পূর্বকথনঃ
ভাবছি সচলের পীরবাবা আবার শিরোনাম দেখে ভয় না পান! ভয় নেই, এই পীর হলেন তার গুরু সৈয়দ আলী সায়েব। বেটা তো বলেই খালাস যে বই কিনে নাকি কেউ দেউলিয়া হয় না! কিন্তু দুনিয়া অদ্ভুদ, সত্যপীরের কথার দাম নাই। আর, আমার যেহেতু বউ নেই তাই তাবৎ ভালুবাসা জমা আছে বইয়ের জন্য। তা সেই ভালুবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ না নিতে পারি, মানিব্যাগ তো পারব। কিন্তু সেই মানিব্যাগের শ্রাদ্ধ করতে করতে কখন যে মাত্র ২৮ দিনে প্রায় ৮০ খানা বই কিনে ফেলেছি ভাবলে অনন্ত জলিলের মত হৃৎপিণ্ড খাচার বাইরে বের হয়ে আসে। নাহ ভুল হল, গুনে দেখলুম ২৮ দিনে বইমেলায় গিয়েছি সাকুল্যে ১১ দিনের মত। কিন্তু যেদিনই গিয়েছি লোভ সামলাতে পারিনি। আর লোভে পাপ, পাপে দেউলিয়া। সেই দেউলিয়া হবার দিনলিপি লিখে ফেললুম। বাঁচতে হলে জানতে হবে, জানাতে হবে।
০১/০২/২০১৪
বইমেলার প্রথম দিন কিভাবে বাদ দেয় মানুষ? গিয়ে ঘুরপাক খেতে খেতে কিনে ফেললাম ড মোঃ হাননানের বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসের ২ পর্ব, (বঙ্গবন্ধু ও এরশাদের সময়কাল)। মাঝখানে কিছু নেই! আচ্ছা ৭৫ থেকে ৮১ কি কোনও ছাত্র আন্দোলন হয় নি? নাকি ওইসময়ের উপর্যুপরি সেনাবিদ্রোহের তোড়ে সে ইতিহাস চাপা পড়ে গেছে? কেউ কি জানেন?
০২/০২/২০১৪
দ্বিজেন শর্মার “চার্লস ডারউইন ও প্রজাতির উৎপত্তি” এবং “বিগল যাত্রীর ভ্রমনকথা” কিনে ফেললাম। কেনার পরমুহূর্তে মেজাজ খারাপ হয়ে গেল, ওই দুটো সহ তৃতীয় আরেকটা বইয়ের অখণ্ড সংস্করণ পাশেই ছিল, আরেক খণ্ড আউট অফ প্রিন্ট। কি আর করা! দুই তৃতীয়াংশ বই নিয়ে বগল বাজাতে বাজাতে ফিরে এলাম।
০৫/০২/২০১৪
ইচ্ছে ছিল বর্ষপুর্তিতে শাহবাগ থাকব, অফিস শেষে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত। এ তো আর ২০১৩ নয়, সবাই ঘরমুখো। আমিও চারুকলার পাশের ফুটপাথ থেকে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের “পৃথিবীর ইতিহাস” কিনে বগলে চেপে ফিরে এলুম। বইমেলার খেতাপুড়ি।
১৩/০২/২০১৪
বইমেলায় যতই ভিড় থাকুক না কেন, পয়লা ফাল্গুন কখনোই বাদ দেই না। এবারও পয়লা ফাল্গুনের শুরুতেই লাইনে আসলাম। চরম উদাসের বহুল প্রতীক্ষিত চাঁদবদন দেখে একগাল হেসে নিয়ে এগুলাম জাতীয় সাহিত্য প্রকাশের দিকে। বাগিয়ে নিলুম এককপি ঝাকানাকা। সেখানেই ফাউ পেলুম (দাম দিয়ে) শফিকুর রহমানের “পার্থিব জগত”। বইখানা বর্তমানে আউট অফ প্রিন্ট। মোগল আমলের একখানা কপি পেয়ে গেলুম, ছাড়ি কি করে? এরপর চোখে পড়ল “আবুল হাসানের কাব্যসমগ্র”, চোখ থেকে হাতে, হাত থেকে সোজা ব্যাগে।
১৪/০২/২০১৪
