কলকাতা থেকেই শুনে এসেছিলাম কল্লোল'দা ঢাকায় আসছেন। জানতাম না, আমি যেদিন আসছি, উনিও সেদিনই মানে কালই এসে পৌঁছুচ্ছেন ঢাকা ছবিমেলা পাঁচ-এ। কল্লোল'দা, (কল্লোল দাশগুপ্ত) একজন লেখক, মানবাধিকার কর্মী, সমাজ সচেতক, লেখক, সুরকার ও শিল্পী। কাল রাত দুটো অব্দি আমরা ক'জনা গান শুনেছি কল্লোল'দার, সাড়ে ন'টায় গান শুরু করে উনি থামতে না চেয়েও থেমেছিলেন আমাদের ঘুম পাচ্ছিল বলে। সাথে আছেন বৌদি। শ্রোতাদের মধ্যে একজন ফরাসীও ছিলেন, তন্ময় হয়ে গান শুনছিলেন আর তার ছোট্ট রেকর্ডারে রেকর্ড হয়ে যাচ্ছিল কল্লোল'দার গান এবং গানের মাঝে মাঝে বলা গল্প।
শুদ্ধস্বরে এসে শুনলাম প্রিয় ব্লগার হাসান মোরশেদ'এর শমন শেকল ডানা'র মোড়ক উন্মোচন হতে যাচ্ছে আজ। হঠাৎ মনে হল, কেননা কল্লোল'দার গান দিয়ে মোড়ক উন্মোচক হোক শমন, শেকল, ডানা'র? কল্লোল'দাকে বলতেই এক কথায় রাজী সদা হাস্যময় মানুষটি। খানিকটা শুনে নিলেন মোরশেদের কথা, শমন, শেকল, ডানা'র কথা। সার্বক্ষণিক সঙ্গী গিটারটিও আছে কল্লোল'দার কাঁধেই ঝোলানো।
তো হয়ে যাক?
কল্লোল'দার গান, গানের গল্প আর প্রিয় হাসান মোরশেদ'এর শমন, শেকল, ডানা...
মন্তব্য
মোরশেদ ভাইকে আবার অভিনন্দন।
ফেসবুকে একটি গ্রুপ আছে এই উপন্যাসের। সবাইকে যোগ দিতে আহবান জানাচ্ছি।
গানটা মনে হয় মিস করবো... তবে আসছি মেলায়... এখনি বের হবো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
উপন্যাসখানা পড়ার অপেক্ষায় আছি।
কাল-পরশু মেলায় গিয়ে কিনবো আশা করি।
কল্লোলদা ঢাকায়?? কল্লোলদার সেল চলছে? "শমন শেকল ডানা'র কল্লোলদার হাতে প্রকাশিত হওয়াটা সত্যি একটা দুর্দ্ধর্ষ ব্যপার৷ দুরন্ত ব্যপার৷
কল্লোলদার নাম যাঁরা প্রথম শুনছেন, তাঁদের অনুরোধ করছি এই লেখাটা পড়ে দেখতে
কল্লোল্দার গান যাঁরা মিস করবেন, তাঁরা জানেন না তাঁরা কি হারাচ্ছেন৷
-------------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
আহারে, আমার তো মিস করা ছাড়া উপায় নেই ! যারা মিস করলো না, তাদেরকে খুব ঈর্ষা হচ্ছে...!!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
প্রিয় কবি , লেখক হাসান মো্রশেদকে অভিনন্দন !
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
মিস করলাম। তবে বইটা কিনে ফেলব আগামী উইকেন্ডেই।
কল্লোল দাশগুপ্তের গান শোনা হলো। শুনে কিছু লাভই হলো।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
ছিলাম, গান শুনলাম, বই কিনলাম, এখন পড়া শুরু করব।
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শমন শেকল ডানা...
খারাপ লাগছিল গত বছর যখন প্রথম আমিই বলছিলাম বইটা প্রকাশ না করতে
ভাল্লাগছে বইটা প্রকাশের মুহূর্তে প্রকাশ্যে বইটার ভেতরের কথা বলতে পেরে
আর কল্লোল দাশগুপ্তের গান শুনতে পেরে
ও শ্যাজাদি ছবি কোথায় গো?
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ছবি আপলোড করার সময় পাচ্ছি না তানবীরা। কারণ আগে ওগুলোকে নামাতে হবে ক্যামেরা থেকে। কিন্তু এই মেশিন কেন কে জানে ক্যামেরাটাকে চিনতে চায় না। বাইরে থেকে নামিয়ে এনে তবে তুলতে হবে। পুরুফ'টা শেষ করে তবেই ফুরসত পাব গো।
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
অভিনন্দন হাসান মোরশেদ - সচলয়ায়তনের অন্যতম প্রিয় লেখক!
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
- গত বছর থেকে অপেক্ষায় আছি...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গত বছর কি একটা কারনে যেন বইটা প্রকাশিত হয় নাই । সম্ভবত মইন সরকারের রোষানলে পড়ছিলো । এইবার আর মিস নাই । দেশ থেকে যে গোটা চল্লিশ বই আনাচ্ছি, এই বইটি তাদের মধ্যে মাস্ট ।
আর গোধূলি কাকারে কই... আপ্নের লাইগাও আনামু । জার্মানীর ঠিকানাটা দিয়েন ।
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
অভিনন্দন! আমিও আগ্রহ নিয়ে অপেক্ষা করছি বইটা হাতে পাবার ......
নতুন মন্তব্য করুন