কয়েকদিন ব্লগ থেকে একটু ছুটি নিয়েছিলাম। নাহ... ব্যস্ততার জন্যে নয়। ভালো লাগছিল না। লেখালেখিতে মন লাগছিল না এমনকি পড়াতেও নয়। মন খারাপ হয়েছিল। অকারণে নয়। তবে সে বলার মত ও কিছু নয়।
এখন হঠাৎ ইচ্ছে হল, ঢাকায় যাচ্ছি সেটা জানিয়ে যাই। কাল সন্ধ্যের দিকে পৌঁছুব ইনশাল্লাহ। দিন চার থাকব ঢাকায় তারপর চাটগাঁয় মা বাবা'র কাছে।
আরিফ'দা,
আপনার ই-পত্র পাইনি কাজেই ফোন নম্বরও জানি না। ঢাকায় গিয়ে চেষ্টা করব যোগাযোগ করার।
ঢাকায় আর কে কে আছেন জানি না, থাকলে 'হাজির শাহজাদী' বলবেন প্লীজ! নেট কানেকশান পাব আশা করি কাজেই এখানে আওয়াজ দিলেও জানতে পারব।
=============
মাশীদের জন্মদিন ঘেছে দেখলাম। বিলম্বিত শুভেচ্ছা আপনাকে মাশীদ। ভাল থাকবেন খুব।
===============
মন্তব্য
দ্যাশে নাই । থাকলে দাওয়াত দিতে পারতাম
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নীড়পাতা.কম ব্লগকুঠি
এখন না, সবাই ডিসেম্বরে ঢাকা আক্রমণ করি।
______ ____________________
suspended animation...
ডিসেম্বরে ঢাকা কাঁপায়া দিমু সবাই মিলে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমি সশরীরে না হলেও মনে মনে সবসময়ই ঢাকায় থাকি।
কি মাঝি? ডরাইলা?
আপনার ই-পত্র ঠিকানা জানি না বলিয়া পত্র পাঠাইতে পারি নাই।
যাহা হউক,আপনি যদি অধমরে তাহার ভাঙ্গা সেলফোনটিতেফোন করিয়া দেন,তাহা হইলে কৃতার্থ হইব।
-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...
খুবই খুশি হইব যুদি বাঘের বাইত্তে পদধূলি রাহেন। আমার নম্বর ০১৫২৪৩৪৫৫০।
আর একটা মাস পরে গেলে তো দেখা হইতো। যাউকগা আমি তো এ বছর যাইতাছি তোমার ওইহানে ঢু মারতে।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
ইয়েস।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
আহলান ছাহলান (বাসি)
নতুন মন্তব্য করুন