আপন হতে বাহির হয়ে - ৫

সাক্ষী সত্যানন্দ এর ছবি
লিখেছেন সাক্ষী সত্যানন্দ [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২২/০১/২০১৫ - ৪:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এইখানে কি লেখা থাকার কথা তা জানতে এইখানে টিপি দ্যান, এককথা বারবার কইতে আর ভাল লাগে না। চারিদিকে মডারেট (প্রকৃত অর্থে ফাঁকিবাজ) দুনিয়া। আমি কি দুনিয়ার বাইরে নাকি? হেহ!

এই পর্বের সকল ছবি শুভলং বাজার সংলগ্ন টিলা ও কাপ্তাই হ্রদে তোলা। যাদের পূর্বাভিজ্ঞতা আছে চেপে যান।

সংবিধিবদ্ধ সতর্কতা সত্বেও যে সকল মডারেট পাঠকগণ বর্ণনানুভূতিতে আঘাত পেয়ে ঘনঘন মাথা নেড়ে "ইহা ছহীহ ব্লগ নয়" আওড়াচ্ছেন তারা এইখানে টিপি দ্যান। ওইখানে কোনও ছবি খুঁজে না পেলে এইখানে টিপি দ্যান।

০১। পাহাড় ঘেরা হ্রদ

০২। আমাদের হলিউড প্রচেষ্টা

০৩। শিরোনামহীন-১

০৪। হাঁআআআ ভাআআইইই! এইটা বাংলাদেশ!

০৫। কাপ্তাই হ্রদকেও বাঁশ দিয়ে রেখেছে, কেন কে জানে?

০৬। আমাদের সহযাত্রী আরেক টাইটানিক

০৭। দিগন্তের সিঁড়ি

০৮। ছুটে যায় যান্ত্রিক জলহংসী

০৯। শিরোনামহীন-২

১০। এইখানেই কি বেলুন থেকে পড়েছিলেন সিরিয়াস, পেনক্রফট, নেব, হার্বার্ট আর স্পীলেট?

১১। নিঃসঙ্গ নাবিক

১২। কাপ্তাই হ্রদের প্যানারোমা প্রচেষ্টা-১

১৩। কাপ্তাই হ্রদের প্যানারোমা প্রচেষ্টা-২

১৪। কাপ্তাই হ্রদের প্যানারোমা প্রচেষ্টা-৩

১৫। পাশের টিলার পেছনে আরেক টলটলে হ্রদের দেখা-১

১৬। পাশের টিলার পেছনে আরেক টলটলে হ্রদের দেখা-২

১৭। শিরোনামহীন-৩

১৮। শিরোনামহীন-৪

১৯। টিলার চূড়া থেকে পাখির চোখে দেখা-১

২০। টিলার চূড়া থেকে পাখির চোখে দেখা-২

২১। টিলার চূড়া থেকে পাখির চোখে দেখা-৩

২২। টিলার চূড়া থেকে দেখা শুভলং বাজার

২৩। টিলার চূড়া থেকে প্যানারোমা প্রচেষ্টা

২৪। ধোঁয়া উড়ছে কেন? রোবার দ্য কঙ্কারার কিছু বানাচ্ছে বুঝি?

২৫। দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিয়াছে মাঝি পথ

২৬। গলুই-১

২৭। গলুই-২

২৮। ট্রয়ের অভিমুখে গ্রীসের নৌবাহিনী?

২৯। শিরোনামহীন-৫

৩০। শিরোনামহীন-৬

৩১। শিরোনামহীন-৭

৩২। শিরোনামহীন-৮

৩৩। পথরেখা

৩৪। শিরোনামহীন-৯

৩৫। মেঘের অনেক রঙ

৩৬। পাহাড় চুঁয়ে মেঘ ছুঁয়ে যায় টলটলে ঐ জলে

৩৭। তরল সূর্যোদয়-১

৩৮। তরল সূর্যোদয়-২

৩৯। তরল সূর্যোদয়-৩

৪০। আচ্ছা, কাকচক্ষু জল কাকে বলে?


