• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

তামাইয়ের করুণ বংশীওয়ালা পান্থ রেজা'র শুভ জন্মদিন আজ

সুমন সুপান্থ এর ছবি
লিখেছেন সুমন সুপান্থ (তারিখ: বিষ্যুদ, ৩০/১০/২০০৮ - ৭:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের মাথার ভেতর তখন হয়তো আশ্চর্য সব স্বপ্নপতনের গল্প...শস্যক্ষেত...নিসর্গ নগর ! রক্তের জোনাকিবিন্দু জ্বেলে সন্তর্পণে এসে দাড়াঁচ্ছি যমুনা কি , বিজনা নদীতীরে ! আর অপ্রার্থিত ভাঙনের মুখে ঠায় শুনাচ্ছি নিখিল বাংলার কেচ্ছা-কাহানী ; তার এক আধ-ফোঁটা !

একদিন, আজ আর মনে নেই ,ফাল্গুনের নিয়মনীতিহীন হাওয়া এসে দোল দিয়ে গে'ছিলো , না কি দিনটি ছিলো স্রেফ শরতের ! আমরা কেউ কেউ জেনেছিলাম যমুনা-তীরবর্তী জনপদ তামাই, আর তার এক চঞ্চল কিশোরের নাতিউচ্চ স্বরের শিস্‌ !

তারপর দরজার ওপাশে কোন এক ত্বরিত রজনী জীবিকার মতো হেঁটে এসে আমাদের কতোজনকেই ছিটকে দিয়েছিলো এর ওর কাছে থেকে !

ভুল গল্পে কে যেন জানালো আরো একদিন- 'ও তো বিদেশ চলে গেছে ! '

ভুলতেই বসেছিলাম প্রায়, যেমন মানুষ ভোলে, বাড়ি পাশের প্রিয় খেয়াঘাটটির কথা ও একদিন ! প্রিয়তর ডুবসাতাঁরের চিহ্ন ও ... ! তেমনি ।

হঠাত্‌-ই একদিন দেখি নামের সঙ্গে বাড়তি এক শব্দ বসিয়ে ছেলেটা চিল্লায়- ' আমি-ই পান্থ রেজা , সুপান্থ দা । তামাইয়ের করুণ রাখাল , নগরে এসে পান্থ রহমান সেজেছি । '
সেই পান্থ রেজা ,কি , পান্থ রহমান রেজা'র জন্মদিন আজ । এই সুযোগে জানাই , কবে কোন কালে আমার বিশ্বাস জন্মেছিলো- তুই বড় লেখক হবি , পান্থ !

শুভ জন্মদিন ।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শুভ জন্মদিন রেজা মামা।

রানা মেহের এর ছবি

শুভ জন্মদিন
যেরকম হাসিমুখ ছবি প্রোফাইল
সেরকম দাঁত বের করা হাসি শুভেচ্ছা
বড় হয়ে বড় লেখক হোন!!
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন, পান্থ!

রাফি এর ছবি

শুভ জন্মদিন পান্থ রেজা ভাই।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

আকতার আহমেদ এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা নিন পান্থ
(অফিস শেষে হামলা হবে
আপনি যদি চান তো ..)

আলমগীর এর ছবি

'পিচ্চি' ছেলেটার জন্মদিনে শুভেচ্ছা।

কীর্তিনাশা এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। (হাসি)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বিজ্ঞাপনী জগতের লোকের রীতিমতো ক্যাম্পেইন কইরা জন্মদিন পালনের কথা!

যাই হোক, জন্মদিনের শুভেচ্ছা। খোমাখাতায় আর ধরা খাইয়েন না :)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

রেনেট এর ছবি

শুভ জন্মদিন পান্থভাই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন, পান্থ।
আনন্দে কাটুক দিন...............

হাসান মোরশেদ এর ছবি

শুভ জন্মদিন পান্থ ।
শুভ ও কল্যানময় হোক সবকিছু ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মাহবুব লীলেন এর ছবি

শুভ জন্মদিন

পান্থ রহমান রেজা এর ছবি

পান্থের জন্মদিন নাকি আজ! তা কেক কই পান্থ?
........................................

শুভ জন্মদিন পান্থ।

নুরুজ্জামান মানিক এর ছবি

শুভ জন্মদিন

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সবজান্তা এর ছবি

শুভ জন্মদিন পান্থ রহমান রেজা ! আনন্দে কাটুক সারা দিন, সারা জীবন !


অলমিতি বিস্তারেণ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন প্রিয়দর্শন! সাবালকত্বের দিকে আরেক ধাপ এগিয়ে গেলেন!! অভিনন্দন!!!



তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

জয়দীপ দে শাপলু এর ছবি

পান্থ,
দেখছেন আকাশটা আজ কেমল ঝলমলে। চারুকলার শিউলি গাছগুলো কেমন ঢলে পড়েছে আবেগের শুভ্রতায়।
কিন্তু সমস্যা হলো দ্বিতীয়ার চাঁদ ওতোটা আলো ছড়াবে না রাতে। তার চেয়ে বড়ো সমস্যা, সন্ধ্যা হলেই না শিউলি ফুলগুলো মজে যায়। ঘ্রাণটাও কেমন চামসে উঠে।
তবে আফসোস করে কাজ নেই।
কিছুটা রোদের আদর, কিছুটা শেফালির স্নিগ্ধতা রেখে দিলাম আপনার জন্য, হৃদয়ের শীতল কুঠুরে। সন্ধ্যা হলে একবার দাঁড়াবেন জনালার পাশে। পেয়ে যাবেন সব ঠিকঠাক।
এখন শুধু বলছি-
শুভ জন্মদিন।

আরিফ জেবতিক এর ছবি

বড় হও ব্যাটা ।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনেক শুভকামনা, পান্থ!

কল্পনা আক্তার এর ছবি

শুভ জন্মদিন পান্থ ভাই...

.....................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অনিন্দিতা এর ছবি

শুভ জন্মদিন।

নজমুল আলবাব এর ছবি

শুভ জন্মদিন।

পান্থ তবে বড়ো হচ্ছে।

ভুল সময়ের মর্মাহত বাউল

দিগন্ত এর ছবি

পান্থ আরো একটি মাইলফলক অতিক্রম করার জন্য শুভেচ্ছা আমার তরফ থেকে ...


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

আহমেদুর রশীদ এর ছবি

কেক আর কোক নিয়ে চলে আসেন।

শুভজন্মদিন পান্থ।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মূর্তালা রামাত এর ছবি

শুভ জন্মদিন পান্থ।
কেকটা দারুণ খাওয়ালেন। আমরা অফিসের সবাই খুশি- এবার সচলের পক্ষ থেকে দ্বিতীয়বার কেক খাবার অপেক্ষায় থাকলাম....

মূর্তালা রামাত

পান্থ রহমান রেজা এর ছবি

এ যে দেখছি, ঘরের শত্রু বিভীষণ!!!
যাক মূর্তালা, আপনার মতো গুণগ্রাহী হাজারে হাজারে দরকার, এই না হলে না খেয়েও যারা দরাজ গলায় প্রশংসা করে কে এই যুগে।

পুতুল এর ছবি

হ্যাপী বাডডে!
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

পান্থ-র বয়স আরো এক বছর বাড়লো নাকি?
চেহারা দেইখা তো মনে হয় না। (হাসি)
অনেক অনেক এবং অনেক শুভেচ্ছা এই দিনে,পান্থ।
ভালো থাকেন, হাসিখুশি থাকেন।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কনফুসিয়াস এর ছবি

শুভ জন্মদিন পান্থ।
সামনের বছরগুলোয় আরো বেশি বেশি মানুষ আপনাকে উইশ করুক, এই কামনায়।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

রণদীপম বসু এর ছবি

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

এই টপিক-টা পোস্ট আগে হয়ে গে'ছিল, তবে আমার এই কমেন্ট বা সংযুক্তি যখন পাবে তুমি, তখন আর এটা প্রি-ম্যাচ্যুর বা আর্লিয়ার হবে না। :)
শুভ জন্মদিন। আমি যখন বলছি, তার আর চার ঘণ্টা পর শুরু হবে সেই দিন।
আমিও দেখি, বড় হ'তে হ'তে তুমি বেশ বড় লেখকই হ'চ্ছো।
অনেক অনেক শুভ ইচ্ছে আর কামনার কিচ্ছে পাঠালাম তোমার পত্রপুট-পকেটে।
সুমন সুপান্থ দা-কে অনেক অচেনা ধন্যবাদ এই চমত্কার পোস্ট-টির জন্য। :)

_ সাইফুল আকবর খান

দেবোত্তম দাশ এর ছবি

আমি লেইট লতিফ, তাও সই, আবার বলি , হ্যাপি বাড্ডে পান্থ ভাই

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অম্লান অভি এর ছবি

উপস্থাপককে ধন্যবাদ জানানোর জন্য। বেশ গুলিয়ে দিয়েছিলেন ভাই সদ্য চেনা নব বালককে। হোঁচট খেতে খেতে শেষ মেষ চিনলাম আপনার শেষ প্যারার প্রথম লাইনে এসে। পান্থ রহমান রেজা'কে

জন্ম দিনের উম হু.......
হবার দিনের শুভেচ্ছা.............হয়েছ তো বেশ,
হয়ো উঠো আর..........নিয়ে সব রেশ।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

অতন্দ্র প্রহরী এর ছবি

শুভ জন্মদিন যুবকবেশী বালক (না-কি উল্টাটা?) :-)

সুমন চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন!



অজ্ঞাতবাস

ইশতিয়াক রউফ এর ছবি

আমি নাহয় একটু দেরি করেই বুড়ো করলাম আপনাকে... শুভ জন্মদিন!

ধুসর গোধূলি এর ছবি
দৃশা এর ছবি

দেরীতে হলেও জন্মদিনের তাজা শুভেচ্ছা রইল।
------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শেষ পেরেকটা তবে আমিই নাহয় ঠুকি...
যাহ্ ব্যাটা... এক্কেবারে পরের জন্মদিনের শুভেচ্ছা দিয়া দিলাম। করে কেটে খা।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।