বিশ্বাস ও অবিশ্বাস

সাক্ষী সত্যানন্দ এর ছবি
লিখেছেন সাক্ষী সত্যানন্দ [অতিথি] (তারিখ: শুক্র, ২৯/১১/২০১৩ - ৮:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ধারা ১
ইহা একটি স্বচ্ছ, নির্দলীয়-নিরপেক্ষ, আন্তর্জাতিক মানের কাব্য প্রচেষ্টা।

ধারা ২
শিরোনাম দেখিয়া পাঠের পূর্বেই তথাকথিত ধর্মানুভূতি উত্থিত হইয়া গেলে নামাইয়া ফেলুন।
ধারা ২ (ক)
নামিতে অসম্মতি প্রকাশ করিলে সংবিধানের ২(ক) ধারা, ১২ (খ) ধারা আর ৭ (২) ধারা ঊপর্যুপরি পাশাপাশি রাখিয়া মনোযোগ সহকারে পাঠ করুন। আশা করি এইবার নিশ্চয় সর্বপ্রকার অনুভূতি হারাইয়া ফেলিয়াছেন।
ধারা ২ (খ)
প্রয়োজনবোধে মস্তক অঞ্চল শীতল বারি সঞ্চারন করুন

ধারা ৩
অতঃপর ঠান্ডা মস্তিষ্কে কাব্যপাঠে মনোনিবেশ করুন

ধারা ৪
পাঠ উত্তর পুনরায় মস্তিষ্ক উত্তপ্ত হইবার উপক্রম করিলে ধারা ২ (ক)২ (খ) এর শরনাপন্ন হউন।
ধারা ৪ (ক)
উহারা অপারগতা প্রকাশ করিলে কিংবা বিব্রতবোধ করিলে সংবিধানের ৭ (১) ধারার শরনাপন্ন হওয়া যাইতে পারে।

ধারা ৫
ধারা ৪ এ যাহা বলা হইয়াছে তাহা সত্তেও, পাঠ উত্তর সংযোজিত আলোকচিত্র কিংবা সংবাদ সমূহ অবলোকন সাপেক্ষে আপনার মস্তিষ্ক সম্পূর্ন স্বাভাবিক ভাবে কর্মক্ষম থাকিয়া থাকিলে আপনি এক্ষণ হইতে "মানবাধিকার সম্পন্ন সুশীল" বলিয়া গন্য হইবার যোগ্যতা অর্জনে বাধ্য থাকিবেন। প্রযোজ্য ক্ষেত্রে বা ক্ষেত্রসমূহে নবলব্ধ যোগ্যতা প্রদর্শনপূর্বক, আপনার প্রাপ্য সংখ্যাতিরিক্ত নাগরিক সুবিধাদি বিনা রশীদে সম্পূর্ন অক্ষত অবস্থায় বুঝিয়া লইতে আপনাকে অনুরোধ জ্ঞাপন করা হইল।

*** *** *** *** ***

আজ আমি কাউকে বিশ্বাস করিনা !
আইন্সটাইন থেকে বার্ট্রান্ড রাসেল,
কিংবা, ফ্রয়েড আর মার্ক্স,
ডারউইন অথবা ডকিন্স,
হিটলারের গনহত্যার খতিয়ান,
নিদেনপক্ষে- নায়েক কিংবা মোদী,
অথবা, শর্মিলা নয়তো বার্গম্যান-
আমি কাউকে বিশ্বাস করিনা ।

যুগান্তকারী কোন বিপ্লব,
জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক যুদ্ধ,
অহিংস অসহযোগ আন্দোলন,
কিছুতেই আমার বিশ্বাস নেই ।
যুদ্ধাপরাধীদের বিচারের আশ্বাস,
দিনবদলের ডিজিটাল সনদ,
কিংবা নিতান্ত দু’মুঠো ভাতের নিশ্চয়তা,
তাতেও আমার বিশ্বাস নেই ।

কল্পিত অবাস্তব তত্ত্বের পুরস্কার,
ছেঁড়া-ফাটা তালিমারা বর্ণিল স্বপ্ন,
এমনকি, নিছক বেঁচে থাকার আশা,
কোনটাই আমার বিশ্বাসভাজন নয় আজ !

কেবল আমার পকেটে থাকা
দশটাকা দামের লাইটারটিই,
আমার বিশ্বাসের একমাত্র আশ্রয় আজ ।
একটু আলতো ছোঁয়ায়, কি সুন্দর
এক ঝলক বিশ্বস্ত আগুন দিয়ে চলে সে !

অবশ্য, পরজন্মেও আমার বিশ্বাস নেই !
যদি থাকত তবে অবশ্যই-
আবার জন্মানোর সুযোগ পেলে,
নির্দ্বিধায়-
দশটাকা দামের লাইটার হয়ে জন্মাতাম !
নির্দলীয় একটি লাইটার,
স্বচ্ছ ও নিরপেক্ষ একটি লাইটার,
আন্তর্জাতিক মানের একটি লাইটার।

তারপর-
জ্বালিয়ে দিতাম, সিগ্রেট থেকে শুরু করে,
গ্যাসের চুলো, এমনকি
ঘরবাড়ি, মানুষজন, সবকিছুই,

জ্বালিয়ে দিতাম, পরম বিশ্বস্ততায় !


