১।
সাতসকালের ঘুমটা মাটি হতে মেজাজটাই খিঁচড়ে গেল ঝাকানাকার। একহাতে লুঙ্গি সামলে আরেক হাতে কান চুলকাতে চুলকাতে কোনমতে দরজা খুললেন গোয়েন্দাপ্রবর। দরজায় দারোগা কিংকর্তব্যবিমুঢ় চৌধারির হাসি হাসি মুখখানা দেখে খিঁচড়ানো মেজাজটা আরো এক ডিগ্রী উপরে উঠে গেল। এদের কি আক্কেল জ্ঞান নাই, পৌনে ছটা বাজে ঘড়িতে। কন্ঠে আধ পোয়া মেঘ আর এক ছটাক বৃষ্টি ঢেলে ঝাকানাকা বললেন – “আসুন”। সিঙ্গেল সোফায় বিশাল বপুটাকে কোনমতে আঁটিয়ে ইতি উতি চাইল কিঙ্কু। ভাবখানা বুঝে নিয়ে, কন্ঠে বৃষ্টি আরো এক ছটাক বাড়িয়ে উত্তর এল- “সামা খান ছুটিতে, ফাদার সিরিয়াস কাম শার্প অবস্থা একেবারে।” লাজুক হাসি দিয়ে বলল কিঙ্কু- “এই সাতসকালে... বুঝেনই তো স্যার... চলেন তারচেয়ে মোড়ের পরাটার দোকানে গিয়ে বসি।” “বসুন তবে, লুঙ্গিটা খুলে আসি”- ঝটপট উত্তর ঝাকানাকার।
২।
গোরুর নেহারীতে তেল চুপচুপ পরাটার এক কোণা ভিজিয়ে আলতো করে মুখে পুরে মিনমিন করে জাঁদরেল দারোগা- “যাই বলেন, নেহারীটা এরা ভালই বানায় স্যার।” এবার গলার স্বরে আধামুঠো ঝাঁঝাল রোদ ঢেলে ঝাকানাকা উত্তর দেন- “রেডিও ঝাঞ্জাইলের আড়জে আদুলের মত ভ্যাজর ভ্যাজর বাদ দিয়ে আসল কথায় আসুন।” সুড়ুত করে নলির মজ্জাটা গিলে নেয় দারোগা। কয় টুকরো ঝোলভেজা পারাটাও গোঁফের নিচে উধাও হয়ে যায়। তারপর নিহারির ঝোলে গলাটা একটু ভিজিয়ে নিয়ে শুকনো গলায় বলতে থাকে-“সমস্যাটা স্যার, সচলের হিমুকে নিয়ে। হিমুকে চিনলেন তো স্যার? ঐযে আঁচড়-কামড় নিয়ে কি সব হড়ড় গপ্প লেখে। আর দুষ্টু ছড়া লেখে। হিমুর ছড়া পড়ে রেডিও ঝাঞ্জাইলের আউটডোর ব্রডকাস্টার নুম্মি সাহা তো একবারে গায়ের উপরেই গড়িয়ে পড়েছিল। বলে কিনা হিমুর ছড়ায় নাকি শিং আছে। বলেন স্যার, গোরু-ছাগলের শিং দেখেছি, চিড়িয়াখানায় গিয়ে গন্ডারের শিং পর্যন্ত দেখে এসছি। কিন্তু তাই বলে ছড়ার শিং?” “তা কি করেছে নচ্ছাড়াটা? আবার মাঝপথে চা খেতে গিয়েছে বুঝি?” জিজ্ঞাসু দৃষ্টিতে তাকান ঝাকানাকা। “না স্যার, চা খেতে গেলে তো