এদিনের জন্য আগেই ঠিক করে রেখেছিলুম প্রদীপ দেবের “কোয়ান্টাম ভালবাসা” আর “রেডিয়াম ভালবাসা”। এরপর শুদ্ধস্বরের সামনে দিয়ে আসতে গিয়ে অভিজিত রায়ের “ভালবাসা কারে কয়” কিনেই ফেললাম। হঠাৎ একটা স্টলে মোঃ খুশবুর লেখা জরাজীর্ন এক কপি “এরশাদের সময় ছাত্র আন্দোলনের ইতিহাস” দেখে কিনে ফেললাম ১৪ ফেব্রুয়ারি, ১৯৮৩ এর স্মরণে।
২১/০২/২০১৪
এই দিনের জন্য ভেবে রেখেছিলাম ড মোঃ হাননানের “বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস (১৯৪৭-১৯৭১)” কিনব, আগামী প্রকাশনীতে গিয়ে দেখি শেষ। (পরের সপ্তাহে নতুন প্রিন্ট আসল বটে, দাম দ্বিগুন। কেনাই হলনা।) শেষে এম আর আখতার মুকুলের “একুশের দলিল” কিনে ফিরে এলাম।
২৪/০২/২০১৪
এদিন বইমেলায় যেতে সঙ্গী হলেন তিন সহকর্মী। তারমাঝে হাইহিলধারিনী একজন বাংলা একাডেমিতে আধা চক্কর দিয়ে বললেন উনার নাকি গোড়ালী ব্যাথা করছে। একটু পড়ে আরেকজনের শুরু হল হাঁটু ব্যাথা। ব্যাথার ক্রমাগত উন্নতি দেখে তৃতীয়জন কিছু বলবার আগেই ভয়ে ভয়ে তাদের রিক্সা ঠিক করে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচলাম। তারপর ফেরত গিয়ে দেখি যে বই কিনতাম সে স্টল ফাঁকা। কি আর করা, পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনী থেকে হারুন স্যারের “Satyen Bose in Dhaka” কিনে ফেললাম।
২৫/০২/২০১৪
এদিন বইমেলার ভাগ্যাকাশে আবার দুর্যোগের ঘনঘটা। এক সদ্য এনগেজড বান্ধবীকে ঘাড় ধরে বইমেলায় নিয়ে গেলাম। তিনি আবার বইমেলার ভিড়ে চোখ উলটে পড়ে গেলেন। বিশাল বেইজ্জতি কারবার। কি আর করা এনেছি যখন দায় দায়িত্ব আমার। বাসায় ফিরিয়ে দিয়ে এলুম। কিন্তু, আমার কেনা হল না কিছুই। আর ফাঁকতালে লছ হইল উদাস’দার, লাইনে আনতে চেয়েছিলুম, তবে অসুস্থ একটা মানুষকে তো আর জোর করে লাইনে আনা যায় না। অবশ্য পথের শেষে গিয়ে একখানা জম্পেশ সারপ্রাইজ পেয়ে মন ভাল হয়ে গেল। উপহার পেলুম “দেশভাগ বিষয়ক গল্প সংগ্রহ”, বেশ পেটমোটা বই, বহুদিন পড়া যাবে। প্রকাশনীর নাম “মধ্যমা”, নাম দেখে অবশ্য প্রথমেই অকুতোভয় বিপ্লবীর কথা মনে পড়ল।
২৬/০২/২০১৪
এইদিন বন্ধুবান্ধবের বিশাল দল সহযোগে আক্রমণ। প্রথমেই সেবা। “তিমির প্রেম” বহুদিন আউট অফ প্রিন্ট ছিল, পেয়ে কিনে ফেললাম। আরো কি কি জানি কিনলাম ভুলে গেছি। পাশে শুদ্ধস্বরে ঢুকে বাকের ভাইয়ের “নিরালা নীলে” কিনে ফেললাম। কিছুদুর গিয়েই দলভুক্ত এক জুটির বিশাল ঝগড়া লেগে গেল। বুঝলাম দু’মাস পর বিয়ে, তার রিহার্সেল চলছে। যাকগে, আগেই বলেছিলুম বউয়ের চেয়ে বই ভাল। তাদের ঝগড়া থামিয়ে (মানে একজনকে বাড়ি পাঠিয়ে) আবার এলুম। এসে দেখি জীবনের এই ভয়াবহ রূপ দেখে বাকি ব্যাচেলরবৃবন্দ পগার পার। কি আর করা? একাই ঘুরতে ঘুরতে চোখে পড়ল খায়রুল ইসলামের “নুরেমবার্গ থেকে যুদ্ধাপরাধের বিচার”। বিভিন্ন দেশে বিচার প্রক্রিয়ার খুঁটিনাটি বিস্তারিত দেয়া আছে, অসময়ে রেডি রেফারেন্স হিসেবে কাজে লাগবে ভেবে, মনে মনে আড়াইবার “পিষে ফ্যালো মিজান” আউড়ে কিনেই ফেললাম।
