(ডিসক্লেইমারঃ কারোর-ই হয়তো ভালো লাগবে না এই পোস্ট)
শাপলা চত্বরকে পেছনে রেখে যখন অনেকগুলো গাড়ির জ্যামে পৌছালাম এবং জ্যামটাকে সুশৃঙ্খল জ্যাম-ই লাগছে, তখন বুঝলাম, নটরডেম পৌছে গেছি। হাল্কা লাইনে দাড়িয়ে আমন্ত্রনপত্র দেখিয়ে ঢুকতেই চোখে পড়লো
ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হলো আজ। ঠিক দশ বছর আগে, এ কলেজে প্রথম পা দিয়েছিলাম, ছাত্র হিসেবে। হাতেগোণা কয়জনের সাথে দেখা হলো। আড্ডা হলো। মোবাইল-ফেসবুক বিহীন সেই সময়ের বন্ধুদের অনেকেরই খোঁজ পেলাম আজ, কেউ বিদেশ, কেউ উপস্থিত আবার কেউ মৃত। 'অমুক ম্যাডামের কি খবর? টেরেন্স স্যার ছাড়া কলেজটা ম্যাড়মেড়ে, পিশোতো আরো বুড়িয়ে গেছে'; কম তো হলো না! দিন-সপ্তাহ-মাস-বছর পার হতে হতে দশ বছর!
ঘুরে-ফিরে দেখলাম। বাস্কেটবল গ্রাউন্ড, মার্টিন হল, DOG এর রুম। DOG এর সাথে এখন আরো দু'জন অ্যাসিস্ট্যান্ট DOG রয়েছে! মায়াই লাগলো এখনকার ছাত্রদের জন্য । আসল DOG কে অবশ্য এখনো আনপ্যারালাল-ই মনে হয় আমার কাছে। মনে মনে চাইছিলাম পেছন থেকে 'রোল নাম্বার টু' বলে রাশগম্ভীর কোনো আওয়াজ ভেসে আসুক। অবাস্তব আর নস্টালজিক এক চাওয়া। স্বাভাবিক, ইচ্ছেপূরণ হয়নি
কিছু ছবিঃ
|
ছবি কৃতজ্ঞতাঃ বন্ধু সুমন হেমায়েতুল ইসলামের ফেসবুক
মন্তব্য
খাসি প্যাটিস খাইতে মঞ্চায়
আইজকা খাইসি
তয় ভাবলাম, আগে এইগুলান ক্যামনে খাইতাম!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
হিসাব কইরা দেখ আসলেই কিন্তু ১০ বছর হইসে। আরেকটা জিনিস খারাপ লাগলো, মাঠের মধ্যে প্লেট ফালায় রাখসে সবাই, এই পুলাপানগুলাই এই সব দেশে আইসা নিজ হাতে প্লেট নিয়ে ডাস্টবিনে ফেলত
ঐখানে ভলান্টিয়ার আছে, তাই কেউ গা করেনাই।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
৫০ বছরপূর্তির অনুষ্ঠানে ছিলাম। বেঁচে থাকলে ৭৫ বা ১০০পূর্তির অনুষ্ঠানে থাকার চেষ্টা করবো। ততদিন পর্যন্ত নিজের সুনাম ধরে রাখুক প্রিয় নটরডেম।
৫০ এ তো আমরা ছাত্র-ই। আর ৭৫ এ হয়তো একটা বিশাল আড্ডা একসাথে হয়ে যাবে কলেজমাঠে। এবার মিস হয়ে গেলো।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ছবিগুলো সব ছড়িয়ে গিয়ে ওভার বাউন্ডারি হয়ে গেছে যে। নাকি শুধু আমিই দেখছি সেরকম?
ওভারবাউন্ডারি-ই হয়েছে। ঠিক কর্তে পারিনাই, মডুদের মেইল করেছি। দেখি, কখন ঠিক হয়।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
খুব ভালো লাগল। বস, এম্বেড করার সময় গ্যান্জাম হইসে। ছবিগুলারে খোমাখাতা থিকা নিয়ে ফ্লিকারে ভরেন, তারপর ঐখানে সাইজ নিতে দিবে খুশিমত।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ছবি তো আমার না বস! তাই মডু-ভায়াদের রিকোয়েস্ট কর্লাম...
