কি গান গাহিলে শেষে এই মিলন ও প্রণয়গাথাঁ জোত্স্নায়
আমি তার করিনি অনুবাদ, তবু জেনেছি যেটুকু বাকি
আমাদের গোপন গহন এক আততায়ী প্রণোদনায়
প্বথিবীকে একলা রেখে আমরা দু'জন বিষাদঘরে থাকি !
কার শিয়রে কে রেখেছি মাথা, কোন্ চোখে কার্ জল
কার ঠোঁটে ওষ্ঠ রেখে কে মরেছি প্রথম
আগুনের ধর্ম মেনে ; বসে থেকেছি নিশ্চল
পাহাড়চূড়োয় , নেমে গেলে বর্ষানিদাঘ ঝমঝম ।
আজ আর কিছু মনে নেই , মনে নেই কিছু-ই
কি করে ফিরেছি দু'জন অনূঢ়াবৈভব রাতে
চাঁদ নেমে গেলে চাঁদপাড়ার মাঠে - 'চন্দনী' অথৈ
ভাসিয়ে নিয়ে গেছে আমাদের,দূর দূর আশ্চর্য তফাতে ।
মন্তব্য
কয়েকবার করে পড়লাম...ভালো লাগা অনুভূতি।
একটা কথা বলি? সবগুলো লেখাই বই-এ না দিয়ে আলাদা পোস্ট হিসেবেও তো দেয়া যায়...
সে-ই ভালো না?
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
শুভেচ্ছা@সুমন সুপান্থ
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
ভাইয়া,
এই কবিতাটি প্রায়ই পড়ে যাই এসে...
আজও পড়লাম...
আর বিষণ্ন এ ক্ষণে মনে হল ঠিক এ কথাগুলোইতো গুমরে মরছে মনে...
------------------------------------------------------------------
নির্জলা নৈবেদ্য
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
বিষে বিষক্ষয় হল না। মনটা আরো খারাপ হয়ে গেল।
অমিত্রাক্ষর
অমিত্রাক্ষর@জিমেইল ডট কম
নতুন মন্তব্য করুন