• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

দেড় মিনিট

শাহেনশাহ সিমন এর ছবি
লিখেছেন শাহেনশাহ সিমন (তারিখ: শুক্র, ২২/০৫/২০০৯ - ৬:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

১।
অত্যাধুনিক মোবাইলে কথা বলতে বলতে রাস্তায় হাটছে কুশল। অন্যান্য দিনের মতো আজকে বাড়ি ফেরার তাড়াহুড়ো নেই। তাই গাড়ি ছেড়ে একটু কায়িক শ্রম করা। বৃহস্পতিবারে ওয়েস্ট ইন্‌ -এ ভালুকভক্ষণে যায় সে। আজ রুটিনের ব্যত্যয় ঘটছে অবশ্য। আহমুদা, তাঁর অফিসের সুন্দরী কলিগ-কে নিয়ে ডিনারে যেতে হবে। 'শালী, একগাদা টাকা খসিয়ে নিবি'! মনে গালি কিন্তু মুখে মধু ঝরিয়ে হাসছে। তাঁর নতুন বান্ধবী শাকিলা খুবই উইটি। উইটি'র বাংলা যেন কী? মনে পড়ছে না কুশলের। 'হ্যা, তারপর আমরা পড়েই থাকলাম...... হাহাহা'। শাকিলা আসলেই অনেক মজার মেয়ে!

২।
'তুমি কি জানো, তোমার জন্য আমার প্রতিরাতে ৫০০ টাকার জরিমানা হতে পারে।' কুশল দুষ্টু হাসি দিয়ে বল্‌ল আহমুদাকে।

'কেন? কী করো প্রতিরাতে?' কুশলের কথা বুঝতে পেরেই হয়তো আহমুদার চোখে অন্যরকম ঝিলিক দেখল কুশল। হাতের জলপাই ডোবানো স্যাফায়ার মার্টিনীতে চুমুক দিল একবার।

'বাংলাদেশের আইনে আছে, হস্তমৈথুন করলে ৫০০ টাকা জরিমানা।' খুব সিরিয়াস ভঙ্গিতে বল্‌ল কুশল।

'যাহ্‌! তুমি অনেক দুষ্টু!' খিলখিল হাসিতে শরীর দুলিয়ে বল্‌ল আহমুদা। কুশল একদৃষ্টিতে দোলন্ত শরীরের দিকে চেয়ে থাকে।

'দুষ্টু বইকি। রস আমার বড় পছন্দের। নয়তো লাইফতো ছিবড়ানো আখের ছোবড়ার মত হয়ে যাবে। তোমার কী মত?'

৩।
রাত অনেক হয়েছে। প্রায় তিনটা বাজে। আহমুদার শরীরের মিষ্টি গন্ধটা এখনো নাকে লেগে আছে! মোবাইলে তাকালো। পাঁচটা মিসকল। নিশ্চয়ই লাবীবা। লাবীবা কুশলের বেশ পুরানো বান্ধবী। কোন এক ইংরেজি মিডিয়ামে পড়ে, এবার জুনে এ'স দিবে। ফোন দিলো।

'ঘুমাচ্ছিলে? আমার খুব নার্ভাস লাগছে, সামনে পরীক্ষা। পড়তে গেলেই কেমনজানি লাগে!'

'এত্তো টেনশন করো কেন? তুমি সারা জীবন জাতের মানে ষ্ট্যান্ডার্ড ক্লাসে ছিলে। ভয়ের কী আছে? টেনশন নিয়ো না, ঠিকমত পড়, আর একদম-ই নার্ভাস হবা না; ঠিক হ্যায়?'

'হুম। তুমি সারাদিন ঠিকমত ছিলেতো? (কিছুক্ষণ নীরবতা) এখন রাখি। ভালো থেকো।'

৪।
দেড় মিনিট। মাত্র দেড় মিনিট! এ সময়টুকুই কুশলের প্রাপ্তি। ভেজালের ভিড়ে এমন শুদ্ধ ভালবাসা ক'জন পায়? নাহয় হলোই বা এর ব্যপ্তি মাত্র দেড় মিনিট!


মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

"দেড় মিনিট। মাত্র দেড় মিনিট! এ সময়টুকুই কুশলের প্রাপ্তি। ভেজালের ভিড়ে এমন শুদ্ধ ভালবাসা ক'জন পায়? নাহয় হলোই বা এর ব্যপ্তি মাত্র দেড় মিনিট!"
মোর দ্যান এনাফ।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

শাহেনশাহ সিমন এর ছবি

মোর দ্যান এনাফ।

(জাঝা)

_________________
ঝাউবনে লুকোনো যায় না

দ্রোহী এর ছবি

আহমুদা নামটা আগে কখনো শুনিনি!

