একজন সুখী মানুষ

শাহেনশাহ সিমন এর ছবি
লিখেছেন শাহেনশাহ সিমন (তারিখ: মঙ্গল, ৩১/০৩/২০০৯ - ১:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ডেস্কটপের দিকে তাকায় আছি। একপাশে ফাইল-কাগজের ছড়াছড়ি। জবুথবু হয়ে বসে প্রতিদিন ৫/৬ ঘন্টা অতিবাহিত হয়েযায়। ফরোয়ার্ডেড মেইল মারফৎ জানছিলাম একবার যে জেলখানা অফিস কিউবিকল হইতে উত্তম। আমিও তাই বলি। কিন্তুক..লাইন ধরে সাজানো ফাইল, সর্বদা খোলা আউটলুক, কোন টুং শব্দ হলেই ঝাপায় পড়া ইনবক্সে। সবকিছুই ক্যামনজানি হলদেটে এখন। জন্ডিস রোগীদের মত দুর্বল সমস্ত প্রচেষ্টা। মাসকয়েক আগেও আটজনের এই স্পেসে পনেরজন গাদাগাদি করে বসে কাধে-পায়ে-হাতে ডিভাইস রেখে কাজ করা-আড্ডা মারা-সন্ধ্যায় শীষ দিতে দিতে সিয়েঞ্জি বা বাস; সুখী ই ছিলাম! বসে বসে পিসে টিপছি, স্পেস, টাওয়ার রেন্ট, পিআর এ আমি বস্‌- র‌্যাট রেস এ আমি-ই প্রথম, আমি সহি বলে চিৎকার! আজো একজনের প্রস্থান "your service was satisfactory but no longer required". সান্তনা দেয়া, একসাথে হবো আবার, টেনশন আমাদের ও যদি হয়!! অফিসের সামনের রেস্তোরাঁটা আজ সন্ধ্যা থেকে বন্ধ হয়ে যাবে। অনেক আড্ডা এখানেও হতো।

উইকএন্ডে বেশ সুখী থাকি আজকাল। যাক! সপ্তাহ/মাস তো পার হলো! কাজ না থাকুক, কজ বের করে নিবো। বন্ধুর অবর্তমানে আড্ডা হবেনা, MSN দিয়ে পোষানো যাবে চোখ এড়ায়ে। Dynamism মানে আরশোলা হও, টিকে থাকো। চালায় যাইতে হবে বন্ধু; দৌড়ে যেতে হবে। এতেই হয়তো বড় কোন সুখ নিহিত। সুখেই আছি বন্ধু, সুখেই আছি!

************************
শাহেনশাহ সিমন


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

সুখেই আছি বন্ধু, সুখেই আছি!

হাজার ঝড়-ঝঞ্জায়ও সুখি থাকতে হবে। সুখে থাকাটাই বড় কথা হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শাহেনশাহ সিমন এর ছবি

প্রচেষ্টা চলছে।
***************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

পান্থ রহমান রেজা এর ছবি

আজকাল অতো বেশি ভাবি না, জীবন যেমন চলছে চলুক, ড্যাম কেয়ার। চাকরি আছে কি নাই, নো পরোয়া। কথায় বলে এক প্যাট কুত্তায়ও চালায়। তো, আসুন দলে দলে সুখী মানুষ হয়ে যাই। দেঁতো হাসি
তা বস, আপনি কোনো পিআর/অ্যাড ফার্মে আছেন নাকি? লেখার মাঝে পিআর কথাটির উল্লেখ্য দেখে জিজ্ঞেস করা। নাকি, এই পিআর বলতে ব্যক্তিগত পিআর অর্থেই বুঝিয়েছেন।

শাহেনশাহ সিমন এর ছবি

না বস, কোন এজেন্সিতে না। মোবাইল অপারেটরের জিওআর (গভঃ ও আন্তঃযোগাযোগ) এ আছি। এখানের পিআর অন্য অপারেটর, রেগুলেটরি বডি, সরকারী বিভিন্ন কুতুব, উচ্চপদস্থ দালাল ইত্যাদি ইত্যাদি। চোখ টিপি
***************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

পরিবর্তনশীল এর ছবি

আসলেই সুখী মানুষ আপনি। লেখা অন্তত তা-ই বলে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

শাহেনশাহ সিমন এর ছবি

তাই তাই? আমার ও তাই মনে হয় মন খারাপ
***************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মুশফিকা মুমু এর ছবি

আবার অফিসে বসে সচলে লিখেন নি তো, ধরা পরলে কিন্তু......

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

শাহেনশাহ সিমন এর ছবি

কস্ট কাটিঙের যুগে কী কেউ এসব ফ্যাসিলিটি নিজের পয়সায় ব্যবহার করে নাকী? চোখ টিপি
***************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

রায়হান আবীর এর ছবি

ভালো লাগলো লেখাটা ...

শাহেনশাহ সিমন এর ছবি

ধন্যবাদ হাসি
***************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নজমুল আলবাব এর ছবি

আগে বাড়ো বেটা। নো মন খারাপি।

ভুল সময়ের মর্মাহত বাউল

শাহেনশাহ সিমন এর ছবি

মন খারাপ না অপুভাই, দুশ্চিন্তা! আর আগে বাড়া; নিজে আগে বাড়তে না পারলে আপনে তো টানবেন ই দেঁতো হাসি
***************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নজমুল আলবাব এর ছবি

কি কইলি!
তোরে টানুম আমি!
সচলের যারা যারা তোরে দেখছে, দেখছে আমারে
তারা এই দৃশ্যটা কল্পনা করে এখন কেমন গড়াগড়ি
খাইতাছে একবার চিন্তা করতো...

ভুল সময়ের মর্মাহত বাউল

শাহেনশাহ সিমন এর ছবি


***************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সুখে থাকেন, সুখে রাখেন। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

শাহেনশাহ সিমন এর ছবি

হাসি
***************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

রণদীপম বসু এর ছবি

কিন্তু আমি যে কিছুই বুঝলাম না !!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শাহেনশাহ সিমন এর ছবি

আমিও বুঝতে পারতেছিনা ইয়ে, মানে...
***************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নিবিড় এর ছবি

ভাল লাগল লেখাটা


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

শাহেনশাহ সিমন এর ছবি

ধন্যবাদ
***************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতন্দ্র প্রহরী এর ছবি

অবশেষে তাহলে লিখলেন। সুস্বাগতম, শাহেনশাহ্ ভাই। ভাল লাগল পিচ্চি লেখাটা। নিয়মিত লিখতে থাকেন।

শাহেনশাহ সিমন এর ছবি

ধইন্যাপাতা বিডিআর ভাই। চেস্টা কর্বো নিয়মিত হতে হাসি
***************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ফিগারের তুলনায় লেখাটা ছোটো হইলো, কিন্তু ওজন আছে... চালায়া যান...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শাহেনশাহ সিমন এর ছবি

একেই কী পর্বতের মূষিকপ্রসব বলে? চিন্তিত
***************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

স্বপ্নাহত এর ছবি

চলুক

---------------------------------

তাও তো ভারী লেজ উঁচিয়ে পুটুশ পাটুশ চাও!

---------------------------------

বাঁইচ্যা আছি

শাহেনশাহ সিমন এর ছবি

হাসি
***************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অভ্রনীল এর ছবি

... বুঝি নাই চিন্তিত

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

কোনটা?

অতিথি লেখক এর ছবি

চলুক

ভালো থাকুন।

-----------------------
কামরুজ্জামান পলাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।