• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

শিরোনামহীন একজনের জন্য

শাহেনশাহ সিমন এর ছবি
লিখেছেন শাহেনশাহ সিমন (তারিখ: শুক্র, ০৮/০৫/২০০৯ - ৩:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হাসপাতাল থেকে বাড়ি ফিরছি। রাত প্রায় পৌনে এগারটা। গ্যাস স্টেশনে সিয়েন্জি নেয়ার জন্য গাড়ি থামালো বড় ভাই। পোশাক ও আচরনে আধুনিক এক আধুনিকার দিকে এনকিদু'র মত মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকি! অকস্মাৎ পিঠে চাপড় আর নয় বছর পরে দেখা সাবেক এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে। বন্ধু তার জিয়েফের সাথে পরিচয় করায় দিল। হায়! বৃথাই ছিল সে দৃষ্টিপাত!

এ গল্পটা এ হতাশার গল্প নয়।

রাতে ফেসবুকে এনকিদু চ্যাটে নক করল। তাঁর রক্ত ধনাত্নক ও। এবং সে রক্ত দেয়াকে তাঁর নাগরিক দায়িত্ব মনে করে। সামাজিক কারনে সৃষ্ট কোন ব্যাধি তাঁর নাই এবং মাত্র দু'টো দোষে সে দোষী, যার একটিকে সে কোন দোষ মনে করেনা। অন্যটি ধূমপান। তাঁর রক্তে দাবি জানিয়ে কথা পাকা করে ঘুমাতে গেলাম।

এনকিদু একজন ভালোমানুষ। স্বপ্নবাজ। ভালো ইলাস্ট্রেশন করে, ল্যাখে, সফটওয়্যার বানায়, মুভি বানানোর স্বপ্ন দ্যাখে কিন্তু নায়িকা পায় না এমন বহুমূত্র মানে মাত্রিক প্রতিভার অধিকারী সে। কিন্তু এ পোস্ট তাকে নিয়েও নয়।

ভোরে ঘুম থেকে উঠে রেডি হওয়া প্রচন্ড পেইনফুল। কিন্তু ভাইয়ার আগামী কয়েক বছরের পেইন আর আমার প্রমোশনের উত্তেজনার কাছে ওটা কিছুই না! ভুলে যাওয়া আজানের বাক্যে শান দিতে দিতে নাশতা। আমার বড়ভাইজানকে ঘুম থেকে তুলে হাসপাতালে রওনা। আর ব্লাড ডোনারদের ফোন। এনকিদু ছাড়া বাকীরা ফোন ধরলো। তাদের চলে আসতে বল্লাম।

একবার এদিক দৌড়াই, অন্যদিক থেকে লাইভ আপডেট জানানো। আব্বু-আম্মুর ফোন একটু পরপরই। "না এখনো হয়নাই, কী হবে তাও জানায় নাই ভাই।" "হয়ত রক্ত লাগবে না, কিন্তু তাও থাক দোস্ত" বা "পানি আর ন্যাপকিন-টা দেখতে কেমন?" ডাক্তারের জবাব, পানি বোতলে পাবেন আর নয়াপকিন ফার্মাসিতে....প্রচন্ড উত্তেজনার মাঝে কেটে গেলো তিন ঘন্টা!

পোস্ট এই বিষয়ক। আমার ভাইস্তা জন্মানোর সময়ের ঘটনা। অনেকদিনের প্রতীক্ষা, সে সময়ের উৎকন্ঠা আর বর্তমানের চরমানন্দের ফলাফল হলো এ যাচ্ছেতাই পোস্ট।

OT'র দরজা একেকবার খুলে আর আব্বার বেয়াই লাফায় ওঠে। হয়ত তার মেয়েরটাই ডাউনলোড হইছে! বেচারার ভাগ্য! যখন নার্স এসে আমাদের পিচ্চিটাকে দেখাল....তিনি হাওয়া! আহ্‌। সে কী আনন্দ! ছোট্ট তুলতুলে এক মানুষ, এমন জোর তার গলায়! আমার তো তারচেয়ে জোরে গলা ছোটাতে হবে আজানের জন্য! গলাটা শালার এসময়েই বুজে আসে ক্যান! মোবাইল খুলে টেক্সট করলামঃ 'আমি চাচা হইছি! It's a healthy boy!'

auto

এখন বসে কান্নাকাটি দেখছি।

এ অনুভূতিও স্বর্গীয়!

auto


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

নবজাতকের জন্য শুভকামনা...

