শিরোনামে 'তিতাস কোন নদীর নাম নয়'

শ্যাজা এর ছবি
লিখেছেন শ্যাজা (তারিখ: মঙ্গল, ১৭/০২/২০০৯ - ৯:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

autoপ্রচ্ছদের খসড়া।
বইটা আসতে এখনও খানিকটা দেরি।
তবে আমি আশাবাদী যে মেলা শেষ হওয়ার আগেই চলে আসবে মন খারাপ


মন্তব্য

অমিত আহমেদ এর ছবি

অবশ্যই আসবে। আসতেই হবে।
বইটা পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

শ্যাজা এর ছবি
আহমেদুর রশীদ এর ছবি

মেলার সবচে কালারফুল প্রচ্ছদ হবে হয়তো এটা।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

শ্যাজা এর ছবি
শ্যাজা এর ছবি

'আজ মেলায়' বোর্ডে আপনার বইএর প্রচ্ছদ-নাম ইত্যাদি থাকে না? ওখানে তো প্রচুর লোক ভিড় করে প্রচ্ছদ, বইয়ের ষ্টল নম্বর দেখে আর নোট করে । আগি কালকে তো লীলেনজীর বা নজরুলের বইয়ের নাম দেখলাম না।

------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...

নুরুজ্জামান মানিক এর ছবি

সেকি ! আপনি কখন গিয়েছিলেন , আমরা তো রাত সাড়ে নয়টা পর্যন্ত ছিলাম কিন্তু আপনার সাথে দেখা হল না ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

শ্যাজা এর ছবি

প্রায় সাড়ে ন'টায় তো আমিও বেরুলাম মেলা থেকে, আপনি াছেন জানলে অবশ্যই খোঁজ নিতাম।

------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...

পলাশ দত্ত এর ছবি

পুট-এ নদীর ‌'দী'টা 'দি' হযে আছে। ঠিক করে নেবেন।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

কারুবাসনা এর ছবি

আরো অনেকগুলিই ভুল আছে। ধন্যবাদ।

----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

আবু রেজা এর ছবি

বইটা তাহলে পড়তে হয়।
.................................................................
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

কারুবাসনা এর ছবি

আপনের নাম ঠিকানা কইয়েন, বই বাইরোলে নেমন দিমু।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সবজান্তা এর ছবি

শ্যাজাদি, বইয়ে কিন্তু আমার নামটাও দিয়েন, আফটার অল গতকাল আপনারে দুই পৃষ্ঠা প্রুফ দেখতে হেল্প করসি দেঁতো হাসি

প্রচ্ছদ তো আগেই দেখছি, আবারও বলি, "সেইইইইই-রকম"


অলমিতি বিস্তারেণ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভেচ্ছা দিদি... আপনার বইয়ের ক্রেতা হওয়ার অপেক্ষায় বসে আছি। বসেই আছি...
প্রচ্ছদ ভালো লাগছে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

প্রচ্ছদে একটা টাইপোস আছে মনে হয়। একটু দেখে নিও।

নীল মানব

শ্যাজা এর ছবি
কল্পনা আক্তার এর ছবি

বইটা কবে আসবে জানতাম না বলে গতকাল গিয়েই খুজে এসেছি। অপেক্ষায় আছি দিদি...

..............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

শ্যাজা এর ছবি
মুজিব মেহদী এর ছবি

প্রচ্ছদ বেশ জমকালো হয়েছে।
দ্রুত বেরোক।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

শ্যাজা এর ছবি
তীরন্দাজ এর ছবি

অনেক অনেক শুভকামনা জানাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মাল্যবান [অতিথি] এর ছবি

