ছবিতে যেই বৃদ্ধ ভদ্রলোককে দেখছেন, তিনিই মিখাইল গর্বাচভ। ভেঙ্গে যাওয়ার আগে প্রবল পরাক্রমশালী সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা। ওয়ারসো চুক্তির অধীনে কমিউনিস্ট দেশগুলোর একচ্ছত্র অধিপতি। আশির দশকের স্নায়ুযুদ্ধে পৃথিবীর যেই দুইজন বিগ বস ছিলেন, তাদের অন্যতম।
আর সেই ভদ্রলোক কিনা ২০০৭ সালে এসে মডেল হলেন এই ব্যাগের বিজ্ঞাপনের! কয়েকদিন আগে পত্রিকার পাতায় অ্যাডটি দেখে মোটামুটি ভিমড়ি খেলাম। গর্বাচভ-এর পাশে সীটে রাখা আছে লুই ভুইটনের ব্যাগ। দামী ব্যাগ বলতেই এক নামে লুই ভুইটন বোঝায়, মেটে-বাদামী ডিজাইনে আঁকা LV অক্ষর দুটি চিনিয়ে দেয় ব্রান্ডের দাপট। তো এই দামী ব্যাগের বিজ্ঞাপনে ক্যাথ্রিন দেন্যুভ-এর মত নামী চিত্রতারকা মডেল হবেন, বুঝলাম - আগাসি আর গ্রাফের মত টেনিস তারকা এই অ্যাড করে পয়সা বানাবেন, সেটাও মানা যায়। কিন্তু অর্ধেক পৃথিবীর প্রাক্তন রাজাধিরাজ মিখাইল গর্বাচভ?! হায়, বাজারের এ কি শক্তি। মান-সম্মানের আর কিছুই বাকি রাখলো না বুড়া।
P.S. নিউজ পড়ে জানলাম তিনি একদা পিত্সা হাটের বিজ্ঞাপনও করেছেন। ভাগ্যিস মার্ক্স-লেনিন বেঁচে নেই, নইলে খুব কষ্ট পেতেন ;-)
মন্তব্য
মাশাল্লাহ...
জয় হোক মহান পেরেস্ত্রাইকার...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আহ! পুঁজিবাদের গর্ভশ্রাব!(বানানটা কি ভুল হয়ে গেলো?)!...
তোমাকেই নাকচ করার জন্য চরম অনাহারের দিনে আমাদের 'সংস্কৃতি'র বিশেষ স্ট্যালিন সংখ্যা; পাঁচ টাকা দামের পোস্টার...সাংবাদিক+কমিউনিস্ট...তরুণ সরকারের সঙ্গে বিচ্ছেদ। সেলিম রেজা নিউটনের বুকলেট 'লেনিন (নূহে আলম লেনিন) ইন ওয়ান্ডার ল্যান্ড'...মহান আদর্শের পক্ষে আমাদের খর রোদে অবস্থান...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
গর্বাচভ এখন মডেলিং ছাড়া আর কী করে?
হাঁটুপানির জলদস্যু
আজকে বিবিসিতে দেখলাম, নতুন এক রাজনৈতিক দল বানাইছে, যদিও প্রো-পুতিন।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
এরশাদের মতো অবস্থা।
আচ্ছা, এরশাদও তো আন্তর্জাতিক মডেল হতে পারে। দেশের কিছু বৈদেশিক মুদ্রা আয় হয়। যদিও তাঁর চুল পেকে সোনালী আঁশ হয়ে গেছে, তারপরও কোন সম্ভাবনাই উড়িয়ে দেয়া উচিত না।
হাঁটুপানির জলদস্যু
প্লের্গাল পত্রিকার মডেল না তো আবার?
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
ভেঙ্গে যাওয়ার আগে আগে সত্যিই কি সোভিয়েত ইউনিয়ন প্রবল পরাক্রমশালী ছিল?বিশেষ করে গর্বাচভের শাসনামলে?
অয়ন, আপনের কথা খুবই সত্যি। একটু রেটোরিক চালসিলাম শুধু, এখন তো দেখি গর্বাচভ শাসনামলে সোভিয়েত রাষ্ট্রের দুর্বলতা নিয়ে রচনা লেখতে হবে! ছাত্রফ্রন্টের প্রাক্তন সদস্যদের হাতে সেই দায়ভার তুলে দিলাম... ;-)
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
গর্বাচেভের মত পুজিবাদের দালাল মডেলিং করলে অবাক হওয়ার কিছু নেই।
ঠিকমতো টাকা ঢাললে গর্বাচেভ পেরেস্ত্রয়কা বিরোধী বিজ্ঞাপনেও মডেলিং করবে ;)
ছবিটা দেখে মজা পাইলাম।
পেছনে বার্লিন দেয়াল আর পাশে ভিটন। নির্মম রসিকতা।
হায়!
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
পোস্টটা কীভাবে যেন চোখের আড়াল থেকে গিয়েছিল। দেখলাম, পড়লাম, হাসলাম।
নতুন মন্তব্য করুন