ঝুলবে? নাকি ঝুলবে না?
(চুদুরবুদুর চলবে না!)
পালের গোদার ধুমসো গলায়,
মরিচ সহ একটু ডলায়,
ঝুলিয়ে দে না কাজী।
পাস নে কো ভয় আজই।
সাহস করে পাঠিয়ে দেনা
হাড়িকাঠের তলায়,
দেখবি তখন জামাত শিবির
কেমনে করে পলায়।
এবার যদি গোলাম দেখায়
উচিয়ে আঙ্গুল জোড়া,
কাদের যেমন দেখিয়েছিল
ভুলি নাই আজও মোরা।
তখন কিন্তু খালি গলায়
হবে না কাম সারা;
খেপলে পড়ে "একটা কিছু "
দেবেই এবার মারা।
তাই বলি কি, আজ প্রভাতে
আসুক গোলাম ফাঁসির জাতে
দেখুক সবাই- "পার পাওয়া যায়"
এই কথাটা ভুয়া।
বেয়াল্লিশ তো পার করেছি,
স্মৃতির ভারে আজ জেগেছি,
গোলাম তোমায় ঝুলতে হবে-
এই ধরেছি ধুয়া।
মন্তব্য
রায় মানি না। চরম হতাশ হয়েছি রায় শুনে।
গোলাম আযমকে ঝুলতেই হবে! কোনো ছাড়াছাড়ি নাই। কোনো বিকল্প নাই।
গোলাম আযমকে ঝুলতেই হবে!
দ্বিধা হও ধরণী!
ধরণী দ্বিধা হলে সেখানে তো আমাদেরই ঢুকে যেতে হবে... গোলামের কিছু হবে না
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
আর বেশী দেরি নাই। নব্বই বছর বয়স হলেই সব সব্বাইকে.......
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
গোলাম তোরে ঝুলতে হবে- ঝুলতে হবে,ঝুলতে হবে,ঝুলতে হবে,ঝুলতে হবে,ঝুলতে হবে..................
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
দূর্দান্ত ছড়া।
গোলাম তোমায় ঝুলতে হবে, এই ধরেছি ধুয়া।।।
চাল্লু হইছে
কিপিঠাপ
গোলামাজোমরে "কিপিঠাপ" দিতে মুঞ্চায়
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
দারুণ লিখেছেন।
আপনার সচলত্ব অর্জনে অভিনন্দন জানাচ্ছি
ধন্যবাদ দেবার মত মানসিকতাও নেই এ মুহূর্তে
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন মন্তব্য করুন