সুমেরু আশ্বস্ত করেছেন যে প্রচ্ছদের ভুলগুলি শুধরে নেওয়া হবে। আমি নিশ্চিত যে তা হবে। বন্ধু ও লেখিকা সামরানের গল্পগ্রন্থের প্রচ্ছদে কোনো ভুলই কাম্য নয়, বিশেষত এত সুন্দর হয়েছে প্রচ্ছদটি। তবু শেষ পর্যন্ত কোনো ভুল না থেকে যায় এই জন্যে আমার চোখে যে যে ভুলগুলি ধরা পড়েছে সেগুলো উল্লেখ করছি। হয়তো ইতিমধ্যে নজরে এসেছে,তবুও।
আমি যেভাবে দেখছি কম্পিউটারে সেভাবে। বাঁদিক থেকে দ্বিতীয় অংশে -চতুর্থ লাইনে ‘মুর্গীটির একাত্মতা’ হবে। পরের লাইনে ‘মাঠের শেষে একা দাঁড়িয়ে’ দাঁড়িয়ে চন্দ্রবিন্দু হবে। পরে প্যারাগ্রাফে ‘কলধ্বনী’ কলধ্বনি’ হবে।
ঐ পাতারই একেবারে নীচে ‘Titas kona….” ‘Kono’ হওয়া উচিৎ।
সামনের প্রচ্ছদে হাতে লেখা ‘গৃহস্তের’ বানানটি কি ‘গৃহস্থের’ হবে ? নইলে ‘গেরস্তের’ ?
ডানদিকে পারমিতার মন্তব্যে ‘পঁয়তারা’ তেমনি “পাঁয়তারাহীন’ হবে না?
‘নদরি’ র কথা আলাদা করে বলছি না।
এইফাঁকে আগাম মোল্লা সাগর কে শুভেচ্ছা। একটি সুন্দর প্রচ্ছদের জন্য।
সামরানকেও।

শ্যাজা এর ছবি

অনেক ধন্যবাদ মাল্যবান। সবক'টা টাইপো আসলেই চোখে পড়েনি।

------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...

পরিবর্তনশীল এর ছবি

হ। দ্রুত বেরোক।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রণদীপম বসু এর ছবি

এ তো দেখছি ভয়ঙ্কর প্রচ্ছদ...!!!
বই তাড়াতাড়ি বাইর না হইলে শেষ পর্যন্ত কারে যে মেলা থাইকা বাইর কইরা দেই এখনো জানি না কিন্তু !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ভূঁতের বাচ্চা এর ছবি

আরে শ্যাজাদির বই বেরোতেই হবে তো !
না বেরিয়ে যাবে কোথায় !!
সবাই অপেক্ষায় আছি আমরা এদিকে।
------------------------

--------------------------------------------------------

মুস্তাফিজ এর ছবি

মাল্যবান অতিথি লিখেছেন:

এইফাঁকে আগাম মোল্লা সাগর কে শুভেচ্ছা। একটি সুন্দর প্রচ্ছদের জন্য।

প্রচ্ছদ মোল্লার করা নয়।

...........................
Every Picture Tells a Story

মাল্যবান এর ছবি

@মুস্তাফিজ
হ্যা, তাই তো ! দেখলেন , ভুল শোধরাতে গিয়ে নিজেরই কেমন গর্তে পা !
প্রচ্ছদ তো আব্দুশ শাকুর শাহ করেছেন। ওনাকে অভিনন্দন । প্রচ্ছদটি সত্যিই খুব ভালো হয়েছে।
অবশ্য আলোকচিত্রের জন্য মোল্লা সাগরকেও অভিনন্দন।

তানবীরা এর ছবি

শ্যাজাদি অভিনন্দন রইলো আমার তরফ থেকেও আর রইলো শুভকামনা

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

শ্যাজা এর ছবি
হিমু এর ছবি

প্রচ্ছদটি ভালো লাগেনি। যাকে বলে সশব্দ, উত্তপ্ত রঙের কাজ।


হাঁটুপানির জলদস্যু

শ্যাজা এর ছবি

প্রিয় হিমু,
অধিকাংশ সময়েই জীবন বড় রংহীন, বিবর্ণ। তাই যেখানে যা রং পাওয়া যায় কুড়িয়ে বাড়িয়ে নিয়ে রঙীন হয়ে যাওয়ার চেষ্টা হাসি

মত জানানোর জন্যে ধন্যবাদ।

------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...

বিপ্লব রহমান এর ছবি

শ্যাজাদি,
প্রচ্ছদটা তো ভালোই। আমি যখনই মেলায় যাই, শুদ্ধস্বরে একবার ঢুঁ মেরে দেখি, আপনার বইটা এসেছে কী না। কিন্তু.... মন খারাপ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।