বই বেরোক আর নাই বেরোক হৈ চৈ করতে আমাদের বাধা নেই। সচল কারুবাসনা'র বই 'বন্দুকের নলই ক্ষমতার প্রকৃত উৎস' যদিও উপলক্ষ্য। কিন্তু সে উপলক্ষ্য মাত্র। হৈ চৈ -য়ে থাকছে গান, পাঠ, আঁকি-বুকি আর গরম পানীয়। নো বকবক। যদিও সেরকম একটা সম্ভাবনা ছিল। রেহনুমা আহমেদ একজনকে রাজী করিয়েছিলেন, গদ্যকার আহমেদ মোস্তফা কামালকে, কথা ছিল তাঁর হাতে বই পৌঁছাতে হবে আজকে কিন্তু অনিবার্য কারণবশত বই আমি নিজেই না পাওয়ায় সেটিও বাতিল করা হয়েছে।
শুভেচ্ছা জানাতে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রফিক, গল্পকার শাহাদুজ্জামান, গদ্য লিখিয়ে আহমেদ মোস্তফা কামাল। তৎসহ অন্যান্য শিল্পী ও সচলবন্ধুরা। রাজশাহী থেকে শুভেচ্ছা পাঠিয়েছেন হাসান আজিজুল হক। শেষ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে সমস্যা দেখা দেওয়ায় তিনি আসতে পারছেন না। থাকছেন প্রচ্ছদশিল্পী মাহমুদুল হক। বইটির নামাঙ্কন করেছেন সব্যসাচী হাজরা, তিনিও থাকছেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে আবৃত্তিকার হাসান আরফ পাঠ করবেন তিনটি মাইক্রোগল্প। তার সঙ্গে সঙ্গত দেবে চারুকলা ইনস্টিটিউটের একদল শিল্পী। তারা গল্পের বিভিন্ন মোটিফ এঁকে দেবে রসিকজনের গায়ে। গানে সন্ধ্যা মাতিয়ে তুলবেন প্রিয় কফিল আহমেদ, বাংলা ব্যান্ড চিরকুট, অমল আকাশ এবং ঈশ্বর জাহান কাঁকন।
আশা করা যাচ্ছে অনুষ্ঠানে আর সকলের সাথে উপস্থিত থাকবে বইটিও।
ধানমন্ডি পুরাতন ১৫এ নূতন ২৬এর দৃক গ্যালারির তিনতলায় ১৪ই মার্চ সন্ধ্যা ছ'টায় আয়োজন করা হয়েছে এই হৈ চৈ সন্ধ্যার। সন্দেহ করা হচ্ছে ছ'টায় অনুষ্ঠান শুরুর আগে থেকেই সেটি পরিনত হবে সচলাড্ডায়। বইমেলার পরে আবার আড্ডা, হৈ চৈ সচলাড্ডা, যদিও উপলক্ষ্য বই কিন্তু সত্যিই তা উপলক্ষ্য মাত্র।
সকল সচল, অর্ধ সচল, অতিথি সচল, পাঠক সচল সকলেই আমন্ত্রিত।
মন্তব্য
উপস্থিত
হুম... আর কিছু না হোক, কফিলাম্মেদের গানের টানেই তো যাওন যায়। ঢাকাস্থ সচলদের অনেকেই সম্ভবত কফিলাম্মেদের গানের সাথে পরিচিত না... শুনে দেখতে পারেন... জব্বর লোক...
আর বহুদিন পরে যদি শাহাদুজ্জামানের লগে মোলাকাত হয়, আর তিনি পূর্ব পরিচয় মনে করতে পারেন, তাইলে ছোট্ট একটা আলাপও সেরে ফেলা যাবে।
অতএব আসতেছি।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অবশ্যই। অনেক ধন্যবাদ।
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
বড় ধরনের আন্তঃমহাদেশীয় গোলযোগ না হলে - আমি আসছি।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আমি আইসা গোলযোগ লাগামু
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অপেক্ষায় থাকলাম।
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
Lina Fardows
দাওয়াতের জন্য অনেক অনেক ধন্যবাদ । চেষ্টা করবো আসতে। ভাল আছেনতো
Lina Fardows
ভালো আছি। অবশ্যই আসবেন।
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
এইটা কী বললেন?
আমি তো জানতাম পানিটা হবে ঠাণ্ডা
কিন্তু খেলে গা গরম হয়ে যাবে
সেজন্যই তো এক কথায় রাজি হয়ে বলেছি- যাবো
পোলাপান থাকছে না?
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
ওরে কি মিস করলাম রে!!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মিস কেন? অনুষ্ঠান চলাকালীন শুভেচ্ছা পাঠান। দেখি নজু ভাই লাইভাড্ডা চালু করেন কী না?
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
অভিশাপ দেই সব লেখকদের,তারা যেন পরজন্মে প্রকাশক হয়।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
আহারে...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ঘটনা তো খুব সুবিধের মনে হচ্ছে না ! তাহলে তো গিয়ে দেখতেই হয় সেখানে কী ঘটতে যাচ্ছে !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
বউ-এর সাথে চুক্তি হয়েছে আজ সারাদিন বাসায় থাকার। সেই চুক্তি যদি ভঙ্গ করা সম্ভব হয় তবে আমিও আসিতেছি......
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কই জনাব, আপনাকে তো দেখলাম না! আমার ধারণা ছিল আপনি ঢাকার বাইরে আছেন (কোনো এক কমেন্টে মনে হয় দেখেছিলাম), তাই ফোন করিনি। এখন মনে হচ্ছে ভুল করলাম, একবার খোঁজ নিলেও হতো, একসাথেই যাওয়া যেত তাহলে।
লেখককে অভিনন্দন।
অনুষ্ঠান আনন্দময় হোক।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
নতুন মন্তব্য করুন