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

৩৪ - ৪০ নম্বর ছবি দেখতে পারলাম না। ২৮ নম্বর ছবির ক্যাপশন ভালো লাগলো

- ওমেশু

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
যান্ত্রিক গোলযোগ ছিল বোধহয়। ঠিক করে দিয়েছি, এবার দেখেন। হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

হিমুু ভাইয়ের লেখাটা বের করে দেওয়ার জন্য ধইন্যবাদ! হাসি

গল্প বাদ দিয়ে খালি ছবি দিয়ে পোস্ট ভাসানোর জন্য কানমলা। শয়তানী হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

এই লেখা এদ্দিন পড়েন নাই, খুকীদি? অ্যাঁ

এমন গদ্য লেখার হাত খুব বেশি বাঙালির নেই।

এই কথাটুকুতে বিন্দুমাত্র অত্যুক্তি নেই। হাসি
এমন লেখা পড়ার পর লিখতে ভয় লাগে। মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মন মাঝি এর ছবি

দারুণ! ফাটাফাটি!! চলুক

আপনারে গুরু মানলাম। সাহস পাইলাম। এবার আপনের দেখাদেখি আমিও একটা লেখা / গল্পহীণ শুধু ছবিওলা পোস্ট দিমু! হা হা....
ডিসেম্বরে শ্রীমঙ্গল আর সন্নিহিত এলাকার টিলা, বন-জঙ্গল, লেক, চা-বাগান, ফল-বাগান, পশুপাখি; দরগা, মন্দির, হাকালুকি হাওর, ইত্যাদি মনের সুখে ২-টা সপ্তাহ ধরে এলোমেলো মাড়ায়ে আসছি। কি লিখবো বুঝতে পারতে ছিলাম না। কিন্তু আপনারে "সাক্ষী" মাইনা, এইবার দিমুনে.... একদম! শয়তানী হাসি

****************************************

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

এই সাক্ষী সেই সাক্ষী নয় চোখ টিপি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

আচ্ছা, কাকচক্ষু জল কাকে বলে?

একজন প্রেমিক কাক, যখন তাহার প্রেমিকা কতৃক ছ্যাকা খাইয়া ভ্যা ভ্যা করিয়া(প্রকৃতপক্ষে ক্যা ক্যা করিয়া) কাঁদিতে থাকে, তখন তাহার চক্ষুযুগল হইতে অবিরল ধারায় জল নির্গত হয়, ইহাকেই বলে কাকচক্ষু জল। মন খারাপ

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হো হো হো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

শাব্দিক এর ছবি

প্রেমিকা কি কাক না মানুষ?

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আলী আহসান মুহম্মদ মুজাহিদুল ইসলাম সেলিমের মতেঃ প্রেমিকা আসলে উৎপাদনের একটি প্রলেতারিয়েত একক। একে কাক বলে অভিহিত করা পশ্চিমা ষড়যন্ত্র। তবে ১৯৮৯ সালের পরে এ নিয়ে নতুন কোনও থিসিস না হওয়ায় এ ব্যাপারে কথা বলা আর মেহনতী মানুষের অধিকারে ভাগ বসানো একই কথা।

প্ল্যানচেটের মাধ্যমে গোলাম আজম জানানঃ প্রেমিকা বলে কিছু নাই, প্রেমিকা মিডিয়ার সৃষ্টি। আর স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র। অবশ্য সাইয়েদ আবুল আ'লা মওদুদীর হেরেম সম্পর্কে তিনি কোনও মন্তব্য করতে রাজী হন নি। সৌদি আরবে কাক পাওয়া যায়না বিধায় কাক হারাম বলেও তিনি জানান।

