১২ | লিখেছেন শ্যাজা (তারিখ: শনি, ১১/০৮/২০০৭ - ২:২১অপরাহ্ন)
পোষ্টটা প্রথম পাতা থেকে সরিয়ে দিয়ে ভাল করেছেন, আগি নিজেই সরিয়ে দিতাম কিন্তু বিদ্যুৎ বিভ্রাটে কাল আর বসাই হয়নি।
পোষ্টটা এখন থাক, আপনার পরামর্শগুলো রয়েছে এখানে। আমার স্মরণশক্তি আবার খুব ভাল, এনিটাইম এনিথিং খুব সহজে ভুলে যাই। তখন যেন আপনাকে আবার বিরক্ত না করতে হয় বা খোঁজাখুঁজি না করতে হয়, তার জন্যে আপাতত থাক। পরে দেখা যাবে।
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
মন্তব্য
দিদি এখানে দেখুন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
চেষ্টা করে দেখি হয় কিনা!
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
মনে করুন এই ছবি
http://www.pnm.my/mtcp/images/maps/Bangladesh-map.jpg
এটার শেষে .jpg আছে (.gif বা .png হলেও চলবে) । এখন এই লাইনটা কপি করে উপরের ছবি বাটনে ক্লিক করে পপআপ ডায়লগে পেস্ট করে দিন। তারপর ওকে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
একটা ভিডিও টিউটোরিয়াল দিবো?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
খুব ভাল হয়।
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
আর আপলোড বাটনটাও তো খুঁজে পাচ্ছি না!
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড করুন এখান থেকে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ধন্যবাদ মুর্শেদ।
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
কাজ হলো কিনা কাইন্ডলী জানান।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কাজ তো হল কিন্তু ছবিতে দেওয়া শিরোনাম পোষ্টে ছবির নিচে আসছে আর ছবিটাও দেখাচ্ছে একদম পিচ্চি! এটার কী হবে? কোন সমাধান?
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
ঠিক ইনসার্ট করার আগে আগে সাইজ বলে দেবার একটা অপশন আছে। ওটা দিয়ে বড় সাইজটা সিলেক্ট করতে পারেন।
এই পোস্টটা প্রথম পাতা থেকে সরিয়ে দিলাম। পরে মুছে দিয়েন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
পোষ্টটা প্রথম পাতা থেকে সরিয়ে দিয়ে ভাল করেছেন, আগি নিজেই সরিয়ে দিতাম কিন্তু বিদ্যুৎ বিভ্রাটে কাল আর বসাই হয়নি।
পোষ্টটা এখন থাক, আপনার পরামর্শগুলো রয়েছে এখানে। আমার স্মরণশক্তি আবার খুব ভাল, এনিটাইম এনিথিং খুব সহজে ভুলে যাই। তখন যেন আপনাকে আবার বিরক্ত না করতে হয় বা খোঁজাখুঁজি না করতে হয়, তার জন্যে আপাতত থাক। পরে দেখা যাবে।
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
নতুন মন্তব্য করুন