হঠাৎ করেই

শাহেনশাহ সিমন এর ছবি
লিখেছেন শাহেনশাহ সিমন (তারিখ: মঙ্গল, ০৭/০৪/২০০৯ - ১২:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নচিকেতার অনির্বান-২ গানটা বেশ পছন্দের। প্রায়ই গুনগুন করি, এককালে ভাবতাম অনির্বান হবো; ছোটবেলার সমাজ বদলানোর মত ফ্যান্টাসি। 'পায়ে পায়ে হেটে যাবো, মানুষেতে মিশে যাবো.....' আজো নস্টালজিক হই এ গানটা শুনলে! একটা গান কিভাবেই না শেকল ভাঙতে উদ্দীপ্ত করে। এখন আর অনির্বান হতে সাহস হয় না, আর মুখে বলি, ইচ্ছে হয় না।

ছোটবেলায় আব্বুর কাছে গল্প শুনতাম। মাঝে মাঝেই আব্বুর গল্পগুলো কেমনজানি হয়ে যেত, মনে হত তিনিই গল্পের নায়ক! নিজেই বুঝি গুলি করছেন, বৃষ্টিতে ভিজছেন, বন্ধুর গুলি খাওয়া শরীর নিজের কাঁধে নিয়ে দৌড়াচ্ছেন। যেটাকে ভাবতাম বেড-টাইম স্টোরি, একটু বড় হয়েই বুঝলাম, ওটা আসলে ছিল আব্বুর সবচাইতে গর্বের সময়। অনির্বান গানটা না শুনেও উনি শেকল ভাঙার জন্য খেটেছিলেন। এখন আর আব্বুকে আগের মত গল্প করতে শুনি না তাঁর সেই সময় নিয়ে। হতাশাই কী? কে জানে!

ছোটবেলায় বড়ই আজিব স্বভাব ছিল আমার। নতুন কিছু পেলে হাতছাড়া করতাম না, একটু পর পর দ্যাখা, কোনো দাগ লাগলো নাতো, পুরান হয়ে গেলো নাতো...... হাস্যকর অভ্যাসটা কাল আবার চাগিয়ে উঠলো 'একাত্তরের চিঠি' হাতে পেয়ে। গ্লসি পেপারের বইটা কাছছাড়া না করা, শুকে শুকে নতুন বইয়ের অন্যরকম গন্ধ নেয়া, সম্পাদিত চিঠির উপরে আসল চিঠির পাঠোদ্ধার করার চেষ্টা...

২/৩টা চিঠি পড়ার পড়েই কেমন যেন বুকমোচড়ানো অনুভূতি হয়, চোখটা জ্বালা করে। অথচ সব সাধারন কথাতেই তো ভরপুর... 'মা, তুমি যেতে দিবা না, তাই না বলে চলে যাচ্ছি' বা 'দেশের সংকটময় মূহুর্তে বসে থাকতে পারি না'...। চোখজ্বালাটা পানি হয়ে কমে গেল 'জীবনে বহু অপরাধ করেছি। কিন্তু আপনি ক্ষমা করেছেন। এবারও আপনি ক্ষমা করবেন, এ আশাই আমি করি।' এটুকু পড়ে। ক্লাস টেনের ডানপিটে ছেলেটা বোঝেনি, বাবা-মায়েরা কেন জানি রাগ করে থাকতে পারেননা, সবসময়ই ক্ষমা করে দেন।

আজ রাতে একসাথে খাবার টেবিলে চুপচাপ বসে ছিলাম। একটু পর পর আব্বুর দিকে তাকাই, ইচ্ছে হয় বলি- আব্বু আবার বলোনা তোমার গল্পগুলো, অনেকদিন শুনি না। অনেকদিনের অনভ্যাসতো, তাই আমার শেকল ভাঙার গল্পটা শোনা হয় না।

****************
শাহেনশাহ সিমন


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

মন খারাপ করা লেখা।

"একাত্তরের চিঠি" পড়ি নি, পুরো বইটার বা এমন কি কোনো সংক্ষেপসারের কোনো লিঙ্ক আছে? সুযোগ মতো কিনবো, কিন্তু আপাততঃ এ ছাড়া পড়ার কোনো উপায়ও তো জানা নেই।

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ লেখা চলুক

দ্বিতীয় প্যারাটা পড়তে গিয়ে 'বিগ ফিশ' সিনেমার কথা মনে পড়ল। দেখসেন নাকি?

'একাত্তরের চিঠি' এখনো কেনা হয়নি। কিনতে হবে। আর শেষ প্যারাটা খুব আপন মনে হলো।

শাহেনশাহ সিমন এর ছবি

'বিগ ফিশ' আমার 'ফ্যাভারেট' মুভিগুলার মধ্যে এক্টা বস। লেখা ভাল্লাগসে এই জন্য ধন্যবাদ।

**************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হুম... বইটা এখনো দেখা হয় নাই... পড়বো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

লুৎফুল আরেফীন এর ছবি

বইটার লিঙ্ক থাকলে কেউ দিয়েন। লেখাটা ভালো লেগেছে।
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

আলাভোলা এর ছবি

মন খারাপ করা লেখা চলুক

বইটা এখানে পাবেন।

মূলত পাঠক এর ছবি

অনেক ধন্যবাদ, আলাভোলা।

শাহেনশাহ সিমন এর ছবি

ধন্যবাদ সবাইকে। নাহ কোন লিঙ্ক এখনো জানা নাই।

**************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

পান্থ রহমান রেজা এর ছবি

হুমম! বইটা এখনো সংগ্রহ করা হয়নি। আজিজে গেলে কিনবো। কিন্তু যাওয়াই হচ্ছে না।

নজমুল আলবাব এর ছবি

তুইতো ভালোই লিখতে পারোস। এদ্দিন তাইলে গাইগুই করলি ক্যা?

----------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

শাহেনশাহ সিমন এর ছবি

বকা দ্যান ক্যানু? দেঁতো হাসি
*************
শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নিবিড় এর ছবি

চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতিথি লেখক এর ছবি

চলুক

---------------
কামরুজ্জামান পলাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।