পূর্বপুরুষ ভুল করেছে(!) যুদ্ধ জিতে ফেলে,
এখন বড় লজ্জা লাগে- আমরা তাদের ছেলে?
যেই পতাকা আসল তাদের রক্ত ঝরার পরে,
কেমন করে ফসকাল তা থাকতে তারা ঘরে ?
পাঁচ বছরের আগেই কেন আত্মঘাতী তাঁরা ?
তড়িঘড়ি করে কেন নিজের জাতটি মারা ?
হাজার বছর যেই জাতিটি টিকে ছিল, তবু
স্বাধীন দেশে সেই পরিচয় কেনই নিভু নিভু ?
দেড়টি দশক থাকল এদেশ গোয়াল ঘরের টঙে,
সোনার বাংলা সবুজ হল জলপাইয়েরই রঙে !
শ্যামবাহিনী করল দখল যখন নিজের দেশ,
দেশের যত ভন্ড সাধু বলল- বাহবা, বেশ !
তারপরেতে যা হল তা বলার সুযোগ নাই,
বলতে গেলেই কষ্টে আমার বুকটা ফাটে ভাই ।
আজগুবি সব ফরমানেতে মুক্তিযোদ্ধা যত,
কতল হল, রাজাকারেও মুক্তি পেল শত ।
একাত্তরের গাজিরা যায় ভেসে চোখের জলে,
বসতে হল কেন তাদের টিনের থালা মেলে ?
কেন দেশের চোর-লুটেরা এবং রাজাকার,
দখল নিল রক্তমাখা ঐ সে পতাকার ?
এর বদলে হতাম যদি রাজাকারের ছানা,
সোনার বাংলা চুষে খেতাম, করতনা কেউ মানা !
তখন সবাই দেখত আমার বাবার গাড়িতেই,
লাল-সবুজের পতাকাটা নাচে তা-ধিন-ধেই ।
পাদটীকাঃ
[রাগের মাথায়, এখন যদি- ছিঁড়তে বসি চুল,
এই সময়ে এটাই হবে সবচে’ বড় ভুল।
তাই বলি- সব আসুন আবার, পথে নামাই কাজ,
গোলাম ব্যাটার ফাঁসির রায়টা নিতেই হবে আজ।]
মন্তব্য
আসামী হাজির।
কবিতা ভাল লেগেছে।
গোলাম ব্যাটার ফাঁসির রায়টা নিতেই হবে আজ
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
গোলাম ব্যাটার ফাঁসির রায়টা নিতেই হবে আজ
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
গোলাম ব্যাটার ফাঁসির রায়টা নিতেই হবে আজ
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
রাগের মাথায় , এখন যদি-ছিড়তে বসি চুল , এই সময়ে এটাই হবে সবচে' বড় ভূল । তাই বলি-সব আসুন আবার , পথে নামাই কাজ , গোলাম ব্যাটার ফাঁসির রায়টা নিতেই হবে আজ ।
গোলাম ব্যাটার ফাঁসির রায়টা নিতেই হবে আজ
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
গোলাম ব্যাটার ফাঁসির রায়টা নিতেই হবে আজ
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
আপনার প্রোফাইল পিকচারটা দেখে এত দুঃখেও বারবার হাসি পাচ্ছে। এই জিনিস পেলেন কই??
অনেক আগে নেটে খুঁজে পেয়েছিলাম... মোচটা আমার লাগানো, ফটুশপ...
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ঠিক্কইসেন বস। আমি এই কথাটা কইতেই ঢুক্সি, দেখি আপ্নে আগেই কইয়া গেসেন। মেজাজ খারাপ কইরা সচলে ঢুকি, দেখি এই পিকচার ঝুলতেছে। ফিক কইরা হাইসা দেই। এই ছবির কারণে মেজাজ খারাপ্টা ধইরা রাখা যাইতেছে না।
এটা বদলানোর কথা ভাবতেছিলাম কিন্তু এই ভয়ঙ্কর সময়ে কাজে লাগতেছে যখন, থাকুক কয়দিন
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
এটা বদলানোর কথা ভাবতেছিলাম এই ভয়ঙ্কর সময় কাজে লাগতেছে যখন, থাকুক কয়দিন
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
গোলাম ব্যাটার ফাঁসির রায়টা নিতেই হবে আজ
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
গোলাম ব্যাটার ফাঁসির রায়টা নিতেই হবে আজ
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
[বরাহশাবক আদেশ পেয়েছে, লাগছে ভালই, তবে -
গোদা বরাহটা ছাড়া আছে আজও, জানিনা ঝুলিবে কবে ]
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
[বরাহশাবক আদেশ পেয়েছে, লাগছে ভালই, তবে -
গোদা বরাহটা ছাড়া আছে আজও, জানিনা ঝুলিবে কবে ]
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
______________________________________
পথই আমার পথের আড়াল
[বরাহশাবক আদেশ পেয়েছে, লাগছে ভালই, তবে -
গোদা বরাহটা ছাড়া আছে আজও, জানিনা ঝুলিবে কবে ]
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন মন্তব্য করুন