হতই। কিন্তু এ যে একবারে গায়েব মানে যাকে বলে ভ্যানিশ।” “বলেন কি? কবে থেকে?” এবার আসলেই আগ্রহী মনে হয় ঝাকানাকাকে। বদ্রু খাঁ তাকে যে নাকানি চোবানি টা খাওয়ায় তাতে হিমু গায়েব হলে মন্দ হয়না- মনে মনে ভাবেন তিনি। কিঙ্কু আবার শুরু করে- “আজ দুপুর থেকে স্যার। কোথাও নেই। জর্মন দেশের ফ্লাটেও খোজ দ্য সার্চ নিয়েছি স্যার। ওরা বলল সারা বাড়ি ভর্তি নাকি কাঠরঙ্গা একটা বই এর বান্ডিল। উপরে রংচটা গোলাপের ছবি। নিচে লেখা মাহবুব আজাদ। এ নির্ঘাত বদ্রু খাঁর কাজ স্যার। নইলে হিমুর ফ্লাটে গোলাপের ছবিওলা বই কেন?” এবার হা হা করে হেসে ঊঠলেন ঝাকানাকা। আরে ওটাতো মেরিল-প্রথম আলো সাহিত্য পুরস্কার পাওয়া ছায়াগোলাপের কপি। দ্বিন-দুনিয়ার খবর তো কিছুই রাখেন না দেখি। খোলা লবন খান নাকি আজকাল।?” আবার এক চোট হেসে নিয়ে থামেন তিনি, বিশাল বপু দারোগার কাচুমাচু মুখখানা দেখে একটু মায়া হয় তাঁর। সিরিয়াস কন্ঠে জিজ্ঞাসা করেন “তা কোথায় কোথায় খুঁজলেন? পানশালা আর গোয়ালঘরে খুঁজেছেন ভালমত? যা দিনকাল পড়েছে!” “সবখানে খুঁজেচি স্যার, বিবের দোকানেও গিয়েছি। নেপালে আমার এক জাতভাই আছে, তাকে দিয়ে হিমালয়ের বুদ্ধমুর্তি আশপাশটাও খুঁজে নিয়েছি, নেই তো নেইই।” দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে ঝাড়া আধা মিনিট গোঁফে পাক দিলেন ঝাকানাকা। তারপর ইউরেকা ভঙ্গিতে বললেন- “আজকে ২৫ আগস্ট না? রাস্কেল্টার বার্থডে। নির্ঘাত কেক্কুক খাওয়ানোর ভয়ে গা ঢাকা দিয়েছে। আবহাওয়া অফিসে কেউ আছে, খোঁজ নিন তো বেলুন হারিয়েছে নাকি কোন।” অবাক হয় কিঙ্কু, লজ্জা লজ্জ কন্ঠে জিজ্ঞাসা করে, “বেলুন এর খোঁজ নিয়ে কি হবে স্যার? হিমুর তো বিয়েই হয়নি, বাচ্চা ছেলে একেবারে।তার উপর মুয়াল্লেম শেখ মুহাম্মদ বিন সালিহ আল উছাইমিনএর ফতোয়া শুনে বেচারা বড় মর্মাহত।” “ আরে এ বেলুন ফার্মেসির বেলুন নয় হে দারোগা সাহেব, আবহাওয়া বেলুন । ব্যাটা একবার পর্যটনে বেলুন ব্যাবহার করতে চেয়েছিল, তাই ভাবছি বেলুনে চড়ে ঝুলে নেই তো উটকোটা?”