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ধন্যবাদ (হাসি)

এনকিদু এর ছবি

এনকিদু একজন ভালোমানুষ। স্বপ্নবাজ।

সেই রাতে একটা ভাল স্বপ্ন দেখেছিলাম, তাই ঘুমটা ভাঙ্গতে দেরি হয়ে গেল :p

লেখা পড়ে মনে হচ্ছে, সচলদের মধ্যে একমাত্র আমারই উপস্থিত থাকার সৌভাগ্য হতে পারত, কিন্তু স্বপ্নবাজি করতে গিয়ে সেই সুযোগ হারিয়েছি ।

ভাইস্তার এবং ভাই ভাবীর জন্য শুভ কামনা রইল ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

সেই রাতে একটা ভাল স্বপ্ন দেখেছিলাম, তাই ঘুমটা ভাঙ্গতে দেরি হয়ে গেল

স্বপ্নটা কি 'সামাজিক মুভি' সংক্রান্ত? (চিন্তিত)

লুৎফুল আরেফীন এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা নবজাতকের জন্য। আপনাকেও অভিনন্দন চাচা হবার জন্য!

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ধন্যবাদ (হাসি)

ইশতিয়াক রউফ এর ছবি

অনেক অনেক অভিনন্দন!

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ধন্যবাদ (হাসি)

আকতার আহমেদ এর ছবি

আপনাকে বিশাল অভিনন্দন!
আর অনেক শুভ কামনা পুচকি ও তার বাবা-মা'র জন্য!

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

হেহে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অভিনন্দন। সেইসাথে এরকম লাইভ লেখাও চাই।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ধন্যবাদ পিপিদা। লাইভ ঘটনার উপর লাইভ লেখা দেবার আশা রাখি :D

নজমুল আলবাব এর ছবি

পরমশন পেয়ে আপনি কোথায় উঠলেন জনাব? এখন থেকে কি আপনি আমাদের বড়োভাই?

শিশুটা তোর মতো ভোম্বল হবে না, এই দোয়া করি।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

আমি তো সমবয়সীদের ব্যাপারে বলছি। বিগত শতাব্দীতে যারা ভোটার ছিল, সেই গ্র্যান্ডপা (রা) তো এ লিস্টে নাই :D।

শিশুটা যথেষ্টই ভোম্বল অপুভাই, ৮ পাউন্ডের উপ্রে!! ;)

পলাশ দত্ত এর ছবি

মশাই, আনন্দের মাঝখানে ছোট একটা ফুটনোট : আপনি যখন 'চাচা' থেকে 'বাবা' হবেন তখন বুঝবেন আনন্দের সঙ্গেসঙ্গে আর কী আসে ;)

অনেক অনেক অনেক অভিনন্দন আর শুভকামনা নতুন মা-বাবার জন্য।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

বাবা হওয়ার সাথে সাথে আসার চেয়ে ভাইয়ের যাইতাছেই বেশী; রাতের ঘুম, দৌড়ানি ইত্যাদি। তাই নিজে বাবা হওয়ার আগে 'শুড়ওয়ালা বাবা' হওয়ার আনন্দটা জম্পেশ উপভোগ করে নেই পলাশদা। ;)

সুহান রিজওয়ান এর ছবি

চাচাকে অভিনন্দন...
আকীকা'র দাওয়াত পাচ্ছি কবে ??

---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

প্ল্যানিং চলছে। (হাসি)

সুহান রিজওয়ান এর ছবি

চাচাকে অভিনন্দন...
আকীকা'র দাওয়াত পাচ্ছি কবে ??

---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

যাহ্ বাবা, অভিনন্দন
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

তাই তো কই, 'আমি চাচা হইছি' মোবাইল ম্যাসেজটাতে এতো তেজ ক্যান !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শাহেনশাহ সিমন এর ছবি

তেজপাতার মত তেজী?

_________________
ঝাউবনে লুকোনো যায় না

রানা মেহের এর ছবি

ওরেবাবা
পিচ্চির হা করা দেখে তো মনে হচ্ছে
কান্নাকাটি করে পৃথিবী মাথায় নিয়ে নিচ্ছে

অভিনন্দন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

শাহেনশাহ সিমন এর ছবি

এখন কান্নাকাটি'র ফ্রিকোয়েন্সি কমেছে। ধন্যবাদ

_________________
ঝাউবনে লুকোনো যায় না

আহমেদুর রশীদ এর ছবি

জন্ম মাত্র তার সুতীব্র চিৎকার-পৃথিবীর সরাো জন্জাল......

আমিো প্রথমে চাচা,তারপর বাবা হইছি। আপনার জ্যাম ছুটতেছে।
হায়,আমরা সবাই যদি আবার শিশু হতে পারতাম!

