অবশেষে সচল হল শ্যাজা

শ্যাজা এর ছবি
লিখেছেন শ্যাজা (তারিখ: রবি, ০১/০৭/২০০৭ - ৬:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

অবশেষে সচলায়তনে সচল হল শ্যাজা।

সে এক লম্বা এবং করুণ কাহিনী। কিছুতেই রেজিষ্টার করতে পারি না!
আজ সচলায়তনের আনুষ্ঠানিক প্রকাশকালে আমিও আত্মপ্রকাশ করলাম।

লেখালেখি যে খুব হয় তা কিন্তু নয়। কিন্তু তবুও নিজেকে বেশ কেউকেটা লেখক ভাবতে ভাল লাগে আর তাই এই প্ল্যাটফর্মে এসে দাঁড়ানোর এই আকুলি বিকুলি।

ধন্যবাদ ঝরা পাতা, সুমেরু।
অভিনন্দন সচলায়তন টিমকে, সমস্ত ব্লগারগণকে।


মন্তব্য

অরূপ এর ছবি

কেউকেটা না, লিখে আনন্দ পান তাদেরই শুধু ঘাড় ধরে জড়ো করা হচ্ছে.. চোখ টিপি

স্বাগতম!
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

শ্যাজা এর ছবি

জানিয়া প্রীত হইলাম অরূপ:-)

ধন্যবাদ।

একটা পোশ্নো,
পোরফাইলে ফটুক এল না যে, আমি তো ফটুক দিলাম!

হাসিব এর ছবি

স্বাগতম


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

সুমন চৌধুরী এর ছবি

ওরে দিদি আইছেরে...স্বাগতম্!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

শ্যাজা এর ছবি
অচেনা এর ছবি

শ্যাজার ছবিটা ভাল হইছে চোখ টিপি
---------------------------------

যত বড়ো হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা,
আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা॥

শ্যাজা এর ছবি

অ্যাঁ!!
অচেনায় ছবি কই দেখল?

অবশেষে সুমন! অবশেষে!

ওফ।। এক্কেরে কেলান্ত হয়ে গেলাম আসতে আসটেই, এখন জিরান লই।

অরূপ,
সিগনেচারও তো দেখতে পাই না!

শ্যাজা এর ছবি

অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

অরূপ এর ছবি

ছবি আর সাক্ষর ঠিক করতে নিজের নামর ক্লিক করে সম্পাদনা করুন

ফটুক তো সোন্দর্য হইয়াছে চলুক
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

অরূপ এর ছবি

শ্যাজা নামের কি মাজেজা দিদি?
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

শ্যাজা এর ছবি

এইবারঠিক আছে। ঠিক ঠিক ঠিক।

-------------------------------

অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

শ্যাজা এর ছবি

অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

শ্যাজা এর ছবি

মাজেজা ত অনেক, লোকে কয় খরগোশ।
-------------------------

অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

অরূপ এর ছবি

ইয়ে, মানে... চিন্তিত

সুমন চৌধুরী এর ছবি

ফটুক ভালৈছে..
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অমি রহমান পিয়াল এর ছবি

স্বাগতম

..................................

আমি মুঠোয় ধরে স্বপ্ন কিনি, মুঠোয় ভরে প্রেম...


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

কারুবাসনা এর ছবি

লেখেন লেখেন, ফোটুক দেইখ্যা সময় নষ্ট করেন ক্যান?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আমার কথাও কারুর মতো।

ফুটু দেখি সুমায় লস্টো করবেন নাগো। এট্টু ল্যাহেন ট্যাহেন।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

কারুবাসনা এর ছবি

তব্যে?
পাবলিকের চাহিদা!


____________________________________

বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

শ্যাজা এর ছবি

ফটুক নিয়ে কি ঝামেলা হল?


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

আরিফ জেবতিক এর ছবি

স্বাগতম!!!

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

ঝরাপাতা এর ছবি

ওরে বুবু যে। দেখে সত্যি এতো ভালো লাগছে।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

স্বাগতম শ্যাজা দিদি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

জেগে আছে বাংলাদেশের মত একটা সিরিজ চালু করে দিন দেখি চটপট।

আমার অভ্যাস বদলে সিরিজটা আমি দুই বার পড়েছি।


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

কারুবাসনা এর ছবি

আপাতত যা হাতে আছে তাই তুলে দাও।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

স্বাগতম!
স্বাগতম!!
স্বাগতম!!!

সৌরভ এর ছবি

শ্যাজাদি, আমি আর কী কমু, সবাই সব কইয়া ফালাইছে।
বলতে চাইছিলাম, বিড়ি লও, পান লও।
তা তুমিতো আবার এইগুলান খাওনা।

আমিও আছি, নগন্য অচল মানুষ - জানান দিয়া গেলাম।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

অছ্যুৎ বলাই এর ছবি

ওয়েলকাম! ওয়েলকাম।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।