এক মুঠো ভালবাসা রেখেছিলাম জমা
তোমার কাছে,
এক টুকরো স্বপ্ন বন্ধক রেখেছিলাম
তোমার কাছে সর্ন্তপনে ;
ভালবাসাকে র্বনহীন করলে
অহংকারের অগ্নিশিখায়,
স...
নদীর নাম আঠারবাকি,আঠারোটি বাঁক ছিল তার, যখন তাকে নদী বলে চিনতো সবাই। আজ চেনা যায়না তাকে, শীর্ন শরীরে বাঁক থাকা আর না থাকা! নদীর কি বৃদ্ধ হওয়া চলে? এ নদী দেখে মনে হয় বৃদ্ধ হয়েছে , বাঁচবে না বেশিদিন।
একসময় জাহাজ চলতো,পরে ...