল হয়ে উঠছে দিনে দিনে। সকালে ঘুম থেকে উঠে যখন সাইটে একটা ঢুঁ মারি, তখনই দেখি যে নতুন লেখার সংখ্যা ফ্রন্টপেজ পার হয়ে দ্বিতীয় পৃষ্ঠায় উপচে পড়েছে। এর মধ্যে ভালো-মন্দ সব লেখাই আছে। যাদের লেখা অতীতে পড়ে আনন্দ পেয়েছি (যেমন হিমু বা ইশতি) তাদেরটা আগেভাগে পড়ে নেই, নতুন অনেকের লেখাও চমৎকার।
যাক, আমার মনে হয় সচলের পাঠক ও লেখক বৃদ্ধির সাথে সাইটে ডেভেলপাররা আরো একটি দুটি পদক্ষেপ নিতে পারেন। তারা অলরেডি দারুন কাজ করে যাচ্ছেন তাতে সন্দেহ নেই!
১) একটি বিষয় যেটি মনে হয়েছে সেটি হলো ফ্রন্টপেজে আরো বেশী এন্ট্রির জায়গা করা দরকার। এখন সম্ভবত দশটি নতুন লেখার স্থান আছে। যে হারে নতুন লেখা আসছে প্রতিদিন, খুব তাড়াতাড়ি সেগুলো দ্বিতীয় পাতায় চলে যাচ্ছে। তাই ফ্রন্টপেজটাকে কি আরো লম্বা করা যায়? কম্সেকম্ ১৫ বা ২০টি লেখার জন্যে? (বা খবরের কাগজের মতো একাধিক কলাম?)
২) লেখার জায়গার ডানে বাঁয়েও প্রচুর blank space রয়ে গিয়েছে। এই জায়গাগুলোর কিভাবে উপযুক্ত ব্যবহার করা যেতে পারে? নান্দনিক কারনে খালি রাখলে খারাপ দেখায় না, কিন্তু তারপরেও...
দুই সাইডে দুই-তৃতীয়াংশ জায়গা বর্তমানে খালি আছে।
৩) Recommended Post জাতীয় যে কলামটা আছে - 'গুতোগুতির শীর্ষে' - সেটাও বর্ধিত করা যায়। এখন তিনটা পোস্ট সেখানে দেয়া হয়, সেটাকে বাড়িয়ে ৫-৬-৭-৮-এ নেয়া যায়। তাহলে পাবলিকের রিকমেন্ডেশান অনুযায়ী আরো ভালো কিছু পোস্ট আমাদের নজরে আসতে পারে, ফ্রন্টপেজে আরো বেশীক্ষণ তারা এক্সপোজার পেতে পারে।
৪) 'সাম্প্রতিক ব-e' বলে যে জিনিসটা আছে, সেটার ঠিক কি কাজ আমি শিওর না। মনে হচ্ছে অযথাই জায়গা খাচ্ছে এখন এবং বদলায়ও না সেটা। (এখনো মরার আখমাতোভাকে দেখি!) সেটাকে ফেলে গুতোটা আরো বড় করা যেতে পারে।
DailyKos.com নামে একটা গ্রুপ ব্লগ আছে, যেটা রাজনীতিভিত্তিক ব্লগ এবং গত কয়েক বছর ধরে নেটের সবচেয়ে সফল গ্রুপ ব্লগগুলির একটি, তাদের মডেলটা আমাদের সহৃদয় ডেভেলপাররা একবার দেখে নিতে পারেন। সেখানে ফ্রন্টপেজের স্পেসের বেশ ভাল ব্যবহার হয়েছে, এবং আরো অন্যান্য ঝকমারিও আছে। যাকগে, সচলের ডেভেলপাররা চমৎকার কাজ করে চলেছেন, তাই তাদের জানাই সাধুবাদ। সাইটের উত্তরোতর ডেভেলপমেন্টের বিষয়ে তারা নিশ্চয়ই সচেষ্ট আছেন। পাঠকদের যদি আরো মন্তব্য বা সাজেশান থাকে, তাহলে নীচে লেখে ফেলতে পারেন। সকলকে ধন্যবাদ।
মন্তব্য
সবাই মিলে ইনপুট দিয়ে সচলায়তনকে আগিয়ে নেব আমরা - এমনটা দেখে খুব ভালো লাগছে।
১। করা যেতেই পারে।
২। http:\\149.169.24.205\sachal এ গিয়ে আমার ডেভলপমেন্ট মেশিন থেকে নতুন যে থীমটা ডেভলপ করছি সেটা দেখুন আর মন্তব্য জানান
৩। এটা নিয়েও ভাবা যেতে পারে
৪। ঠিকাছে
dailykos.com দেখে জানাবো। আপনাকে আবারও ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
পড়লাম, অনেক ধন্যবাদ। সময়, সুযোগ ও যথার্ততা অনুযায়ী পরিবর্তন করার চেষ্টা করা হবে
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
পরবর্তীতে পোস্ট না করে - এ ইমেইল করতে অনুরোধ জানাচ্ছি
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
dailykos.com এ ম্যানুয়ালী লেআউটের প্রস্থ পরিবর্তন করা যায়। তাছাড়া বামদিকে একটা প্যানেল বিচ্ছিরী ভাবে ঝুলছে। আমি ফায়ারফক্স ব্যবহার করছিলাম এবং মোটেও ইমপ্রেসড না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
contact@sachalayatan.com ছাড়াও সাহায্য > সমস্যা ও আব্দার এও জানাতে পারেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দুঃখিত, প্রথম পাতা থেকে সরিয়ে দিলাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সাম্প্রতিক মন্তব্য দেখতে গিয়ে এখানে এলাম। ঐ তালিকাটা কি ডিসেন্ডিং অর্ডারে ছাপা যায়? নতুন মন্তব্যগুলো পৃষ্ঠার উপরের দিকে পেলে ভাল হত।
যায়। আজ লাস ভেগাস যাচ্ছি এক কনফারেনসে। ফিরে এস করে দিবো।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নতুন মন্তব্য করুন