দগ্ধ নিরালায় এই ব্যথা, তোর জন্য বোন আমার

সুমন সুপান্থ এর ছবি
লিখেছেন সুমন সুপান্থ (তারিখ: শনি, ২৮/০৬/২০০৮ - ৪:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মন খারাপ হলে কি করো তুমি ? চোখের ভেতরে উপচালে জল ?
গলার কাছে আটকে থাকলে কান্নার দলা ? দুর পাহাড়ের গায়ে গায়ে নিভু নিভু কিছু রাত-প্রদীপ,তার কাছে কি পার্থনা করো তখন ? মানুষের ভেতর আরেক অন্ধকার-গ্রাম, তার সাকিন জেনে আতকে উঠো,ভাবো,সব সবুজেরা কৈশোরের হাওয়াই মিঠাইয়ের মতো, ম্লান মেঘেদের মতো, কান্না ও বেদনার মতো ধূসর থেকে ধূসরতরো হতে হতে তোমাকই বা কেন শেখাচ্ছে বিপন্নতার নীলচে ধারাপাত ! বুঝো, গোধুলীর রঙে আগুনের জ্বালা বারবার বেজে বেজে থেমে গেলে কেন টের মিলে লোপামুদ্রার গলাও ভেজা, তোমার মতো !
তোমার জন্য কান্না ছাড়া,কষ্টের মতো দীর্ঘ দীর্ঘ নি:শ্বাস ছাড়া আমারো দেবার কিছু নেই । অসহায়ত্ব, মানুষের - কখনো-সখনো মৃত্যুর চেয়ে তীব্র হয়ে হানা দেয়,কাঁপিয়ে দেয় আমূল ! হাহাকারের মতো ছড়িয়ে থাকে সবখানে !


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

পড়লাম।

(রন্টি)

অতিথি লেখক এর ছবি

অসহায়ত্ব, মানুষের - কখনো-সখনো মৃত্যুর চেয়ে তীব্র হয়ে হানা দেয়,কাঁপিয়ে দেয় আমূল !

ভাল বলেছেন।

রাফি

মুশফিকা মুমু এর ছবি

মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

আহমেদুর রশীদ এর ছবি

জমানো কান্না একসময় ঘন হতে হতে হয়ে যায় এন্টার্কটিকার বরফ।এরপর আর অশ্রু গড়ায় না,ভাঙ্গে শুধু পাঁজরের বাক্সো।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

তারেক এর ছবি

তোমার জন্য কান্না ছাড়া,কষ্টের মতো দীর্ঘ দীর্ঘ নি:শ্বাস ছাড়া আমারো দেবার কিছু নেই । অসহায়ত্ব, মানুষের - কখনো-সখনো মৃত্যুর চেয়ে তীব্র হয়ে হানা দেয়,কাঁপিয়ে দেয় আমূল ! হাহাকারের মতো ছড়িয়ে থাকে সবখানে !

মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।