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

শাহেনশাহ সিমন এর ছবি

হায়,আমরা সবাই যদি আবার শিশু হতে পারতাম!

এ আফসোসের কারনেই হয়তো এত স্নেহ থাকে!

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতিথি লেখক এর ছবি

নতুন অতিথিকে জানাই সুস্বাগতম ডজনখানেক আনন্দ আর কিছুটা ঝুট-ঝামেলার হাজার বছরের এই পৃথিবীতে।
প্রত্যাশা - সাফল্যের ফসল ফলবে উর্বর মুহূর্তে তৈরি সময়ে।
জুয়েইরিযাহ মউ

শাহেনশাহ সিমন এর ছবি

(হাসি)

_________________
ঝাউবনে লুকোনো যায় না

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

সর্বনাশ! এই ভাতিজা দেখি গুরুদেবের সাথে একই দিনে জন্মাইছে!! এযে সময়ে বিরাট একটা কিছু হবে তাতে সন্দেহ নাই।

এই ভাতিজার শুঁড়ওয়ালা বাবা, শুঁড়ছাড়া বাবা, সিঙ্গেল মা, ডবল মা, জোড়া কাটারী...... এমন আরো যারা সৌভাগ্যবান আছেন সবাইকে অভিনন্দন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

শাহেনশাহ সিমন এর ছবি

আর বিরাট বইলেন না, তাইলে 'হাল্ক' সাইজ হয়ে যাবে ;)

_________________
ঝাউবনে লুকোনো যায় না

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এই ভাতিজার শুঁড়ওয়ালা বাবার যা সাইজ তাতে সে যে তাকেও ছাড়িয়ে যেতে পারে তাতে আর সন্দেহ কী?



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ধুসর গোধূলি এর ছবি

- ভাই, কী আর কমু! এই একটু আগে বাড়িতে ফোন করে ভাস্তির হাউকাউ শুনলাম। প্রথমে সে কোনো কথাই বলে নাই। তারপর আম্মার অত্যাচারে অতিষ্ঠ হয়ে শুরু করলো গগনবিদারী চিৎকার। এইটাই নাকি তার কথা বলার ভাষা। পুলাপাইনের মিহি গলায় কানের কূহর ফাটাইন্যা চিৎকার শুনলে আমার মেজাজ কোনো কালেই ঠিক থাকে নাই। কিন্তু আজকা দেখলাম পুরা ঘটনা ভিন্ন। মোবাইলটারে আরও জাইত্যা পারলে কানের ভিতরে ঢুকায়া ফেলি। কোনো কিছুই বুঝিনা, তাও মনে হয় ঐ পিচ্চি আমারে উদ্দেশ্য করে পেঁ পোঁ করতেছে। ভাইরে, থাকুম না আর এই বালের দেশে। যামুগা, এই পিচ্চি হামাগুড়ি দিতে শুরু করার আগেই তার হাউকাউ লাইভ শোনার লোভ হৈতাছে সেই তখন থাইকা। :)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

হাহাহাহা। ভাই, এটা আসলেই অদ্ভুত এক অভিজ্ঞতা! পারলে হাউকাউ লাইভ দেখতে চলে যান, এসব মিস করলে ক্যামনজানি লাগে!

তানবীরা এর ছবি

সিমন, ডাউলনোড সার্থক হইছে জেনে আপনাদের পুরো পরিবারকে অভিনন্দন। শিরোনাম জানার অপেক্ষায় রইলাম। নবজাতকের সুস্বাস্থ্য কামনা করছি। এরপর যেনো একজন ভাতিজির চাচা হোন তার অগ্রিম শুভেচ্ছা রইল

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

আপনাকেও ধন্যবাদ তানবীরা। শিরোনাম ঠিক হয়েছে "আবতাহী রায়াৎ"। সবার শুভকামনায় অবশ্যই সে সুস্থ ও সুন্দর থাকবে। আর প্রত্যাশা আমাদের ও রয়েছে, বাকি সবই তাঁর ছলনা!

অতন্দ্র প্রহরী এর ছবি

অভিনন্দন, শাহেনশাহ ভাই।

তা, হয়ে যাক একদিন 'বাবুর্চি'তে, কী বলেন? ;-)

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

এই শুক্কুরবারে তো হচ্ছিল-ই; আপনিই তো ছিলেন না। :D

পান্থ রহমান রেজা এর ছবি

অনেক অভিনন্দন লম্বু ভাইয়া।
পিচ্চি'র জন্য অনেক অনেক শুভ কামনা।

দ্রোহী এর ছবি

অভিনন্দন কাকা!

শাহেনশাহ সিমন এর ছবি

(হাসি)

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।