আমি তোমারই তোমারই তোমারই নাম গাই...

সাক্ষী সত্যানন্দ এর ছবি
লিখেছেন সাক্ষী সত্যানন্দ [অতিথি] (তারিখ: শুক্র, ১০/০৩/২০১৭ - ১২:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১। ছিন্ন পাতার সাজাই তরণী

আগে বইমেলা আসত প্রকৃতির নিয়মে। এখনও আসে বৈকি, ক্যালেন্ডারের পাতা উল্টে ফেব্রুয়ারি আসে, তার লেজে আসে বাংলা একাডেমির দায়মুক্তির আয়োজন- বইমেলা। প্রাণের মেলা টেলা ওসব ভুয়া কথা। পেছনের কথা ভুলে যাওয়াই ভাল। মূলস্রোতে আসতে কিংবা ভাসতে না পারা কতিপয় পাগলা দাশু এখনও খ্যাপার মত খুঁজে খুঁজে ফেরে পরশপাথর। খুঁজে কি লাভ, সে তো কবেই ঠন করে ছুঁড়ে ফেলা সাড়া। এখন সময় এগিয়ে কেবলি যাবার, এমনকি পেছন পানে হলেও। “উন্নতি মানে হল ওপরের দিকে পতন!”- কে জানি বলেছিলেন? হুমায়ুন আজাদ?

২। রোদনভরা এ বসন্ত

বসন্ত তো কেবল কোকিলের নয়, কাকেরও। কোকিলের বসন্ত যতটা সুরেলা, কাকেদের তা নয়। কাকেদের বসন্ত আসে কর্কশ সিরিশ কাগজের মতন ঘষতে ঘষতে। হায়, তারা কেন ঘষে সে কি আমরা জানি? বসন্তেই বিদায় ঘটে কতশত প্রাণের। কে বলেছে এটা নবজীবনের ঋতু? রুপকথার ফিনিক্স কিংবা ঝলমলে বাজ ফিনিস্ত জেগে ওঠে কেবল বইয়ের পাতাতেই। বাস্তবের কর্কশ বসন্তে পান্ডুলিপি পুড়ে যায়, ঝরে যায় গাছের পাতা। সেইসাথে কখনও বয়ে যায় একুয়াস হিউমারের ক্ষীণ স্রোতধারা, হায় সেখানে কোনও হিউমারের ছোঁয়া নেই। দিনশেষে সাত দু’গুনে চৌদ্দর চার থাকে, থাকে না ‘উগ্র’ পেনসিল। থেকে যায় রোদন, বছর ঘুরে আসে বসন্ত।

৩। আসমান তুই কাঁদিস কেন অট্টালিকার পাহাড়ে

প্রিয় জায়গা, প্রিয় শহর, প্রিয় রাস্তা, প্রিয় গলি। তবু কি ইঁটকাঠের জন্য মন পোড়ে মানুষের? মন তো পোড়ে ইঁটপাথরের স্তুপে দুপেয়ে মানুষ গুলোর জন্যই। রক্ত মাংসের মানুষ। মায়াভরা মানুষ। পোশাকী কেতায় যতই গম্ভীর থাকুক মূক হয়ে থাকা মুখ, দিনশেষে হাড়পাঁজরার আড়ালে হাঁপিয়ে ওঠে রক্তসঞ্চালনে ক্লান্ত হয়ে ওঠা যন্তরমন্তর। পেছনের স্মৃতিতে ঝাপসা হয়ে আসে মানুষের মুখ। দিনশেষে মানুষের স্মৃতি, হোক সে সুখের কিংবা দুখের, একসময় কি ছাপিয়ে ওঠে মানুষগুলোকেও? মানুষ অদ্ভুত!

৪। দূরে ছুটে চলে রাতের ট্রেন

জীবনের নিয়মে ছুটে চলে জীবন, মাঝে কিছু জীবন কাটা পড়ে মন্থর ট্রামের ধারালো চাকায়। হারায় মানুষ, হারায় স্মৃতি, হারায় স্বপন। একদিন কালিকাপ্রসাদের মৃত্যুসংবাদ চলে আসে অন্তর্জালের ফুটো দিয়ে বিব্রত স্ক্রিনে। চলতিপথে ইয়ারফোনে লুপের মতন বেজে চলে- ‘দেখেছি রূপসাগরে মনের মানুষ...’। নির্বিকার আমরা স্ক্রোল করে চলে যাই পরের খবরে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? কি আসে যায় মন খারাপে? মেঘপিওনের ব্যাগের ভেতর আজ ধুলো ছাড়া কিছু নেই, যা ছিল সে এখন ইনবক্সে। বদলায় দিন, বদলায় মাধ্যম। ট্রেনগুলো গোঁয়ারের মতন ছুটে চলে পরের স্টেশনে। কতশত স্মৃতির শহর পথে পেরিয়ে যায় তার কোনও লগবুক নেই, থাকেনা কিংবা থাকেনি কোনও কালে।

৫। এখন আমার ছুটি হয়েছে মা

কাগজে-ক্যালেন্ডারে ঘরছাড়া প্রায় দেড়যুগ। এবারে ফেরার পালা। কবিরা বলেন চলে যাওয়া মানে নাকি প্রস্থান নয়! ফিরে যাওয়া মানেই কি তবে প্রস্থান? কতটা পথ হারালে তবে নিখোঁজ হওয়া যায়? যেতে যেতে ঠিক কতটাদূর গেলে আর ফিরে আসা যায় না? এমন সময়েই বুঝি কবর থেকে আবুল হাসান ফিসফিসিয়ে ওঠেন- ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহে যাও। ভেতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তো ফলাও!


