বিদায়, বিপ্‌

সুবিনয় মুস্তফী এর ছবি
লিখেছেন সুবিনয় মুস্তফী (তারিখ: শনি, ২৯/০৯/২০০৭ - ১০:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

গত সপ্তাহে মারা গেলেন কিংবদন্তীর ফরাসি মূকাভিনেতা মার্সেল মার্সো (Marcel Marceau)। চুরাশি বছর বয়স হয়েছিল তাঁর। বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মূকাভিনেতা হিসেবে মার্সো ছিলেন সর্বজন-নন্দিত। আর বাঙ্গালীদের কাছে তাঁর আরেকটা পরিচয় ছিল - বাংলাদেশের স্বনামধন্য মাইম পার্থ প্রতিম মজুমদার ছিলেন মার্সো-র প্রিয় ছাত্রদের অন্যতম। পার্থ নিজেও অনেক কাল যাবত প্যারিসে বসবাস করছেন। পার্থকে নিয়ে মার্সো যে উচ্চ ধারণা পোষন করতেন, সেটি পার্থ-র ওয়েবসাইট দেখে বোঝা যায়।

ইকনমিস্ট পত্রিকা মার্সো-র মৃত্যুতে খুবই সুন্দর একটি লেখা ছেপেছে শিল্পীর জীবন ও কর্ম নিয়ে। উল্লেখ্য যে 'বিপ্‌' (Bip) ছিল মার্সো-র সবচেয়ে স্মরণীয় চরিত্র। চ্যাপলিন-এর ফিল্মি চরিত্রকে আমরা যেমন গোঁফ, বোলার হ্যাট, ছড়ি আর বেঢপ জুতা দেখেই চিনে ফেলি, বিপ-এরও তেমন চিরন্তন কস্টিউম ছিল ডোরাকাটা জামা আর লাল ফুল লাগানো টুপি।

মার্সো-কে নিয়ে উইকিপিডিয়ার নিবন্ধ এখানে।

আর ইউটিউবে মার্সো আর বিপ-এর বেশ কিছু ভিডিও ক্লিপ পাওয়া যাচ্ছে।

বিস্ময়কর এই প্রতিভাকে জানাই শ্রদ্ধা।


মন্তব্য

অরূপ এর ছবি

চলুক

অমিত আহমেদ এর ছবি

লেখাটির জন্য প্রানখুলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুবিনয়!


ব্লগস্পট | অর্কুট | ফেসবুক | ইমেইল

সৌরভ এর ছবি

চিনতাম না। ভিডিও দেখে ভাল্লাগলো।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

বিপ্লব রহমান এর ছবি

লেখাটি ভাল লাগলো। লিঙ্কগুলোর জন্য ধন্যবাদ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।