ভাইবারজাদা !!

সাক্ষী সত্যানন্দ এর ছবি
লিখেছেন সাক্ষী সত্যানন্দ [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৪/০২/২০১৫ - ৮:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভারতের রামলীলা ময়দানে, আন্না
ধ্যানে বসে বলে যান- কিছু নাকি চান না!
( এই দেখে ভাইবারে, বাংলার মান্না,
উত্তুরে ফোনে বলে- 'আমাকেও আন না!' )

ঝাঁটা হাতে দিল্লিতে, ফেসবুকে-ওয়ালে,
আপে কাঁপে কংগ্রেস, মোদী আসে গোয়ালে।
তারপর কটা দিন, কটা রাত পোয়ালে,
কেজরিও মেনে নেন- জোর নেই জোয়ালে।

মতিভাই ছেপে দেয়, চিঠি লেখে বান কি,
( বুমবুম, শুনে কারো, খাড়া হয় কান কি? )
সুশীলেরা মাঝরাতে, একই সুরে, গান কি!
কাওরানবাজারেতে, আলুপোড়া খান কি?

এই দেখে মান্নাও, জোর এনে চোয়ালে,
বলে- "এসো মিলে যাই, গলা ধরে গোয়ালে,
টুক করে খুলে নেব সরকারী তোয়ালে,
একলাফে বসে যাব গদিখানা নোয়ালে।"

"টকশোরা এসে মোরে দুধ দিয়ে ধোয়াবে,
খোকাভাই, তুমি শুধু, জনবল ছোঁয়াবে।
ক্যাম্পাসে, দুই-চার, লাশ কাল শোয়াবে।
তারপর, তুমি-আমি, জেগে রব খোয়াবে!"

সকলেই শুনে ফেলে, কে জানে, তা কি ভাবে!
এই দেখে বানী দেয়, সচলের শেহাবে।
আবারো তা বলে যাই, চেপে, হাসি কান্না-
"এক দুর্ঘটনাই, জীবনের মান্না!"


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

মান্নার মান নিয়ে টানাটানি করা ক্যান
শুনেছেন যা কিছু শিগগির চেপে যান!
এই ছড়া দেখে যদি আপনাকে মান্নায়
ধরে নেয়-সত্যিই মরে যাব কান্নায়....... মন খারাপ চোখ টিপি

দেবদ্যুতি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
____________
উল্টেই গেল বুঝি,
পাশার ওই দানটা,
করতোয়া ধুয়ে নিল-
মান্নার মান টা!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

একজনই মান্না, ঐক্যটা ভালো তাই
নাগরিক আছে কি না, সেই খোঁজে কাজ নাই
খোকাবাবু ছিল সাথে সেইদিন ভাইবারে
আজকে মান্নাভাই তারে কোথা পাইবা রে?
বেশ হলো সাক্ষী দা, আপনার ভয় নাই
আরও কিছু ছড়া হোক-মেধার অপচয় নাই হাসি হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

বড়বড় কথা ঝেড়ে,
টকশোটা যেত চালিয়ে।
উত্তর-পাড়া নেড়ে,
মান্নাটা গেলো পালিয়ে!

সেই দুঃখটা ছেড়ে,
ছড়াগুলো নেই চালিয়ে।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

ওরা সবাই টকশো করুক
বলুক গে দূর ছাই
ওসব কথা শুনলে আমার
কেবল ওঠে হাই
একটা কেবল সরেস খবর
শুনতে এখন চাই
মান্নাটা ঠিক কোথায় আছে
বলতে পারো ভাই?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মান্নাটাতো থানায় গেছে
অনেক আগেই ভ্রাতঃ
ডিমটা খাবে পুঁছে-চেঁছে
আসুক কেবল প্রাতঃ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

হাততালি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
______________
ঠাস-ঠাস! দ্রুম-দ্রুম!
ভয়ে বলি- ও মা রে!
হাততালি? তাই বল!
ভেবেছিনু বোমা রে!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

চমৎকার হাততালি

মহাবিশ্বের পরিব্রাজক

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
___________________________
কালরাতে বলে গেছে, জাস্টিন বাইবারে-
কথা বোলো বুঝেশুনে; ট্যাঙ্গো, বা ভাইবারে!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

বাহ-- বাহ--- বাহ---

স্বয়ম

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
______________
বাহ বাহ বলে নাকো,
চুপ করো, এ বেলা।
লাশ ফেলে দেবে তারা,
দুই-চার, ও বেলা!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

"এই কবিতাখানি যদি দেখতো মান্না ,
তাইলে কি চেপে রাখতে পারতো কান-না?"