ডঃ আসিফ নজরুলের মতেঃ প্রেমিকা কাক এটা যেমন ঠিক আবার প্রেমিকা মানুষ এটাও ভুল নয়। তিনি আরও বলেন আসলে প্রেমিকা মানুষ হতে পারে না এটা ঠিক, কিন্তু তাই বলে প্রেমিকা কাক হবে এটা ভুল নাও হতে পারে। মাহমুদুর রহমানের মত প্রেমিকাদেরও বাক-স্বাধীনতা থাকা উচিৎ বলে তিনি জানান। ডেভিড বার্গম্যান প্রসঙ্গ মনে করিয়ে দেয়ায় তিনি কাকের বাক-স্বাধীনতা আছে কিনা এই প্রশ্নকে আদালতে বিচারাধীন দাবী করে পাশ কাটিয়ে যান। তার বিভিন্ন সময়ের প্রেমিকারা কাক নাকি মানুষ- এই সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি "সংবিধানে ৮ টি ক্ষেত্রে বাকস্বাধীনতা রহিত করা হয়েছে" বলে আইনী হুমকি প্রদান করেন।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

শাব্দিক এর ছবি

বুচ্ছি, প্রেমিকাও সুশীল সমাজ। চিন্তিত

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

সমাজ!! অ্যাঁ মানে বহুবচন?? ইয়ে, মানে...
আপনার কি প্রেমিকাদের হেরেম আছে নাকি হে? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আব্দুল গাফফার রনি এর ছবি

ভালু পোস্ট, চুখ জুড়িয়ে যায়।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মজিবুর রহমান  এর ছবি

সাক্ষী ছিল চন্দ্র তারা
একদিন তুমি পড়বে ধরা

বারংবার "টিপিয়াও" কিছু ছবি দেখতে পারলাম না, ( শুধু ২২-৪০ দেখলাম ) ।

যা দেখলাম তাতেই সাধু সাধু গুরু গুরু

মজিবুর রহমান

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সকালে ৩০-৪০ গায়েব হয়ে গেছিল, পরে ঠিক করে দিয়েছিলাম।
এখন তো ১-২২ আমিও দেখতে পাচ্ছি না, মোডুরা একটু দেখবেন?

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রৌঢ় ভাবনা এর ছবি

হ্যাঁ, ফাঁকিবাজির একটা সীমা থাকে! আপনিতো মনে হয় ১ থেকে ২১ নম্বর পর্যন্ত ছবিই দেন নাই! ইয়ে, মানে... বাকি ছবিগুলো দেখলাম। কয়েকটা ছবি দারুণ হয়েছে। হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

না ভাবনা'দা, সবগুলাই ছিল। সকালে উঠে দেখি ৩০-৪০ নাম্বার ক্যাম্নে জানি গায়েব। ওইগুলা আবার একটা একটা কইরা জোড়া দিলাম। এখন দেখি ১-২১ গায়েব, হঠাৎ মাঝে মধ্যে ৮/১৭ নাম্বার দেখা যায়। বাকিগুলা গায়েব। মুশকিল হল ল্যাপটপ অফিসে রাইখা আসছি। ছবির ব্যাকআপ সব ওখানে। পোস্ট ডিলিট কইরা দিব কিনা বুঝতেছিনা। ছবিব্লগ দিলেই সমস্যা হচ্ছে ইদানীং। সাজেকের চমৎকার কিছু ছবি নিয়ে আরেকটা পর্বের ইচ্ছা ছিল। কিন্তু এ অবস্থা থাকলে সম্ভব না। মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

শাব্দিক এর ছবি

প্রকৃত অর্থে ফাঁকিবাজি দুনিয়া। এরপর আবার সকালবেলা উঠে গায়েবি গপ্পো শুরু ফেঁদে বসলেন।
না ভাই, মানা গেল না।

যেগুলি দেখতে পাচ্ছি তাঁর মধ্যে ২৮, ৩২ আর ৩৮ ভাল লাগল বেশি।

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

না রে ভাই, আসলেই গায়েবী কারবার। আর ছবিব্লগ দিমুনা ওঁয়া ওঁয়া

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুলতানা সাদিয়া এর ছবি

দেশের মধ্যেই সুন্দর আর অসুন্দরের বসবাস।
ছবিব্লগ আর প্রেমিকা কাকে বলে ভাল হয়েছে।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

রংতুলি এর ছবি

শুরু থেকে টানা ২১ নম্বর পর্যন্ত ছবি দেখতে পাই না মন খারাপ । পরেরগুলো ভাল লাগলো!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ছুটিতে বাড়ি আসছিরে ভাই, কালকে ঠিক করে দিব মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।