আমাদের মাথার ভেতর তখন হয়তো আশ্চর্য সব স্বপ্নপতনের গল্প...শস্যক্ষেত...নিসর্গ নগর ! রক্তের জোনাকিবিন্দু জ্বেলে সন্তর্পণে এসে দাড়াঁচ্ছি যমুনা কি , বিজনা নদীতীরে ! আর অপ্রার্থিত ভাঙনের মুখে ঠায় শুনাচ্ছি নিখিল বাংলার কেচ্ছা-কাহানী ; তার এক আধ-ফোঁটা !
একদিন, আজ আর মনে নেই ,ফাল্গুনের নিয়মনীতিহীন হাওয়া এসে দোল দিয়ে গে'ছিলো , না কি দিনটি ছিলো স্রেফ শরতের ! আমরা কেউ কেউ জেনেছিলাম যমুনা-তীরবর্তী জনপদ তামাই, আর তার এক চঞ্চল কিশোরের নাতিউচ্চ স্বরের শিস্ !
তারপর দরজার ওপাশে কোন এক ত্বরিত রজনী জীবিকার মতো হেঁটে এসে আমাদের কতোজনকেই ছিটকে দিয়েছিলো এর ওর কাছে থেকে !
ভুল গল্পে কে যেন জানালো আরো একদিন- 'ও তো বিদেশ চলে গেছে ! '
ভুলতেই বসেছিলাম প্রায়, যেমন মানুষ ভোলে, বাড়ি পাশের প্রিয় খেয়াঘাটটির কথা ও একদিন ! প্রিয়তর ডুবসাতাঁরের চিহ্ন ও ... ! তেমনি ।
হঠাত্-ই একদিন দেখি নামের সঙ্গে বাড়তি এক শব্দ বসিয়ে ছেলেটা চিল্লায়- ' আমি-ই পান্থ রেজা , সুপান্থ দা । তামাইয়ের করুণ রাখাল , নগরে এসে পান্থ রহমান সেজেছি । '
সেই পান্থ রেজা ,কি , পান্থ রহমান রেজা'র জন্মদিন আজ । এই সুযোগে জানাই , কবে কোন কালে আমার বিশ্বাস জন্মেছিলো- তুই বড় লেখক হবি , পান্থ !
শুভ জন্মদিন ।
মন্তব্য
শুভ জন্মদিন রেজা মামা।
শুভ জন্মদিন
যেরকম হাসিমুখ ছবি প্রোফাইল
সেরকম দাঁত বের করা হাসি শুভেচ্ছা
বড় হয়ে বড় লেখক হোন!!
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
শুভ জন্মদিন, পান্থ!
শুভ জন্মদিন পান্থ রেজা ভাই।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
জন্মদিনের শুভেচ্ছা নিন পান্থ
(অফিস শেষে হামলা হবে
আপনি যদি চান তো ..)
'পিচ্চি' ছেলেটার জন্মদিনে শুভেচ্ছা।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। (হাসি)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
বিজ্ঞাপনী জগতের লোকের রীতিমতো ক্যাম্পেইন কইরা জন্মদিন পালনের কথা!
যাই হোক, জন্মদিনের শুভেচ্ছা। খোমাখাতায় আর ধরা খাইয়েন না :)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
শুভ জন্মদিন পান্থভাই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
শুভ জন্মদিন, পান্থ।
আনন্দে কাটুক দিন...............
শুভ জন্মদিন পান্থ ।
শুভ ও কল্যানময় হোক সবকিছু ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
শুভ জন্মদিন
পান্থের জন্মদিন নাকি আজ! তা কেক কই পান্থ?
........................................
শুভ জন্মদিন পান্থ।
শুভ জন্মদিন
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
শুভ জন্মদিন পান্থ রহমান রেজা ! আনন্দে কাটুক সারা দিন, সারা জীবন !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
শুভ জন্মদিন প্রিয়দর্শন! সাবালকত্বের দিকে আরেক ধাপ এগিয়ে গেলেন!! অভিনন্দন!!!
