আজকে রবিবার। আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় খুললেই পড়া যায়, বিখ্যাত লোকেরা সব রবিবারে মাংস-ভাত খান বা খেতেন। আমিও ভাবলাম আজ মাংস-ভাত খাব। সকালে উঠে কাগজ পড়ে, চা খেয়ে, খানিক ফেসবুক খানিক অর্কুট করে আর খানিক ব্লগ পড়ে বেলা এগারটা বাজতে যায় দেখে আমি রান্নাঘরে যাই নাশতা বানাতে। মাংস পানিতে ভেজানো, পেঁয়াজ-ফেয়াজ সব ভেজানো, মাংস ছাড়লেই মাখা-জোখা করে সোজা কুকারে। রুটি সেঁকছি, এক হাতে বেলা অন্য হাতে সেঁকা। তৃতীয় রুটি না ফোলে না সেঁকা হয়, কী হল? আগুন নিভে গেছে! নব টিপে টাপে দেখা গেল জ্বলছেই না। গ্যাস ফুরায়নি তো! সবে তো সেদিন নতুন সিলিন্ডার লাগানো হল! অন্য সিলিন্ডারটাও তো খালি পড়ে আছে, সোম-মঙ্গলবারে রিফিক করে দিয়ে যাওয়ার কথা!
পাশের ফ্ল্যাট এবং গোটা বাড়ির মোটামুটি গোটা দশ ফ্ল্যাট। সকলেরই দ্বিতীয় সিলিন্ডারখানি হয় খালি নয় আজ-কালের মধ্যেই ফুরোবে অতএব...!
ঘন্টাখানেক গয়াসের তালাশে এদিক-ওদিক হয়রান হয়ে আমি ট্যাংএর শরবত নিয়ে বসে বসে ভাবি। বেলা বারোটা বেজে গেছে কাজেই হোম ডেলিভারির ও চান্স নেই! আর বেলা বারোটা বাজলেই এই এলাকার দোকান-পাটে সব ঝাঁপ পড়ে যায়, কিছু কিনে আনারও উপায় নেই! চাও খাওয়া যাচ্ছে না পানি গরম করা যাবে না বলে। বিস্কুট- ফিস্কুট খেয়ে আর কতক্ষণ থাকা যায়.. ক্ষিদেও পেয়েছে। একজন ইমেইলে বললেন, আর খানিক বসে থেকে সন্ধেয় একেবারে ইফতার করে নিস! ভাল্লাগে?!
হায়রে আমার রবিবার আর হায়রে আমার মাংস-ভাত!
আজকে আমার অরন্ধনই হয়ে গেল।
রবিবারেই হওয়ার ছিল!!
মন্তব্য
একটা হিটার কিনে নাও শ্যাজাদি। আর কিছু নাই খেলে, চা ছাড়া থাকবে কেমনে?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
খালি হিটার না, লগে একটা মাইক্রোওয়েভ, একটা রাইস কুকার আর একটা পোর্টবল গ্যাস সিলিন্ডার কিনবার পণ করতেসি এখন। এই ওটিজি কোনো কম্মের না!
সুমেরুর খবর আছে
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
মু...হা...হা...
সুমেরুকে ভেজে ভেজে খাওয়া হবে এইবার...
হা...হা...হা...
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
যাঃ শালা, এইসব কি চলছে?
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
আপনি শুধু রবিবার নিয়ে চিন্তায় আছেন। আমি যে আপনার সারা সপ্তাহ কেমন চলবে তা নিয়ে চিন্তায় আছি। সকালের সূর্য দেখে যদি সারা দিনের কথা বলা যায়, তাহলে সারাটা সপ্তাহ আপনার খবর আছে। (চিন্তামগ্ন)
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
হ। চিন্তাটা আসলে রবিবার নিয়াই।
আর সপ্তা'র তো আজকে শেষ দিন, আগামী কাইল সোমবার, নতুন সপ্তাহ শুরু, কাজেই কুনু চিন্তা নাই গৌতম
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
- কী কষ্ট, কী কষ্ট!!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হ
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
আহারে মাংস ভাত। আমিও দুঃখ পাইলাম খুব।
আম্রা বিস্কুট খ্যায়ায় থাকি।
আবার লিখবো হয়তো কোন দিন
- আর আমি হুদা পানি খায়া থাকি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আহারে ..