২৭/০২/২০১৪
এদিন উন্মাদের স্টলে মেহেদী হকের “কার্টুন আকিবার ক-খ-গ এবং ক্ষ” দেখে উন্মাদ হয়ে গেলাম। তারপর সম্বিত ফিরে পেতে বই আমার ব্যাগে, আর পকেটের ট্যাকাটুকা কাউন্টারের ওপারে। অনেক আগে প্রদীপ দেবের “আইন্সটাইনের কাল” কিনে হারিয়েও ফেলেছিলাম। নতুন সংস্করণে যথারীতি দাম দেড়গুণ হয়ে গেছে, তবু কিনে ফেললাম। প্রতিবছর মুক্তধারার স্টলে একবার ঢুঁ মারি। এবার দেরিতে হলেও গেলাম। পেয়ে গেলাম “চিত্তরঞ্জন সাহার চিঠিপত্র”। মুক্তিযুদ্ধের বইয়ের স্টলে শওকত ওসমানের “স্মৃতিখন্ড মুজিবনগর” পেয়ে বগলদাবা করলাম। আরও কি কি যেন কিনলাম। শেষমেশ ফেরার পরে গুনে দেখি একদিনে প্রায় ২০টা বই কিনে ফেলেছি।
২৮/০২/২০১৪
এই দিন প্রচন্ড ভিড় ঠেলে ঢুকে দেখি আরজ আলী মাতুব্বরের সমগ্র পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে পাঁচশ টাকায়। বুঝলাম এই সঙ্স্করণ ফুরোলেই দাম নাগালের বাইরে চলে যাবে। নিলাম কিনে। একসময় প্রায় দেড়-দু’মাইল হেঁটে সাপ্তাহিক ২০০০ কিনতে যেতাম শুধুমাত্র দেশবিভাগের ওপর আহমদ রফিকের একটা সিরিজের জন্য। এবার সেটা “দেশবিভাগঃ ফিরে দেখা” শিরোনামে একমলাটে পেয়েই ব্যাগে ভরলাম। (বাড়ি ফিরে এবার যক্ষের ধনের মত আগলে রাখা পুরানো ২০০০ গুলো বেচে দেওয়া যাবে।) এরপর রিটন ভাইয়ের “নয়ন তোমারে পায়না দেখিতে রয়েছ নয়নে নয়নে” যদিও সচলেই পড়া হয়ে গেছিল, তবু ছাপা কপি দেখে নিয়ে নিলাম। জামাল নজরুল ইসলাম স্যারের একটা জীবনী পেয়ে সেটাও কিনে ফেললাম। প্রতিবার সালমা বুক ডিপোতে একবার হলেও যাই পেটমোটা একটা সমগ্রের লোভে। এবার বিদ্যাসাগরের সমগ্র কিনে ফেললাম। পুরানো লটের বই, দাম যা চাইল তাতে নিজেই লজ্জা পেলাম; এবারের প্রকাশিত অনেক চিকন চাকন অখাদ্য বইয়ের চেয়েও বিদ্যাসাগরের সারাজীবনের দাম কম! তারপর মন খারাপ করে আরও কি কি যেন কিনে ব্যাগে যখন যায়গা শেষ তখন আবার সেই প্রচণ্ড ভিড় ঠেলে বের হয়ে এলাম। তারপর একটা কোণ আইসক্রিম খেতে খেতে ফেরার জন্য হাঁটা। এবারের মত বইমেলা শেষ।
পাদটীকাঃ
একসময় বই মানেই বুঝতাম গল্পের বই। অথচ, বইয়ের লিস্টি করতে গিয়ে টের পাচ্ছি এবার সাহিত্যের বই কেনাই হয়নি প্রায়। ভাগ্যিস ছোটবোন জাফর ইকবাল স্যারের নতুন বইগুলো সব কিনে ভারমুক্ত করেছে। ওদিকে আবার মাহমুদুল হক আর হরিশংকর জলদাস লিস্টে ছিলেন কিন্তু কিভাবে যেন মিস হয়ে গেছে। হায়, ফেব্রুয়ারি মাস এত ছোট ক্যানে? যাকগে ছোট মরিচের ঝাল নাকি বেশি হয়। সে ঝালের ঝাঁজ টের পাচ্ছি ফাঁকা মানিব্যাগটা খুললে। সৈয়দ মুজতবা আলীর জন্য একরাশ অভিশাপ। সচলের বই-হিংসুটের দল নিশ্চয় আমাকে হিংসে করবে। মাসশেষে সান্তনা আপাতত এটুকুই।
সংযোজনীঃ
এতদিন সুযোগ পাইনি। বোলগ দিয়ে ইন্টারনেট চালানো নাস্তিকগুলোর জন্য কতকগুলো বুদ্ধমূর্তিবিহীন ছবি জুড়ে দিলুম। তাতেও যদি হিংসা একটু বাড়ে আরকি
