সবুজের মাঝে ছাতাপড়া পচা ঘা’য়ের মত
ছোপ ছোপ সাদা রঙের উদ্ভট নকশা করা
নিষিদ্ধ প্রচ্ছদের আড়াল থেকে-
তৃষ্ণার্ত ছারপোকারা আজ উদ্যত, উদ্ধত।
অসহায় আমি চেয়ে দেখছি-
বিপন্ন স্বদেশের বিবর্ণ প্রচ্ছদ।
প্রথম সংস্করণের শিল্পীরা সকলেই আজ
নিহত অথবা তুলিকাশক্তিরহিত।
আর প্রধান শিল্পী স্বয়ং,
স্বদেশী ছারপোকাদের ক্রমাগত আক্রমনের মুখে,
অবিরত রক্তক্ষরণে নিহত।
অবশিষ্ট শিল্পীদের তুলিতেও
হৃদয় নিংড়ানো রক্ত আজ শুষ্ক প্রায়।
রক্তিম রঙের ক্রমাগত সরবরাহের অভাবে,
প্রচ্ছদের সব রঙ চলে যাচ্ছে ছারপোকাদের পেটে;
তাই প্রচ্ছদের লাল রঙ উবে গিয়ে ফুটে উঠছে-
রক্তলোলুপ ছারপোকাদের,
অন্ধকার বিষ্ঠার খাপছাড়া প্রলেপ।
নির্বাক আমি, অথবা আমরা, চেয়ে দেখছি-
বিপন্ন স্বদেশের বিবর্ণ প্রচ্ছদ।
মন্তব্য
গুডরিডস
বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ
এ আমারই সাড়ে তিন হাত ভূমি
যদি নির্বাসন দাও
আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো
বিষপান করে মরে যাবো
শুভ জন্মদিন, প্রিয় বাংলাদেশ!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
কথা ছিলো একটি পতাকা পেলে
পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে
ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে।
কথা ছিলো একটি পতাকা পেলে
ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে,
বাঁচবে যুদ্ধের শিশু সসন্মানে সাদা দুধে-ভাতে।
বিলম্বিত শুভ জন্মদিন, প্রিয় বাংলাদেশ!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
সোহেল ইমাম
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে — এই বাংলায়
হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;
বিলম্বিত শুভ জন্মদিন, প্রিয় বাংলাদেশ!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ভিক্টোরিয়া পার্কের গীর্জার ঘড়ি,
মুসল্লীর সেজদায় আনত মাথা
নিরপেক্ষ বুলেটের অন্তিম আজানে স্থবির হয়েছে।
বুদ্ধের ক্ষমার মূর্তি ভাঁড়ের মতন
ভ্যাবাচেকা খেয়ে প’ড়ে আছে,
তাঁর মাথার ওপরে
এক ডজন শকুন মৈত্রী মৈত্রী ক’রে
হয়তো বা উঠেছিলো কেঁদে।
বিলম্বিত শুভ জন্মদিন, প্রিয় বাংলাদেশ!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
কথা ছিলো ’আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্টন’,
আমাদের তীর্থ হবে শস্যপূর্ণ ফসলের মাঠ।
অথচ পান্ডুর নগরের অপচ্ছায়া ক্রমশ বাড়ায় বাহু
অমলিন সবুজের দিকে, তরুদের সংসারের দিকে।
জলোচ্ছাসে ভেসে যায় আমাদের ধর্ম আর তীর্থভূমি,
আমাদের বেঁচে থাকা, ক্লান্তিকর আমাদের দৈনন্দিন দিন।
বিলম্বিত শুভ জন্মদিন, প্রিয় বাংলাদেশ!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
যে আশায় বুক বেধেছিলাম একাত্তরে, সে আশা বুকে নিয়েই বাঁচতে চাই, মরতেও চাই।
চুনিয়া নৈরাশ্যবাদী নয়, চুনিয়া তো মনেপ্রাণে
নিশিদিন আশার পিদ্দিম জ্বেলে রাখে।
চুনিয়া বিশ্বাস করে:
শেষাবধি মানুষেরা হিংসা-দ্বেষ ভুলে
পরস্পর সৎপ্রতিবেশী হবে।
বিলম্বিত শুভ জন্মদিন, প্রিয় বাংলাদেশ!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
"আমাদের বেঁচে থাকা, ক্লান্তিকর আমাদের দৈনন্দিন দিন। "
সেটাই
হ
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ফাহমিদুল হান্নান রূপক
ঘুরন্তিস বন্ধ ক্যানে?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
আমাদের শরীরটা নগ্ন শহরের ভাসমান স্বপ্ন হতে পারে , আমাদের কল্পনায় উড়াল সেতু দিয়ে ভেতরের জানালায় পৌঁছে যাওয়া নভোচারীর গল্প আঁকা । হতে পারে ভয়ন্কর দুঃসাধ্য , হতে পারে অসম্ভব , হতে পারে অন্য কিছু ।
আমরা কান্ড দেখায় বেজায় পটু ।
নতুন মন্তব্য করুন