৩।
“হিমুকে একেবারে কোমরে দড়ি বেঁধে ধরে এনেছি স্যার।” খটাস করে স্যালুট দিয়ে বলে কিঙ্কু চৌধারি “আরে করেছেন কি, এতবড় লেখক এক্ষনি খুলে দিন। মিডিয়া দেখে ফেলেনি তো?” আঁতকে উঠে বলেন ঝাকানাকা। এক গাল হেসে কিঙ্কু উত্তর দেয়- “ভয় নেই স্যার ১৫ জন সম্পাদক তো দুরের কথা ১৫ জন ব্লগারকেই ব্যাটা বিবৃতি দেবার জন্য পাশে পাবে না, লেখাখেলাপি স্যার, ক্ষুদ্রঋন নিয়েও স্যার লেখা শেষ করতে পারেনি, পাঠকেরা পেলে একেবারে বাসার চাল খুলে নেবে।” “অ!” নিরাশ হয়ে বললেন ঝাকানাকা, “আমি তো ভাবলাম কুকিলদের রিয়ালিটি মেরে দিয়েছে বুঝি।” হড়বড় করে বলে কিঙ্কু- “না স্যার গতকাল চরম উদাস হুমকি দিয়েছে ‘এসো নিজে করি-১০ (কিভাবে চণ্ডীশিরা লিখবেন/How To Boil Horror)’ নামিয়ে ফেলবে। তারপরই তো ব্যাটার মাথাটা বিগড়ে গেল। নতুন প্লটের আশায় কাউকে না জানিয়ে তালগাছের আগায় থুক্কু বেলুনের ডগায় চড়ে বসে ছিল। আর আমরা কিনা গোয়ালের গোবর ঘেটে মরলাম।” লাফিয়ে উঠলেন ঝাকানাকা- “বলেন কি? তেজসৃপের ডিমখানা তো ব্যাটা তারেকাণু নষ্ট করে ফেলল। নইলে বেশ কাজে দিত এখন। কি আর করা? ব্যাটাকে রিমান্ডে নিয়ে আচ্ছাসে প্যাঁদাতে থাকুন। চণ্ডীশিরা শেষ না হওয়া পর্যন্ত পেঁদিয়ে যাবেন, ব্যাটা বেল্লিক ফাজলেমি পেয়েছে নাকি। জন্মদিনের মজা বোঝাচ্ছি!”
মন্তব্য
facebook
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
শুভ জন্মদিন হিমু ভাই। শুনলাম জন্মদিন উপলক্ষ্যে আমিষুল ভাইয়া আপনাকে "মা" বইখানা গিফট করেছে
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
বইখানার অনলাইন ভার্সন উৎসর্গ করে নাই তো??
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
শুভ জন্মদিন হিমু ভাই।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
ঝাকাস হইচ্চে!
হিমু এবং আপনার বাবা, দুজনকেই জন্মদিনে প্রচুর শুভেচ্ছা।
- একলহমা
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ভাই, আপনার লেখা নিয়মিত পড়ি, কিন্তু অফিসের ফাঁকে মন্তব্য করা একটু কষ্ট হয়ে যায়। আজকে আর মন্তব্য না করে পারলাম না। আপনি তো জন্মদিনে হাঁটুপানির জলদস্যুকে ট্যাগ বানায়ে দিলেন । আপনার লেখার উছিলায় হিমুভাইয়ের অনেক লেখার কথা মনে পরে গেল, উনি কেমন ছ্যাঁকা দেন সেইটাও আবার মনে আসলো
শুভ জন্মদিন হিমুভাই, জম্নদিনে কেক না নতুন লেখা চাই।
আর আপনার লেখার ব্যপারে একটা মন্তব্যঃ আপনি বস , আমার সাধারনত ভালো লেখায় হিংসার চোটে মন্তব্য করতে মন আসে না। তবে আপনার ক্ষেত্রে ভালো লাগার পরিমান হিংসার চেয়ে এখনো পৌনে একদাগ বেশি। আশা করি নিয়মিত থাকবেন।
--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।
নিয়মিতই তো আছি
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
শুভ জন্মদিন হিম্ভাই (ডাবল হইল)।
জন্মদিন উপলক্ষে ঝাকানাকা কিংবা যে কোন কাকাকে নিয়ে একটা ঝাকাস লেখা চাই। - কোন কুকিল ফিচারিং... হলেও চলবে।
লেখায়
____________________________
হুমম... দাবির সঙ্গে একমত...