তুমাগো দ্যাশে বুঝি বিস্কুট ছাড়া আর কিসু পাওয়া যায় না!
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
আহা! কারো বাসায় বেড়াতে চলে যান তারপর ওখানে লান্চ করে আসেন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
এটা কলির কেতা মুমু। এখানকার বাবু-বিবিদের কেতা দেখলে এমন ভির্মি খাবা যে আর কাওরে এমুন পরামর্শ জীবনেও দিবা না।
সামনের মাসের তিন তারিখে এক বন্ধুর বাসায় দুপুরে খাওনের দাওয়াত, দাওয়াত সে দিসে কবে জানো? গত মাসের ২২তারিখে। না না না। তুমি আবার ভাইবা বইসো না য্যান, তার বাসায় শাদী-বিয়া কিসু আছে, এমনি, ৮-১০জন বন্ধু-বান্ধবেরে দাওয়াত দিসে, একটু খাওন-দাওন আর আড্ডা দিবে বইলা! ঘটনা বুঝলা?
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
আহারে! আমি আরো আজ দুপুরে ভুনা খিচুরি, মুরগীর রোস্ট, গরুর ঝাল মাংস, বেগুন ভাজি, রুই মাছের মচমচে ভাজা পেটি ইত্যাদি দিয়া লাঞ্চ সারলাম। আমি ভাবছিলাম এত কিছু খাবো কি করে?
আপনার কষ্ট দেখে সত্যিই খুব খারাপ লাগছে শ্যাজা'দি।
আরো খারাপ লাগছে সুমেরু'দার কপালে কি আছে তা ভেবে। আহারে বেচারা আমার নিরীহ দাদা।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
রোজা রেখে বহুত নেকি কামালেন। আল্লাহ্ আপনাকে বেহেস্ত নসীব করুক।
ইফতারিতে কী কী আইটেম ছিলো শ্যাজাদি??
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
ইফতারি তো সেই রকম হইল বিপ্লব'দা
গুজরাতি ধোকলা, জিলিপি, মিষ্টি আর মাটির ভাঁড়ে গরম গরম দুই ভাঁড় চা।
আহা, এখনো ঢেকুর উঠত্যাসে!
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
আমাদের বাসায় চলে এসো দিদি তোমাকে মাংস দিয়েই ভাত খাওয়াবো !
-------------------------------------
--------------------------------------------------------
আমি তো খাইতে খাইতে টায়ার্ড আজকে। মাংস, ভাত-ই। খাওয়া সেরে দুপুরে ভরপেট বিশাল ঘুম দিলাম। নজু ভাই ছয়টায় ফোনা করে ঘুম না ভাঙালে এখনো ঘুমাইতাম শিওর।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
পব্বল হিংসা দিলাম তারেক, হজম হইলে হয়
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
আপনার লেখা পড়ে আমার হঠাৎ করেই কেন যেন খুব খিদে লেগে গেল
হ্যাঁ শুরুটা শুনে আমারও রুটি দিয়ে ভুনা গরুর মাংস খেতে ইচ্ছা করছে!
পরোটা আর ভুনা মাংস থেকে মঞ্চায়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
কিমাশ্চর্যম! আমি খাচ্ছি এখন, দু'টোই!!
আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??
রবিবারে মাংস - ভাত, কোলকাতার ধরা বাধা ব্যাপার। ঢাকায় সপ্তাহের একদিন খুজতে হবে যেদিন মাংস ভাত হয় না।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নতুন মন্তব্য করুন