সিগারেটে সুখ টান দিতেই আশরাফ দুদ্দাড় করে ঢুকলো কেবিনে।
মোটা চশমার আড়ালে ঢেকে থাকা চোখ দু'টো ঝিলিক দিয়ে উঠলো তাঁর, লোভে। সটান দাঁড়িয়ে নাক টানতে থাকল। 'শালার গেটিস মাস্টারোলগুলা এমন খবর প্রত্যেক ট্রিপেই আনে, কিন্তুক লাভ হয়না প্রায়সুমই। আজকা যদি কিছু না হয়, তাইলে আশরাফরে ক্লীনার বানায় দিবাম!' অভ্যস্থ হাতে সাদা কোট পড়লো সে আশরাফকে চক্ষুগ্নিবানে জ্বালাতে জ্বালাতে। দৃঢ় পদক্ষেপে এসে দাঁড়াল কেবিনের সামনে। হ্যাচকা টানে দরজা সরিয়ে ঢুকে পড়লো আচমকা। চারটা পঁচিশোর্ধ ছেলে অপ্রস্তুত হয়ে তাকালো তাঁর দিকে।
দলের লিডার এগিয়ে দিলো টিকিট।
লিডারসহ বাকী চারজনের দিকে মাপা মাপা দৃষ্টি দিয়ে সবাইকে মাপলো সে। টিকিটের দিকে তাকিয়ে ঠোঁটে ক্রুড় হাসি ফুটিয়ে তুল্ল টিটি।
বিদেশফেরতা এক বন্ধুপ্রতিম বড়ভাইকে নিয়ে তিনজন ট্রেন ভ্রমনে বেরিয়েছিল। বুদ্ধিমানের মতই সেই বন্ধুপ্রতিম বড়ভাই ট্রেনের একটা বাথ বুকিং দিয়েছিলো, তিনটি ফুল টিকিটের সাথে ছিল একটা হাফ টিকিট। কীভাবে অমিত আহমেদ তাঁর সুযোগ্য নেতৃত্বে এ সমস্যার নিপাট করেছিলেন? এনকিদু কেন এ বয়সেও হাফ টিকিটে ভ্রমন করল? সচল অমিত আহমেদ বা বহূদিনের অনুপস্থিত সচল অয়ন তার স্বেচ্ছানির্বাসন থেকে ফিরে এসে উক্ত ঘটনার সূচারু ব্যাখ্যা দিবেন বলে আমি বিশ্বাস করি ।
মন্তব্য
দিনপঞ্জি | ভ্রমনকাহিনী | ভ্রমন্থন | স্মৃতিচারণ | সববয়সী
?!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
_________________
ঝাউবনে লুকোনো যায় না
এনকিদু কি পান্থ যে হাফ টিকেট কিনবো!
এনকিদু তো এখন সিলেট! এইডা কি ওইখানের ঘটনা?
এনকিদুরে জিগান
কাহিনী কিন্তু মৎস্যগন্ধা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হ ! আমারও তাই মনে হইতেছে।
তবে শাহেনশাহের লেখার স্টাইলটা কিন্তু ভালো হইছে ।
ধন্যবাদ আরিফ ভাই
ইয়ে, এর মানেটা কী?
ইয়ে, এর মানেটা কী?
"পঁচিশোর্ধ ছেলে" টার্মটা কি বুঝে শুনে ব্যবহৃত ?
আমি তো গত পঁচিশবছর ধরেই এদেরকে পচিশোর্ধ বলে চিনি।
আমি গ্যারান্টি দিতে পারি, আগামী পঁচিশ বছর পরও এরা পঁচিশোর্ধ থাকবে...! সাংঘাতিক অবস্থা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হাহাহাহহাআহা...
-------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আরিফ ভাই এর মন্তব্যে আপত্তি জানাইলাম
ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল
হিহি...
মন্তব্য নিষ্প্রয়োজন !!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
জাতি দেখতে চায় শাহেনশাহ সিমনের বিশ্বাসের মর্যাদা অমিত আহমেদ রেখেছেন।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
ঘটনা রহস্যজনক
...........................
Every Picture Tells a Story
সংযোজন:
ফেরত যাবার জন্যও পঁচিশোর্ধরা তিনখানা ফুল আর একখান হাফ টিকিট কাটে
পরে তিনজনের ফিরে যাবার প্লান বাতিল হয়ে গেলে বেশি টাকা ফেরত পাবার আশায় তিনখানা ফুল টিকিট ফেরত দিয়ে একজনের ফেরার জন্য রেখে দেয় অবশিষ্ট হাফ টিকিট
সেই হাফ টিকিট নিয়ে স্টেশনে হাজির হয় শাহেনশাহ সিমন
কিন্তু হাফ টিকিটের সিটে স্থানসংকুলানের অভাবে তাকে বলা হয় আরেকখান ফুল টিকিট কিনতে
কিন্তু ততক্ষণে ট্রেনের সব টিকিট শেষ
অগত্যা সিমন ট্রেনের হাফ টিকিটের সাথে বাসের একখান ফুল টিকিট কিনে একা একা দেড় সিটের ভাড়া দিয়ে ঢাকা পৌঁছায়...
এই তাইলে ঘটনা
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
বিয়াফক মজারু হইসে তাইলে বলতে হয় ...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
কাহিনী তাইলে এইখানে?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
একটা ডিউ "ওহ্ আচ্ছা" ব'লে গেলাম।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হু...
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
পুরা কাহিনী ঝানতে মঞ্চায় ..............
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কাহিনী কি?
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
কেউ বিসমিল্লাহ্ বইলা শুরু করেন...
কোথাও কেউ নেই!
নতুন মন্তব্য করুন