অতন্দ্র প্রহরী এর ছবি

আমিও না। :-p

শাহেনশাহ সিমন এর ছবি

আমিও বৃহস্পতিবারেই শুনলাম। :P

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতন্দ্র প্রহরী এর ছবি

আহমুদা, শাকিলা... কুশল বিশুদ্ধ ভালবাসার ধার ধারে বলে তো মনে হয় না! :-?

দ্রোহী এর ছবি

"বিশুদ্ধ ভালুবাসা" জিনিসটা কী?

অতন্দ্র প্রহরী এর ছবি

কঠিন প্রশ্ন। :-s

তারচেয়ে চলেন অপেক্ষা করি 'শুদ্ধ ভালবাসা'র প্রবর্তক জনাব শাহেনশাহ সিমনের ব্যাখ্যার জন্য :-D

শাহেনশাহ সিমন এর ছবি

যে ভালবাসা সরলরেখা ব্যতীত অন্য কোন shape অর্থাৎ ত্রিভুজ/ চতুর্ভুজ - এ মোড় নেয় না, তাহাই শুদ্ধ ভালবাসা।

বিশুদ্ধ ভালবাসা বিডিআর ভাইয়ের দেয়া কনসেপ্ট উনি-ই ভাল বলতে পারবেন উনার অভিজ্ঞতা থেকে :p

_________________
ঝাউবনে লুকোনো যায় না

শাহেনশাহ সিমন এর ছবি

পাইলে ভাল, না পাইলে বিকল্প আরো ভাল; এই নীতিতে বিশ্বাসী হয়ত। তয় কুশলের আগে '...' এর কী স্বার্থকতা (চিন্তিত)

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতন্দ্র প্রহরী এর ছবি

কোনোই সার্থকতা নাই ;-)

এইবার ঝেড়ে কাশেন তো! বলেন কার জীবনের কাহিনি তুলে দিলেন :-p

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

এটা তো আর এভাবে বলাটা ঠিক হবেনা। কুইকবাইটে এ ব্যাপারে বিস্তারিত আলাপ হবে; কী বলেন? :p

মাহবুব লীলেন এর ছবি

দেড় মিনিট। মাত্র দেড় মিনিট! এ সময়টুকুই কুশলের প্রাপ্তি। ভেজালের ভিড়ে এমন শুদ্ধ ভালবাসা ক'জন পায়? নাহয় হলোই বা এর ব্যপ্তি মাত্র দেড় মিনিট!

বহুত জ্ঞান বৃদ্ধি হইল
এখন থাইকা মোবাইলে যারা দেড় মিনিট কথা কইব তাগোরে আসোল জানিব

সবজান্তা এর ছবি

দেশের আইন কানুনের খবর ভালোই রাখেন বইলা মনে হইলো :D


অলমিতি বিস্তারেণ

শাহেনশাহ সিমন এর ছবি

কুশল সাহেব রাখেন :P

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সবজান্তা এর ছবি

দেশের আইন কানুনের খবর ভালোই রাখেন বইলা মনে হইলো :D


অলমিতি বিস্তারেণ

রায়হান আবীর এর ছবি

বাহ!! জটিল বক্তব্য দিলেন তো বস!! পাঁচ তারা ...

শাহেনশাহ সিমন এর ছবি

ধইন্যাপাতা বস :P

_________________
ঝাউবনে লুকোনো যায় না

ধুসর গোধূলি এর ছবি
শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

নিজের মাথার গিট্টু ছুটানোর জন্য

সুহান রিজওয়ান এর ছবি

ভাই, আপ্নে তো আইনের ধারা-উপধারা খুবই ভালো জানেন বইলা মনে হইলো ...:P

লেখা ভালো লাগসে, ফারুকীর ভাই বেরাদার এই কাহিনী দেখলে ফাল পারবো ...!!!

---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

(বিব্রত) কী যে বলেন শিল্পীভাই

সাইফুল আকবর খান এর ছবি

সবাই খালি নিজের নামটা পাল্টায়া দেয় এইসব সত্য গল্পে!
:P

লেখা বেশ ভালোই হৈছে সিমন।
হোক না তা মাত্র দেড় মিনিট! :)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

এগুলো অফিসের বড়কর্তারা করেন, আমরা চুনোপুটি। :D

পান্থ রহমান রেজা এর ছবি

কুশল ছেলেটা মনে হয় ভালোই আছে। সকালে একজন, বিকেলে আরেকজন আর রাতে অন্যজন। আর আমি এই গরীব একটাও পাই না।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

কুশলেরা ভালোই আনন্দে থাকে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।