মন্তব্য
হিংসা জানালাম।
৭৫-৮১ জিয়া'র সময়টার ব্যাপারে আমিও একটু কনফিউজড। সেই সময়টায় বাংলাদেশে খাল কাটা আর আর্মি অফিসারদের ফাঁসিতে ঝুলানো ছাড়া আর কিছু হয়নি? ওই সময়টার উপরে ভাল কোনও বইএর রেফারেন্স কেউ দিতে পারেন?
- ঘুমকুমার
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
আপ্নে খুপ খ্রাপ লুক, দূরে গিয়া মুড়ি খান।
দিলে কি একটু রহমত নাই? আসলে ৮০ খান বই কিনছেন কিনা গুনে নেই দাঁড়ান, তারপর ধরতাছি।
দেশে খালি এসে নেই, হামলা চলবে আপনার আলমারিতে। স্বহস্তে বই চুরি কোন অপরাধ নহে, বুঝলেন কিনা ভ্রাতা ?
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
হেহ... খাবই তো... চারিদিকে বই ছড়িয়ে বসে মুড়ি খাব
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
পেটে তোমার পিলে হবে! কুড়ি-কুষ্টি মুখে! হেই ভগবান! একটা পোকা যাস পেটে ওর ঢুকে!
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
হেহ... সাফিনাজের দোয়ায় সাক্ষী মরে না
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
সাফিনাজের দোয়া নাতো, খুকির দোয়া ......সাক্ষীর কিছু না হইলেও সত্যানন্দের পেটে পিলে হবে
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
হেহ... দুই সপ্তাহ গেছে ... কিচ্ছু হয় নাই
হিংসামি বাদ্দিয়া হাতে দুটো বই বাইন্ধা চইলা আহেন
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ফ্যাসিবাদী প্রশ্ন: এতদিন পরপর কই থেকে আসেন বদনখানি দু:খিত নামখানি প্রচার করতে?
নিজের ছবি না দেন( তারেকাণু ভাইয়ের মত অসংখ্য মেয়ে ভক্ত জুটে যাবে ) বইগুলোর ছবি দিয়েন।
পৃথিবীর পথে পথে হারান নি কেন?
মাসুদ সজীব
ট্রেনিঙে আছি... সময় খুব কম...
পৃথিবীর পথে পথে তো মোড়ক খোলার সাথে সাথেই কিনেছি... বইমেলার আগেই
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন গল্প লেখতেছি "সত্যানন্দের মিথ্যা সাক্ষী"।
..................................................................
#Banshibir.
আন্নেরে কিছু কই নাইক্ক্যা... হুদা চেতেন ক্যা?
বাই দ্য ওয়ে, থিবো সায়েব কোনে?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
এই পোস্ট দেখে বুঝলাম বইমেলা এক মাস চলা আসলেই ভাল না। কলকাতা মডেলই ঠিক, মাত্র এক সপ্তাহ চলাই ভাল।
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
লেখা ভাল লেগেছে। মজুরীগিরি করতে দেশের বাইরে থাকাতে বইমেলায় যাবার সুযোগ ছিল না। আপনার লেখা পড়ে বইমেলায় যেতে না পারা কষ্টটি আরও বেড়ে গেল। একুশের বইমেলা চিরজীবি হোক।
- পামাআলে
একুশের বইমেলা চিরজীবি হোক
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
৮০ টা বই কিনছেন??? কানেকানে জিগাই -আপনে থাকেন কই??