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পান্থ,
দেখছেন আকাশটা আজ কেমল ঝলমলে। চারুকলার শিউলি গাছগুলো কেমন ঢলে পড়েছে আবেগের শুভ্রতায়।
কিন্তু সমস্যা হলো দ্বিতীয়ার চাঁদ ওতোটা আলো ছড়াবে না রাতে। তার চেয়ে বড়ো সমস্যা, সন্ধ্যা হলেই না শিউলি ফুলগুলো মজে যায়। ঘ্রাণটাও কেমন চামসে উঠে।
তবে আফসোস করে কাজ নেই।
কিছুটা রোদের আদর, কিছুটা শেফালির স্নিগ্ধতা রেখে দিলাম আপনার জন্য, হৃদয়ের শীতল কুঠুরে। সন্ধ্যা হলে একবার দাঁড়াবেন জনালার পাশে। পেয়ে যাবেন সব ঠিকঠাক।
এখন শুধু বলছি-
শুভ জন্মদিন।
বড় হও ব্যাটা ।
অনেক শুভকামনা, পান্থ!
শুভ জন্মদিন পান্থ ভাই...
.....................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন।
পান্থ তবে বড়ো হচ্ছে।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
পান্থ আরো একটি মাইলফলক অতিক্রম করার জন্য শুভেচ্ছা আমার তরফ থেকে ...
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
কেক আর কোক নিয়ে চলে আসেন।
শুভজন্মদিন পান্থ।
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
শুভ জন্মদিন পান্থ।
কেকটা দারুণ খাওয়ালেন। আমরা অফিসের সবাই খুশি- এবার সচলের পক্ষ থেকে দ্বিতীয়বার কেক খাবার অপেক্ষায় থাকলাম....
মূর্তালা রামাত
এ যে দেখছি, ঘরের শত্রু বিভীষণ!!!
যাক মূর্তালা, আপনার মতো গুণগ্রাহী হাজারে হাজারে দরকার, এই না হলে না খেয়েও যারা দরাজ গলায় প্রশংসা করে কে এই যুগে।
হ্যাপী বাডডে!
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
পান্থ-র বয়স আরো এক বছর বাড়লো নাকি?
চেহারা দেইখা তো মনে হয় না। (হাসি)
অনেক অনেক এবং অনেক শুভেচ্ছা এই দিনে,পান্থ।
ভালো থাকেন, হাসিখুশি থাকেন।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শুভ জন্মদিন পান্থ।
সামনের বছরগুলোয় আরো বেশি বেশি মানুষ আপনাকে উইশ করুক, এই কামনায়।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এই টপিক-টা পোস্ট আগে হয়ে গে'ছিল, তবে আমার এই কমেন্ট বা সংযুক্তি যখন পাবে তুমি, তখন আর এটা প্রি-ম্যাচ্যুর বা আর্লিয়ার হবে না। :)
শুভ জন্মদিন। আমি যখন বলছি, তার আর চার ঘণ্টা পর শুরু হবে সেই দিন।
আমিও দেখি, বড় হ'তে হ'তে তুমি বেশ বড় লেখকই হ'চ্ছো।
অনেক অনেক শুভ ইচ্ছে আর কামনার কিচ্ছে পাঠালাম তোমার পত্রপুট-পকেটে।
সুমন সুপান্থ দা-কে অনেক অচেনা ধন্যবাদ এই চমত্কার পোস্ট-টির জন্য। :)
_ সাইফুল আকবর খান
আমি লেইট লতিফ, তাও সই, আবার বলি , হ্যাপি বাড্ডে পান্থ ভাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
উপস্থাপককে ধন্যবাদ জানানোর জন্য। বেশ গুলিয়ে দিয়েছিলেন ভাই সদ্য চেনা নব বালককে। হোঁচট খেতে খেতে শেষ মেষ চিনলাম আপনার শেষ প্যারার প্রথম লাইনে এসে। পান্থ রহমান রেজা'কে
জন্ম দিনের উম হু.......
হবার দিনের শুভেচ্ছা.............হয়েছ তো বেশ,
হয়ো উঠো আর..........নিয়ে সব রেশ।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
শুভ জন্মদিন যুবকবেশী বালক (না-কি উল্টাটা?) :-)
শুভ জন্মদিন!
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আমি নাহয় একটু দেরি করেই বুড়ো করলাম আপনাকে... শুভ জন্মদিন!
- রেজা রহমান পান্থ, শুভেচ্ছা অনেক জন্মদিনের
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দেরীতে হলেও জন্মদিনের তাজা শুভেচ্ছা রইল।
------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
শেষ পেরেকটা তবে আমিই নাহয় ঠুকি...
যাহ্ ব্যাটা... এক্কেবারে পরের জন্মদিনের শুভেচ্ছা দিয়া দিলাম। করে কেটে খা।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন