ফাটিয়ে দিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। প্রথম খেলাতেই বাজীমাত বাজীগরের।
৩উইকেটে ২২২! ম্যাককুলাম নট আউট ১৫৮!
দুমদাম ৬ আর ৪এ মাঠ উত্তাল। মাঝে মাঝেই শাহরুখ খানের উদ্দাম হাততালি আর ফেন্স পেরিয়ে মাঠে ঝুকে পড়ে উৎসাহ দেওয়া ধরা পড়ছে ক্যামেরায়। উপরি পাওনা: সোনালী পোষাক পরিহিতা সুন্দরী মেয়েদের নাচ বল মাঠের বাইরে গেলেই !
জবাবে বেঙ্গালুরু ৭উইকেটে ৪৫!
উইকেট পড়ছে দুমদাম! যেমন মাঠের বাইরে দুমদাম উড়ে গেছিল ম্যাককুলামের বল!
রাহুল দ্রাবিড়ের মলিন মুখ দেখে সত্যিই খারাপ লাগছে।।
মন্তব্য
এতে তো ছেলেদের বেশি খুশি হবার কথা
খেলা দেখসি কিছুক্ষণ।পুরা কোপানি হইসে!!
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
এই বাড়িতেও ছেলে আছে, কাজেই...
খেলা শেষ হইল বইল্যা! ৯উইকেট চলত্যাসে, রান? মাত্তর ৭৮!!
ইয়াক্কু:)
উপরি পাওনা: সোনালী পোষাক পরিহিতা সুন্দরী মেয়েদের নাচ বল মাঠের বাইরে গেলেই !
এইখানে একটু ভুল আছে, আসলে হবে, স্বল্পবসনা সোনালী সুন্দরী
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
- আমার খেলা দেখার কোনো সাধ নাই, ঐযে কি না কি কৈলেন সোনালী বেন্দ্রেদের নাচ। ঐটা দেখতে পারলেই হৈতো!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আয় হায়...
মিস কল্লেন
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
- তা আর বলতে!
আর আপনেও যে কী! এট্টা এত্তেলা করে দেওয়া যেতো না?
অখন কী আফসোসটাই না হৈতাছে।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আহারে
আই পি এল এর ২য় ম্যাচ কাইল, পারলে দেইখেন, মজা লাগবো, গ্র্যান্টি
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
এবং এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জিত্যা গ্যাসেগা!!
জ্জীও মেরে লাল :)
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
ওই, তুমি এতো উত্তেজিত কেনো?
ফাটিয়ে দিয়েছে, তো কী হয়েছে শুনি?
পারলে চিয়ারলিডারদের ভিডিও ফুটেজ ক্যাপচার করে পোস্টাও।
তাহলে কিং খান এর টিমের জন্যে শুভেচ্ছা জানাবো।
আবার লিখবো হয়তো কোন দিন
আরে, পোলায় কয় কি! একে তো কলকাতার টিম তায় শাহরুখ খান
চিল্লামু না??
ধুত্তোর, ফুটেজ ক্যাপচার কইরা পোষ্টাইতে জানলে কি এতক্ষণে দিয়া দিতাম না?
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
মেজাজটা সেইরকমই খারাপ। এত গুঁতোগুঁতির পরও কোন চ্যানেলে খেলা দেখায় তা বের করতে পারলাম না।
কলকাতা জেতাতে আনন্দিত ! সৌরভ কে জাঝা
-------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আপনি তো মনে হচ্ছে শাহরুখের জন্যই বেশী উত্তেজিত
অথচ ম্যাচ জিতালো ম্যাককুলাম!
আমার অবশ্য মেজাজ খারাপ...খেলা দেখার উপায় নাই। একমাত্র সম্বল ক্রিকইনফো
এসব সুন্দরী ললনাদের কথা বলে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন কিন্তু!
~রেনেট
শ্যাজাদি,
আমিও দেখতে পাইনি। সন্ধ্যা বেলাতেই অফিসে কাজের চাপ থাকে সবচেয়ে বেশী। ...
তাছাড়া এখন প্রায়ই বিদ্যুত থাকে না। জেনারেটর ঘটরঘটর শব্দে কিছুক্ষণ চলেই বন্ধ হয়ে যায়। তখন বদ্ধ অফিস ঘরে গুমট গরমে আফ-বয়েলড হওয়া ছাড়া উপায় নেই!
তবে বেশ খানিকটা বিরতির পর আবার আপনার সরব উপস্থিতি ভালো লাগছে। শাবাশ!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
রেনেট,
আপনি তো মনে হচ্ছে শাহরুখের জন্যই বেশী উত্তেজিত
অথচ ম্যাচ জিতালো ম্যাককুলাম!
ভাইজানে ধরসেন ঠিকই
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
দাদা চামে বোলিং ফিগারটা ভালো করে নিলো।
দ্রাবিড় সবচেয়ে বড় ভুলটা করেছে টসে জিতে ব্যাট না করে। ম্যাককালাম হলো টুয়েন্টি-টুয়েন্টিতে বিশাল ক্রেজ। সে ছাড়া কোলকাতা টীমের কেউই ভালো ব্যাট করেনি; তারপরেও চরম একপেশে ম্যাচ হয়েছে। ২০ ওভারে ২২৩ চেজ করার টার্গেট নিয়ে খেলতে নেমে যখন দ্রাবিড় ও জাফর ওপেনিংয়ে নামে, তখন ব্যাপক মজা পেয়েছি।
অভিনন্দন। আমিও বাংলার সাপোর্টার ছিলাম। যারা অনলাইনে দেখতে চান, সোপকাস্টে পাবেন। acricket নামে একটা সাইট সাধারণত দেখায়।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আলহামদুলিল্লাহ!
তয় উপরে শাহরুখ খান নাকি কী যেন নাম তার জায়গায় ম্যাককালাম অথবা দাদা'র একখান ফুটু লাগাইয়া দিলে ব্যপক হয়ত।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হাফন্যাংটা মেয়েগুলির জন্যে মায়া লাগছিলো রীতিমতো। কেউ চারছয় মারলেই বেচারাদের উঠে মোচড়ামুচড়ি করতে হয়।
ব্যাটসম্যানদের বাইনোক্যুলার সাপ্লাই করা গেলে খেলায় আরো কিছু চারছয় আসতো বলে বিশ্বাস করি।
আর কে যেন বললো মেয়েগুলি সুন্দরী, আমি তীব্র পেতিবাদ জানাই। গায়ে অনেক গোস্ত আছে অবশ্য।
হাঁটুপানির জলদস্যু
আর কে যেন বললো মেয়েগুলি সুন্দরী, আমি তীব্র পেতিবাদ জানাই। গায়ে অনেক গোস্ত আছে অবশ্য।
হিমু এইডা এক্কেবারে ঠিক কইসেন, গতকাল ম্যাচ দেখার উত্তেজনায় মাইয়াগো দিকে বেশি চোখ যায় নাই, আমাগো ঘরের তাইনে খালি খালি তাগোরে ছোট্ট জামা, ছোট্ট জামা, পিচ্চি পিচ্চি কইরা চিল্লাইলেন, আইজকা আবার মনযুগ দিয়া দেখলাম, ইক!!
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
হাইলাইটাস দেখলাম... অ্যাকশন প্যাকড টুর্নামেন্ট হবে মালিম হয়। কাল থেকে সোপকাস্ট খুলে বসতে হবে।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
সোপকাস্টে খেলা দেখে ক্যাম্নে?
~রেনেট
ডাউনলোড করে চ্যানেল সিলেক্ট করবেন।
শেষ।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
সোপকাস্ট স্ট্রিমিং এর জন্যে p2p ব্যবহার করে।
যারা ভার্সিটির ডর্মে টর্মে থাকেন, তারা সাবধান। p2p র ব্যাপারে নীতিমালা জেনে তারপর সোপকাস্ট ডাউনলোড করবেন।
আবার লিখবো হয়তো কোন দিন
ধন্যবাদ সৌরভ ভাই, আরেকটু হলেই ফেঁসে যেতাম!
~রেনেট
;( মিস করলাম ।
শহরুখের সাথে জুহিরে দেখলাম। গৌরিরে দেখলাম না।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
ঘৌরীরে কাইল আমিও টিভিতে দেখি নাই, আজকে খবরের কাগজে ছবি দেখলাম, ছিল মাঠেই, শাহরুখ আর জুহির পাশেই।
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
নতুন মন্তব্য করুন