জন্মের সকল ভার, এই জন্মের হাহাকার, তবু শুভ হোক আয়ূর কাহিনী- তোর জন্য জিফরান খালেদ

সুমন সুপান্থ এর ছবি
লিখেছেন সুমন সুপান্থ (তারিখ: বিষ্যুদ, ১৯/০৩/২০০৯ - ৬:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বুকের খুব কাছে মৃত পালক আর গোপনে জমানো হাহাকারের ভেতর, অযুত নিযুত বর্ষের শেষে কে তাঁকে ডেকেছিলো, হারানো আরেক কবির মতো- ''এবার তো প্রস্তুত রথ, ওঠো ওঠো জয়দ্রথ''
আর সে উঠেছিলো । উঠে লিখে গিয়েছিলো, লিখতে চেয়েছিলো গতজন্মের আয়ূকাহিনী তার !
ভ্রম জন্মের খেসারত দিয়ে লিখতে বসেছিলো রক্তময় সব পঙত্তি ! আমরা তাকে কবি বলতে চাই...
রাহুর বালক, আমরা তোমাকে অভিমন্যু বলে ডাকতে চাই
আমরা তোমাকে বলি শুভ এই জন্ম, তারায় তারায় ঝলাসানো অপঠিত কাব্যের জয়দ্রথ !


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

অভিনন্দন হে!
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কবিকে প্রথম শুভেচ্ছাটা আমার তরফ থেকে।

আহ! একটুর জন্য মিস।

রানা মেহের এর ছবি

সারাদিনে জিফরানের কোন পাত্তাই পাওয়া গেলোনা।
কোথায় যে থাকে ছেলেটা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন, কবি !

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন, জিফরান!

মৃন্ময় আহমেদ এর ছবি

শুভময় হউক।

=========================================
অনিকেত প্রান্তরে ভেসে বেড়াই

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন, কবি।

আহমেদুর রশীদ এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নুরুজ্জামান মানিক এর ছবি

শুভ জন্মদিন!

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মাল্যবান এর ছবি

তারায় তারায় ঝলাসানো অপঠিত কাব্যের জয়দ্রথ !

অভিনন্দন !

সবজান্তা এর ছবি

শুভ জন্মদিন প্রিয় জিফরান খালেদ... !


অলমিতি বিস্তারেণ

মূর্তালা রামাত এর ছবি

শুভ জন্মদিন জিফরান। অনেক অনেক ভালো্ থেকো।

মূর্তালা রামাত

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন কবি জিফরান খালেদ।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মৃদুল আহমেদ এর ছবি

জিফরান, যত যাই কিছু হোক, ভালো থাকুন...
---------------------------------------------
আমাকে ছুঁয়ো না শিশু... এই ফুল-পাখি-গান সবই মিথ্যা!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

নীল [অতিথি] এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা !

অতন্দ্র প্রহরী এর ছবি

শুভ জন্মদিন।

গৌতম এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

আলবাব এর ছবি

শুভ জন্মদিন কবি।

সুমন চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন!!



অজ্ঞাতবাস

কনফুসিয়াস এর ছবি

শুভ জন্মদিন প্রিয় কবি।
আমি আপনার মত করে কবিতা লিখি না হয়তো, তবু মাঝে মাঝে কিছু কিছু ভাবনা অনেকটা একইরকম ভাবি, এটাও শান্তি।

-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ফারুক ওয়াসিফ এর ছবি

কবি, অনুজ, জাফরানগন্ধী জিফরানকে শুভেচ্ছা। প্রীতি কি আর সীমান্ত মানে?

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মাঝে মাঝে ইচ্ছা করে কিছু কথা এদেরকে দিয়ে বলি, এটা সুন্দর করে লিখে দেন তো...
জিফরান সেই কবি...

শুভ জন্মদিন
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুস্তাফিজ এর ছবি

শুভ জন্মদিন

...........................
Every Picture Tells a Story

দেবোত্তম দাশ এর ছবি

আনন্দময় হয়ে উঠুক এই দিনটি
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

হিমু এর ছবি

জিফরানকে জন্মদিনে ভিজা গেলাস আর শুক্না কাঁথার শুভেচ্ছা!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

বিপ্লব রহমান এর ছবি

শুভ জন্মদিন।।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

বিপ্রতীপ এর ছবি

শুভ জন্মদিন!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কবিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জিফরান খালেদ, শুভ হোক জন্মদিন ও অনাগত দিনগুলি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইশতিয়াক রউফ এর ছবি

শুভ জন্মদিন, কবি! হাসি

Sohel এর ছবি

শুভ জন্মদিন

নাজনীন খলিল এর ছবি

চমৎকার ! চমৎকার!

শুভ জন্মদিন জিফরান খালেদ।

জিফরান খালেদ এর ছবি

সুমন ভাইকে ধন্যবাদ এমন করে লিখবার জন্যে।

বাকি সকলকেও।

জন্মদিন খুব একটা আনন্দময় ব্যাপার না যদিও। আমাকে আরো একটা বছর হারালো, বা, আমি হারালাম একটা বছর... এইসব উপলব্ধির চেয়ে হুইস্কি এবং গাঢ় চুম্বন ঢের শ্রেয়।

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

লেট শুভ জন্মদিন

Lina Fardows

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।