-------------
রাধাকান্ত

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
________________________
বাচ্চারা, হাউ-মাউ, করে শুধু কান্না।
ভূত নয়, জুজু নয়, এল বুঝি- মান্না!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুমিমা ইয়াসমিন এর ছবি

হা হা হা....
দুর্দান্ত হয়েছে!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
____________________________
কেউ হাসে, কেউ কাঁদে, দুনিয়ার নিয়মে।
তাই বুঝি, মান্নাটা, লাশ খোঁজে কী ওমে?

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অন্যকেউ এর ছবি

হো হো হো হো হো হো গুল্লি

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
_________________
দ্বিমত হব, কাহার সাথে?
গুলির? নাকি হাসি?
টকশোতে ওই সুর ধরেছে-
মান্না ভাইয়ের খাসি!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

হিমু এর ছবি

গুল্লি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
______________
ঘোর কলিকাল এল,
মার্জারেতে ছোঁড়েন গুলি,
মুচকি হাসে, হুলো।

এই রাত্রিবেলা হল,
একটুপরেই, টকশোজাদা,
ছুঁড়বে, গুলি গুলো।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাইদ এর ছবি

গুরু গুরু

ভজহরি মান্না দেঁতো হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
_______________
ভজহরি কাকে বলে?
হরি ভজে যেই জন।
ভজে যেবা নরদেহে,
গায় রাগ সে ইমন।

দুষ্টুটা বলে দেখো-
'জান নেবে', এই পণ,
নরবলি দিতে চায়,
ফাঁকা হাড়ি ঠন ঠন!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

চরম উদাস এর ছবি

এক দুর্ঘটনাই, জীবনের মান্না! হো হো হো হো হো হো

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
______________
উদাসেরা নেই আজ,
সবকিছু চরমে!
টক-শো'তে মান্নাটা,
ঘেমে যায় গরমে।
লাশ চায়, খেয়ে মাথা,
কিবা লাজ-শরমে?
এই দেখে মানবতা,
মরে যায় মরমে।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

চরম উদাস এর ছবি

দেঁতো হাসি

আমিও লিখি -

ধরা খায় মান্না
সুশীলেরা ক্ষেপে বলে
এটা কোন ফান না
ঘুটের পোড়া দেখে
গোবরের কি কান্না!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

_____________
মান্নারা, "লাশ" চায়,
মোরা লিখি ছড়া,
সুশীলের সাথে তাই,
ফাঁকখানা, কড়া!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ত্রিমাত্রিক কবি এর ছবি

জব্বর সাক্ষী ভাই।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
_________________________
কোবিদের ভিড়ে আছে একখানা কবি,
তিন মাত্রায়, সে যে, এঁকে চলে ছবি।
এই দেখে, মান্নাটা, লাশ চায়- খুবই!
তাড়াতাড়ি হেঁকে বলে- উত্তরে পূবই।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

গগন শিরীষ  এর ছবি

ছড়াটা আসলেই দুর্দান্ত হয়েছে!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
_______________
ঘাতক আর নর লড়ে,
তাপ লাগে বারুদে,
টকশো'র জাদাদের,
ধরে ভর, গারদে।

হয়ে যাও সাবধান,
ঐ আসে নারদে।
উত্তাপ বেড়ে চলে,
চড় চড় পারদে।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতন্দ্র প্রহরী এর ছবি

মারাত্মক! চলুক

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
_____________
মার-মার, কাট-কাট,
বলে ফেলে, সুশীলে।
মান্নাটা, কেঁদে কয়-
'মোরে কেন দুষিলে?'

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ইয়াসির আরাফাত এর ছবি

দুর্ধর্ষ গুল্লি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
____________
লাশখেকো মান্নাটা,
ডিম খায় জেলে,
পাশ থেকে কান্নাটা,
চাপে- ব্যাক্কলে!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তাহসিন রেজা এর ছবি

ছড়াটাদুর্দান্তহইছে গুল্লি গুল্লি

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
_________________
মজাক পেয়ে বিলাই করে,
জোড়ায় জোড়ায় গুলি!
মান্না হোথা লালদালানে,
গেলেন- পায়েস পুলি।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তানিম এহসান এর ছবি

বাহ, চমৎকার ছড়া! সিরাম! গুল্লি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
______________
সিরাম মানে কিরাম?
কেইবা জানে ভালো!
"মান্না- মানে কান্না!"
সেই বা'জানে ক'লো!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।