অট:ফেবু তে আপনেরে ফ্রেন্ড রিকু পাঠানোর অপশন নাই কেনু?? আপনাকে একটা মেসেজ দিছিলাম অবশ্য ...
কওন যাইব না... টপ ছিরকেট
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
বউয়ের চেয়ে বই শুধু ভালই না, সস্তাও, আর সংগ্রহেও নেই কোন ঝামেলা। চিন্তা করে দেখেন, আশি খানা বই যোগার করতে আপনার খরচ কত সামান্য হয়েছে, কিন্তু আর যাই হোক দেউলে হন নাই। আর আশি খানা বউ কিনতে হলে তার খরচ আর হ্যাপর কথা একবার ভেবে দেখেছেন? আমার বহুদিনের ইচ্ছা আর একখানা মাত্র বউ লাভের, কিন্তু তার মূল্য এবং আনুসঙ্গিক হ্যাপার কথা চিন্তা করে পারছি না।
একখান বউই জুটাইতে না পাইরা মনের দুঃখে বই কিনি ... আর ৮০ খান বউ!!! মিয়া, জান্নাতে হুরের সাপ্লাইই তো মাত্র ৭০... দুনিয়াতে ৮০ বউ পাইবেন কই?? আরব্দেশে থাকেন নাকি, শেখ প্যালেসে???
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
হিংসা হচ্ছে, একটা মানুষ এত্তগুলা দিন বই মেলায় যায় ক্যাম্নে
তাহসিন রেজা
কি কন না কন... ১৬টা দিন তো যাইতেই পারলাম না
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ঐ মিয়া, আপনে এতগুলো দিন বইমেলায় গেলেন আর খবর পাইলাম না!! জানতে পারলে তো একদিন না একদিন দেখা হতই!!
____________________________
এই দিন দিন না, আরো দিন আছে
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
মেলায় গেলাম তো শেষের কয়েকদিন। দেখা হতে পারতো।
ইচ্ছার আগুনে জ্বলছি...
হবে, হবে... আরো বইমেলা আছে না?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
যাঃ, কই আরও ভাবলাম এইখানে লিচ্চয় পীরবাবার তুলো ধুনে দিচ্ছেন তা না; উল্টে বককে ডেকে এনে থালা ভরে সুরুয়া খেতে দিলেন। এইটা কিসু হইল!
----------------
স্বপ্ন হোক শক্তি
বক কিডা? সুরুয়াডাই বা কিডা?
আর, সুরুয়া মানে ঝোল হল্যিপারে, আমাক সুরুয়া খাব্যের দেয় নাই কি কামে?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
______________________________________
পথই আমার পথের আড়াল
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
শিরোনামেই আছে ইহা 'মিথ্যাকথন' তাই খামোখাই হিংসা করে এনার্জি ক্ষয়ে গেলাম না
সব বই গুনেটুনে দেখা গেল ২৮খানা বই কিনেছেন আর দিব্বি ৮০খানা বলে চালিয়ে দিলেন
নামের এহেন অপমানে আমি মর্মাহত। সত্য বলুন সঠিক লাইনে চলুন
বই কিনে ফতুর হয়েছেন জেনে মন্টা শান্তিতে ভরে গেলু
দু'একটা বইয়ের পাঠ প্রতিক্রিয়া জানান কষ্ট করে। দেখিনি কেন রে এতদিন?
আমার মিথ্যাকথন না তো... সত্যপীরের
এহ, ৮০ খানের নাম দিমু নাকি?? নজর লাগে যদি... আইসা দেইখা যান... আইছে রাজ্যের ঢিলা ঈমান নিয়া... এত দুব্বল ঈমান নিয়ে থাকেন কেম্নে?
পাঠ প্রতিক্রিয়া আসবে কোত্থেকে? পাঠকর্মই তো সম্পাদন করতে পারছিনা... ট্রেনিং
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
মাহমুদুল হক পড়ে ফেলুন, আরেক বইমেলা আসিবার আগে আগেই।
এ-এ-এ-নশাল্লাহ আরেক বইমেলা পর্যন্ত বেঁচে থাকতে হবে না?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
৮০ টা বইয়ের কয়টা উল্টানো পাল্টানো হইল, আর কয়টা পড়া হইল এত দিনে?
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
একটাও না মোড়ক খোলারই সময় হচ্ছে না
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন মন্তব্য করুন