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
শুভ জন্মদিন হিম্ভাই... ও আর আপনার বাবা কেও শুভ জন্মদিন সত্যানন্দ দাদা।আর লেখাটা সেইরাম হইছে!!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ভাই সাক্ষী সত্যানন্দ
লেখা দিয়ে আনন্দ
দিলে সবার মনে, এই অনুভূতি
না বোঝার দূর্মতি
কখনো যেনবা না
যায় তোমার সনে।
******************
আপনার বাবার জন্য অনেক শুভেচ্ছা জন্মদিনের।
******************
আর যার জন্য এই লেখা, তার জন্য অনেক শুভকামনা, ভালোবাসা।
হিমু'র কাছ থেকে একটা লেখা আজ আমরা আশা করতেই পারি। তাহলে সব পূর্ণ হয়।
******************
একটা ছোট্ট পাদটীকা - আপনার বাবা আর হিমু দু'জনেই আমার চেয়ে ০১ (এক) দিনের বড়।
-----------------------------------
কামরুজ্জামান পলাশ
১।
* * * * *
২।
* * * * *
৩।
* * * * *
৪।
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
কততম জন্মদিন? সেই অনুযায়ী ওজনদার একখানা কেক কাটা দরকার ছেলো।
আব্দুল্লাহ এ এম
তারেকাণু ভাই ফরমাইয়াছেন ২৩ বৎসর... তবে প্রতি বৎসর কত মাসে টা ফরমাইয়া যান নাই...
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
কি, এত্তবড় আস্পদ্দা! বিখ্যাত গোয়েন্দা ঝাকানাকার স্রষ্টাকে কোমরে দড়ি বেঁধে ধরে আনা, রিমাণ্ডে নিয়ে আ-চ্ছা-সে প্যাঁদানো?! এত্তবড় অপমান, এতবড় বেয়াদ্দপি!
তবে রে বদ্রু খাঁ!!!!!!!!!!
হ্যাঁ, তোমার আসল পরিচয় জেনে গেছি আমরা। তোমার বিরুদ্ধে মানহানি, কপিরাইট ভায়োলেশন এবং অন্যের সাহিত্যকর্মের নাম ও চরিত্র পাইরেসির অভিযোগে ২০০০ কোটি টাকার ক্ষতিপূরণ, ৫০ বার ফাঁসি এবং অন্যুন ৫০০ বছরের কারাদণ্ড চেয়ে মামলা করা হবে। গোয়েন্দা নাকাঝাকা তার নাম চুরি করায় এবং তার স্রষ্টার এহেন বেইজ্জতিতে তোমার উপর প্রচণ্ডবিমূঢ় ভাবে ক্ষিপ্ত। তদন্ত করে উনি ইতিমধ্যে ভিজে বিড়াল টাইপের নিক ভেদ করে তোমার প্রকৃত পরিচয় উদ্ঘাটন ও অবস্থান লোকেট করে ফেলেছেন। এখন শুধু সময়ের ব্যাপার। দারোগা কিংকর্তব্যবিমূঢ় চৌধারি যখন উলটে তোমারই কোমরে দড়ি-পায়ে বেড়ি দিয়ে এবং কর্ণলতিকা পাকড়ে বেদমসে মোচড়াতে মোচড়াতে মোচড়াতে কাঠগড়ায় নিয়ে ফেলবে, তখন বুঝবে কত ধানে কত চাল কত সাক্ষীতে কত সত্য আর কত সত্যে কত আনন্দ! সাবধান বদ্রু খাঁ, সচলায়তনে বাঘের ঘরে ঘোগের বাসা ফেঁদে করা তোমার সব চালাকি ফাঁস হয়ে গেছে! পালাও!
