তার গল্প আদতেই কোন গল্প নয়। প্রাত্যহিক ঠান্ডা ইয়ার্কির মত সহজাত অথচ বিন্যাসে অচেনা। অন্য যাদু ভিন্ন বাস্তবতার নির্মাণ ঘটছে সেখানে, অহরহ। লৌহ নির্মিত বাসরঘরে লক্ষিন্দরকে ঢোকানো হয় বটে কিন্তু কালনাগিনীর মত বাস্তবতার প্রবেশের ছিদ্রটিও তৈরি রয়েছে সুনিপুনভাবে।
গত দশবছর ধরে এন্তার লিখেছেন এমনটা নয় তবে লিখে চলেছেন যা ক্রমান্বয়ে পড়লে বোঝা যায় ভাষার প্রতি তার যত্ন ও আকাঙ্খা। সে সুযোগ থেকে বঞ্চিত না করতেই লেখকের বাছাই করা ১৩টি গল্প নিয়ে তৈরি প্রথম সংকলন 'বন্দুকের নলই ক্ষমতার প্রকৃত উৎস'তে লেখাগুলো সাজানো হয়নি কালানুক্রমিকভাবে।
কারুবাসনা নামে বাংলা ব্লগ লিখছেন কিছুদিন যাবৎ কিন্তু মজা হচ্ছে সেগুলোকে প্রোমো বলুন বা পোমো, এই সংকলনের গল্পগুলি কিন্তু নিপাট শব্দের শোভাযাত্রা বা পূর্ণদৈর্ঘের চলচ্চিত্রর। সার সার ধস্ত ঘটনা ও রটনা চলেছে অতিশয়োক্তির মত তিক্ত ইমেজের সাথে সভ্যতার অবগাহনে।
মন্তব্য
শুভেচ্ছা ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
অভিনন্দন।
..আশা রাখছি শীঘ্রই বইটি হাতে পাবো।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আমরাও সেই আশাতেই আছি জলিলভাই।
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
প্রচ্ছদে লেখা ছাড়া বাকি সাদা অংশটুকু (বন্দুকের মত দেখতে) টোন ডাউন করে দিলে মনে হয় দেখতে ভালো লাগতো।
...........................
Every Picture Tells a Story
আপাতত ঠিক হয়েছে নাম ছাড়া বন্দুকটি রংহীন স্পট ল্যামিনেশন হবে।
ধন্যবাদ মুস্তাফিজ
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
রঙ ছাড়া স্পট লেমিনেশন হলে দেখতে ভালো লাগবে আশা করি
...........................
Every Picture Tells a Story
অগ্রিম অভিনন্দন।
মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে পূর্ণ সহমত...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হুম, আসছি কিনতে। কিন্তু ভয় পাচ্ছি, নজু ভাইয়ের বইয়ের মতো আগেই না শেষ হয়ে যায়।
নজু ভাইয়ের বইয়ের মত!!
না পান্থ,
এই ব্যপারে আমরা অত সৌভাগ্যবান বোধ হয় হব না এমনকি আশা করতেও ভয় লাগে
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
শুভেচ্ছা ও অভিনন্দন।
অভিনন্দন!
অভিনন্দন রইল কারুদাদার জন্য !
-----------------------
--------------------------------------------------------
প্রচ্ছদটা বেশ।
হাঁটুপানির জলদস্যু
মনে হচ্ছে বেশ সুন্দর ও মূল্যবান হবে বইটি। আপনাদের জন্যে শুভকামনা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
সুমেরু ও সামরান হুদা...দুজনের জন্যই শুভকামনা।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
অভিনন্দন।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
অভিনন্দন ......
নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
বর্নণা শুনে গল্প -গুলো পড়তে সাধ হয়।
শুভেচ্ছা।
(শব্দশিল্পী)
অভিনন্দন, অনেক শুভেচ্ছা রইল।
শুভেচ্ছা ও অভিনন্দন
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
শুভকামনা।
====================
অনিকেত প্রান্তরে ভেসে বেড়াই
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
নতুন মন্তব্য করুন