১০.০৩.১৭
বাংলাদেশ


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

কেন পান্থ হে চঞ্চলতা!

---মোখলেস হোসেন

সাক্ষী সত্যানন্দ এর ছবি

কবিগুরু বলেছেন- “যদি জানতেম, আমার কিসের ব্যাথা...” ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

কি আসে যায় মন খারাপে? তাই ত, কি আসে যায়! তুমি ত তবু সেটা সুন্দর করে লিখতে পারছ! আমি ত ... ...

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

লেখেন না কেন শুনি? চিন্তিত নক্ষত্রের আগুনঝরা রাতে, ফিরে আসুন একলহমা! হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নীড় সন্ধানী এর ছবি

মন খারাপের লেখা হলেও পড়তে ভালো লাগলো

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

কারো চৈত্র মাস, কারো সর্বনাশ! নিষ্ঠুর দুনিয়া! ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সোহেল ইমাম এর ছবি

মন খারাপ

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হুম, গান হোক, বৃষ্টি হোক তবে। হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মাহবুব লীলেন এর ছবি

এই লেখার বিষয় কিতা?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ট্যাগে “আব-জাব” আছে তো! ঐটাই! চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

শামীম এর ছবি

যেই তিনজনের নাম 'গাই' - তাঁরা কারা?

মানুষ অদ্ভুত!

চিন্তিত এইটা সুবিধা নাকি অসুবিধা ....

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

সুবিধা-অসুবিধার পুরো ব্যাপারটাই অদ্ভুত! দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

আপনের প্রেম কি মধ্যগগনে? নাকি সূর্যাস্ত হয়ে গেছে?

এক লহমা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মন মাঝি এর ছবি

লহমাদা, ছোট একটা বিষয়ে আপনার পরামর্শ চাই। অল্প একটু সময় খরচ করতে হবে হয়তো আপনাকে। আপনার অসুবিধে না থাকলে সচলের 'বার্তা' ফিচারের মাধ্যমে মেসেজ দিব?

****************************************

এক লহমা এর ছবি

নিশ্চয়, দিয়ে দিন।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আমার ট্র্যানজিট-ফি কুথায়? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মন মাঝি এর ছবি

এই লন আপনার ট্রানজিট-ফিঃ--

চলুক চলুক চলুক

****************************************

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ট্যাগসমূহ মনোঃসংযোগ সহকারে পড়েন, ভ্রাতঃ। প্রেম-প্রীতি আসিল কোথা হইতে? অ্যাঁ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

আমিও তাই বলি। প্রেম নিয়ে কোন প্রশ্ন নাই। তবে সন্দেহ হচ্ছে, এই লেখা ভীতিপ্রধান রাগে রচিত।
--মোখলেস হোসেন

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

ট্যাগসমূহ এবং কন্টেন্ট পুনঃ পুনঃ মনোঃসংযোগ সহকারে পড়িলাম। আচ্ছা ভ্রাতঃ, আপনের প্রেম কি এখন মধ্যগগনে অবস্থান করছে? নাকি তার সূর্যাস্ত হয়ে গেছে? চিন্তিত

মন মাঝি এর ছবি

একদম ছাই দিয়ে চেপে ধরেন আব্দুল্লাহ ভাই। পিছলাইবে কোথায়? কোথা হইতে কি আসিল কিভাবে আসিল - সকলই বাহির হইয়া যাইবে!
গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

****************************************

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

শয়তানী হাসি শয়তানী হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

কস্কি মমিন!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

আয়হায় রে! বিজ্ঞান নিয়ে চমৎকার হৈ হৈ করে লিখতো পোলাটা, তারে শেষমেশ বিষন্নতার ভূতে পাইলো। আব্দুল্লাহ ভাইয়ের প্রশ্নের সোজা সাপ্টা জবাব না দিয়ে প্যাচানির জন্য নিন্দাবাদ জানাচ্ছি। আরো লিখেন ভ্রাত।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

বিজ্ঞান ভালু জিনিস না তো। শাপলাবাবারা যেকোনদিন বিজ্ঞান নিষিদ্ধের দাবি জানায়ে বসতে পারে। তাঁর চেয়ে আগেভাগেই অভ্যাস করি। কবিগুরু বলেছেনঃ “ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা”।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।