****************************************
হ, হিম্ভাই সময় মত কথায় কান না দিলে এবার নিজেই চণ্ডীশিরা লেখা শুরু করব
ওপেনসোর্সের যুগ কিনা
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
শুভ জন্মদিন হিমু ভাই , শুভ জন্মদিন আঙ্কেল। হিমু ভাই বার্থডে উপলক্ষে একটা লেখা দেন ( কেকের বিকল্প)
ইসরাত
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
'বাবারে' কি দারুন লেখা ।
যাকে নিয়ে লিখেছেন,
'বাপরে বাপ' কি দারুন একটা মানুষ ।
বাবা এবং হিমু ভাই,দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা ।
মেঘ ও রৌদ্র
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
জন্মদিন শুভহোক হিম্ভাই, কেক্কুক কই?
আহা, বেচারা আছে দারোগার প্যাঁদানির ওপর... এখন আবার কেক্কুক চেয়ে বিব্রত করা কেন?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
বিব্রত করাতেই দুনিয়ার যাবতীয় আনন্দ
হিমু ভাইরে জন্মদিনের শুভেচ্ছা!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
শুভেচ্ছা জানায়েই তো ২৩ বছরের টিনেজ পোলাটারে মাথায় তুললেন...
এখন খালি চন্ডীশিরা নিয়া টাল্টিবাল্টি করে
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
গুড জব মিঃ উইটনেস। চণ্ডীশিরার জন্য আসলেই লোকটার একটা শাস্তি হওয়া দরকার। তবে প্যাঁদানো মনে হয় একটু বেশি হয়ে যায়, রিমান্ড পর্যন্ত ঠিক আছে। আর জেলে দিতে চাইলে একটা বদ্রাগী টাইপ মেয়ে দেখুন
শুভ জন্মদিন মাহবুব আজাদ।
এত পাঠকের বদদোয়ার ঠ্যালায় বেচারার কপালে যখন "মায়াপুরুষ" জুটবে... তখন চান্দে চান্দে আমাদের কথা মনে পড়বে... গরীবের কথা বাসী হলে ফলে কিনা
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
কে শোনে কার কথা?____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
শুভ জন্মদিন হিম্ভাই। কেক সমতুল্য একটা লেখা ট্রিট হিসেবে চাই
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
কে শোনে কার কথা?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
শুভ জন্মদিন হিমু ভাই। টেকাটুকা কিছু এইদিকেও পাস করেন, পার্টি করি
লেখায়
হুমম... নয়া প্রতিবেশী... তোর কাহিনী কি? প্রবাসে ল্যাম্পপোস্টের বশে কি লেখালেখি বন্ধ?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
দারুন লেখা । আপ্নাকে আগে বলেছি কিনা মনে নেই, আপনার লেখার হাত চমত্কার।
হিমু ভাইয়া এবং আপনার বাবা দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা।
কোন চিন্তা নেই... "হাতের লেখা" দেখলেই চক্ষু-কর্ণের বিবাদ ভঞ্জন হবে
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
শুভ জন্মদিন আঙ্কেলস! আড়ং- এ শুকনা কাথা অর্ডার দিছি, আইতাছে।
ধুসসালা... বদ্রু খাঁ-তেও দেখি ফরমালিন
আসল বদ্রু খাঁ হলে "অর্ডার" দিতে হত নাকি?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
কিছু কথা থাক না গুপন!
চমৎকার।
জন্মদিনের শুভেচ্ছা রইল জলদস্যুর প্রতি
ডাকঘর | ছবিঘর
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
অত্যন্ত অচলীল, হিম্ভাইয়ের উপর এসব জবরদস্তি চৈলবেনা
অচলীল?? কোন স্কেলে? মিলিশফী? না কিলোশফী??
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
অনেক দেরীতে হিমু ভাইয়া আর আপনার বাবাকে জন্মদিনের শুভেচ্ছা।
কিন্তু বার্থডে বয়কে তো এখনো দেখা গেলো না!
-নিয়াজ
চা খাচ্ছে মনে হয়
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
হিমু ভাইকে জন্মদিনের শুভেচ্ছা, কেক কুক খাইতে চাইনা, তয় একটা গান টান এর পোস্ট সচলে আসলে না করবোনা।
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
মাসুদ সজীব
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন মন্তব্য করুন