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

সুকান্ত ভট্টাচার্য এখনকার দিনে কবিতা লিখলে সম্ভবত এভাবে লিখতেন। ভাল হয়েছে।

ওয়াইফাই ক্যানসার

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হুঁ, সুকান্ত লিখেছিলেন 'দেশলাই কাঠি' নিয়ে
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ইয়াসির আরাফাত এর ছবি

ভুল চয়েস। আপনি ক্ষমতা হয়ে জন্মান। পোড়ানো, গুম, জবরদখল, ঘুষ, দেশ বিক্রি সহ হেন কাজ নেই যা আপনি করতে পারবেন না। যদি চাটাচাটি পছন্দ করেন তো আরও ভালো। সবাই এসে সকাল বিকাল আপনাকে খুশি করে দিয়ে যাবে

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ক্ষমতা বিশ্বস্ত না আরাফাত ভাই... কিন্তু আগুন বড্ড বিশ্বস্ত... পোড়াবেই মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

রাগ ক্ষোভ কিংবা ঘৃনা থেকে সচলে তাৎক্ষনিক যে ছড়া কিংবা কবিতাগুলোর জন্ম হয়েছে তার মাঝে আমার পড়া অন্যতম সেরা এটি। সব কিছুকে বিদ্রুপ আর অবিশ্বাসের দিকে ঠেলে দিয়ে শুধু অসীম ক্ষমতাধর (আগুন) এর জয়গান গাইলেন। বাংলাদেশে এখন আগুনের জয়জয়কার। গুল্লি

মাসুদ সজীব

সাক্ষী সত্যানন্দ এর ছবি

সজীব ভাই,
সত্যি বলতে কি, মূল কবিতাটি আসলে আজকে লেখা না... যখন লিখেছিলাম তখন সুকান্তের দেশলাই কাঠি কবিতার সাথে বড্ড মিল পাওয়াতে এটাকে বাতিলের ফোল্ডারে রেখে দিয়েছিলাম... তখন কি আর জানতাম, এই কবিতা একদিন এভাবে এডিট করতে হবে? মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

আমাদের সবারি লেখায় নিজের অজান্তে কিংবা ভালোলাগার মাধ্যমে প্রিয় লেখকদের কিছু না কিছু প্রভাব আসে। আমার কাছে অসম্ভব ভালোলেগেছে, মনে হচ্ছে এটি আমার নিজের কথা। ভালোথাকবেন। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

মাসুদ সজীব

কৌস্তুভ এর ছবি

পলিটিকেল কোবতে লেখা কেন বাওয়া? প্রেমিকার অধর মাতৃত্বের জঠর ইত্যাদি উচ্চমার্গীয় টপিক কি দুনিয়া থেকে উঠে গেছে?

পুনশ্চঃ ডিসক্লেমারের ক্যামুফ্ল্যাজ দেওয়ার আইডিয়াটা ভাল, কিন্তু বেশি লম্বা হয়ে যাওয়ায় ক্লান্তিকর হয়ে গেছে।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

০১।
হেহ... কোবতের সাথে রাজনীতি মিশায়েন্না খাইছে মাহফুজ আনামের কলাম পড়েন নাই?

০২।
আন্নে বোস্ম্যাডামরে একলা পাইয়া "অরাজনৈতিক" প্রবন্ধ লিখলে সেইটা লীলাখেলা...
আর আমরা এট্টু নিস্কাম-নিস্কলুষ কোবতে লিখলেই দোষ ইয়ে, মানে...

পুনঃ পুনশ্চঃ
হু, আমারও কেমুন কেমুন জানি লাগতাছিল...
তয় কেউ কিছু কয়না দেইখ্যা চুপচাপ আছিলাম... দিলাম ঠিক কইরা... হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

প্রিয় কবি, অনেক লাইটার-এর-ই বড় দু:খের জীবন। সে নিজে কিছুই করতে পারে না! অগুন্তি লুচ্চার হাতে পড়ে দুনিয়া জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দ্যায় আর যদি আগুন না জ্বালাতে পারে, নিক্ষিপ্ত হয় আস্তাকূঁড়ে। কোন কোন লাইটার অবশ্য ভাগ্যবান, তাদের জীবন অন্যরকম হয় - অন্ধকার রাতে অসীম সাহসী কোন কোন মানুষের হাতে তারা জ্বালায় দীপের আলো। সে রকম এক লাইটার-ই ত এই কবিতা!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
এক লহমা ইজ ব্যাক! বহুদিন পর আপনার ক্লাসিক একটা মন্তব্য পেলাম।
আহা, সবাই যদি ২ নাম্বার লাইটার হত মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

চমৎকার।

অট: ডিসক্লেইমার দেয় কীভাবে?

____________________________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অটঃ বুঝলাম না, দিলেই তো আসে ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সামুরাই এর ছবি

ভালো লাগলো

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অটঃ বুঝলাম না, দিলেই তো আসে ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মাহবুব লীলেন এর ছবি

কবিতা ঠিকাছে কিন্তু ধারা দেইখা ডর খাইছি; এক দুই করা না আবার গিয়া ৫৭তে পৌছায়

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ইয়ে, মানে...
ভয় খাইলে ওপরের ধারা ২(ক) অনুসরণ করেন খাইছে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি
ধুসর জলছবি এর ছবি

হাততালি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নীড় সন্ধানী এর ছবি

দুর্ভাগা দেশলাইও জানে না কতটা পুড়লে ক্ষমতার স্বাদ পাওয়া যায়। মন খারাপ

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।