স্পুত্‌নিক!

সুবিনয় মুস্তফী এর ছবি
লিখেছেন সুবিনয় মুস্তফী (তারিখ: বুধ, ০৩/১০/২০০৭ - ৬:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto

আগামীকাল ৪ঠা অক্টোবর স্পুত্‌নিক-এর মহাকাশ যাত্রার ৫০ বছর পূর্ণ হবে। মানব ইতিহাসের এক স্মরণীয় দিন। ছোটবেলায় রুশ গল্পের বইয়ে 'স্পুত্‌নিক' শব্দটা দেখলেই কেমন একটা শিহরণ বোধ করতাম। প্রযুক্তি, বিজ্ঞান , প্রগতির প্রতিকৃতি - রকমারী লাইট আর সাউন্ডে সজ্জিত একটি ধাতব চাকতি মহাশূন্যে ঘুরপাক খাচ্ছে - আমার শিশুতোষ কল্পনার কাছে স্পুত্‌নিক ছিল প্রথম সায়েন্স ফিকশন। অথচ একদমই বাস্তব সে ঘটনা।

তত্‌কালীন রুশ নেতা নিকিতা ক্রুশ্চেভ-এর ছেলে সেরগেই ক্রুশ্চেভ একটি চমত্‌কা‌র লেখা লিখেছেন এই উপলক্ষে। স্পুত্‌নিক প্রজেক্টে যে সমস্ত অসাধারণ বিজ্ঞানীরা কাজ করেছিলেন (করোলেভ, গ্লুশ্‌কো প্রমুখ), তাদেরই অভ্যন্তরীণ ঈর্ষা-বিদ্বেষ-ইগো-র দ্বন্দ্বের গল্প। এই বিজ্ঞানীরা কেন তাদের কালজয়ী অবদানের পরেও নোবেল পুরস্কার পাননি, সেরগেই ক্রুশ্চেভ তার ব্যাখ্যা দিয়েছেন।

সচলের গুরুদের কাছে অনুরোধ - একটি স্পুত্‌নিক ব্যানার!

পুনশ্চ - স্পুত্‌নিক বিষয়ক প্রশ্নোত্তর


মন্তব্য

দুর্বাশা তাপস এর ছবি

সেই প্রতিভাবান ব্যক্তিদের শ্রদ্ধার সাথে স্মরন করছি যারা স্পুতনিকের জন্য কাজ করেছেন।

পঞ্চাশ বছর কম সময় না, বিশেষ করে সভ্যতার গতি যেন গুনোত্তর হারে বাড়ছে। মহাকাশ যাত্রার পঞ্চাশ বছর পর আমরা কি করছি? বিভন্ন রকম অনুভূতি আবিষ্কার করছি আর সেগুলোর আহত নিহত হওয়া নিয়ে গবেষনা করছি, হায়রে পোড়া দেশ।

==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।

দ্রোহী এর ছবি

গ্লাসনষ্ট (গ্লাসনস্ত) আর পরস্ত্রীকাতরতা (পেরেস্ত্রাইকা) না থাকলে হয়তোবা স্পুৎনিক আরও অনেকদুর যেত।


কি মাঝি? ডরাইলা?

বিপ্লব রহমান এর ছবি

স্পুৎনিক, নভোচারী কুকুর 'লাইকা' -- সুবিনয় দা, আপনি দেখছি ধূসর শৈশবের অনেক গল্প-কথা মনে করিয়ে দিলেন!

(অফটপিক: সচলের গুরুবৃন্দ, ৪ অক্টোবর শেষ হতে চললো; অথচ স্পুৎনিক-ব্যানার কোথায়?)


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।