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
নচিকেতার গানটার জন্য অনেক ধন্যবাদ, সিমন। অনেক ভালো লাগল শুনতে । আমরা তো দেখি একই সময়ে কলেজে ছিলাম। আমি অবশ্য সেকেণ্ড ইয়ারে পড়তাম। ফাদার পিশোতোকে অনেক ভালো লাগত--কেমন একটা বাবু-বাবুভাব আছে ওনার মধ্যে। একটা অজনপ্রিয় কথা বলি--টেরেন্সকেও আমার ভালো লাগত।আমাদের ইংরেজি ক্লাস নিতো--জোশ লাগত আমার ক্লাসগুলো। প্যাট্রিয়ট--কবিতা পড়াতে যেয়ে গাছের উপর উঠে বঙ্গবন্ধুর ভাষণ শোনার গল্প করেছিলেন-- অন্য একদিন তাঁর দেশে ফিরে আসার গল্প বলেছিলেন। তবে ইংরেজি ক্লাস সবচেয়ে ভালো লাগত সুশীল স্যারেরটা। স্যারের কাছ থেকেই প্রথম জাভেদ আখতার-এর কথা শুনি। সেই থেকে আমি তাঁর লিরিকের ভক্ত।
আবারও ধন্যবাদ সিমন--পোস্টটি দিয়ে স্মৃতিগুলোকে জাগিয়ে তোলার জন্য। আর হিমু ভাই--বেঁচে থাকলে দেখা হবে ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে।
রাজিব মোস্তাফিজ
ধন্যবাদ রাজিব্বাই।
পাশ করার আগ পর্যন্ত টেরেন্সের নামে সুপারি'র ব্যবস্থা করার প্ল্যান ও করছিলাম কিন্তু পাশের পর থেকে আজো তাঁর প্রতি আমার অনিঃশেষ শ্রদ্ধা রয়েছে, সারাজীবন থাকবে।
প্যাট্রিয়ট আর লাইফ ইউ ওল্ড জিপসিম্যান — এ দু'টো কবিতা স্যার যেভাবে পড়িয়েছিলেন, এক কথায় অবিস্মরনীয়!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
কবিতাটি টাইম ইউ ওল্ড জিপ্সি ম্যান হবে মনে লয় ।
আহ! প্রিয় নটরডেম! ৫০তম বার্ষিকী খুব জমকালো হয়েছিল...আর ৫১ তে জেমসের কনসার্ট...
সামনের বছর এরকম সময়ে দেশে থাকার সম্ভাবনা...নিশ্চয়ই যাবো!
স্টুডেন্টদের থেকে ওটার আয়োজনে কে ছিলো, দেখতে হবে না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
যারা দেশে থাকে তারা অনেক ভাগ্যবান। অনেক কিছু হারাতে হয় না। আমরা দেশের এই জিনিসগুলো মিস করি আবার বিদেশে যখন সহকর্মীরা তদের ছাত্র জীবন, আনন্দ, অনুষ্ঠান, চাওয়া - পাওয়া নিয়ে কথা বলে তখন সেখানেও নিজে মিস ফিট ।
**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
দেশে থাকলেও সরাসরি উপস্থিত থাকতে সবাই পারেননা। আর আড্ডায় পাট নিতে দুষ কী
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
৫০এ ছিলাম, এবার তো মিস হলো, বেঁচে থাকলে ৭০ বা ৭৫ ধরতে চাই।
হয়তো একসাথে সবাই যাবো তখন।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
অনেকদিন পর লেখা দিলা ভাই।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ইডারে লেখা কস! হাসাইলি
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ভাল লাগল...জাহাঁপনা...!
হাহাহা, ধন্যবাদ অনিকেতদা।
ইয়ে, তারা, ফাটাফাটি কিসু পাইলাম নাতো
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
তারা-তুরায় ইদানিং একটু টান পড়সে...
সামনের লেখায় পুষায়া দিমু নে...
আমিতো দেশে থাইকাও মিসকর্লাম। মন্দিল বড়ই খারাপ হয়া আছে। যাইহোক, আরেক্টা বিস্তারিত পোস্ট দেন, সারাদিন কী কী হৈল এইসব নিয়া আর্কি।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
ঐটা সুহান দিবে
আর মিস্কর্লেন ক্যান?
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
গতকালকের থিকা ছবি দেখতেসি আর মঙ্খ্রাপ হইতেসে।
পঁচাত্তরে যদি বাঁইচা থাকি, তাইলে দরকার হইলে এন্টার্কটিয়ার থিকাও আসুম।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
জ্বলে????
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
- ৫০এ থাকতে পারি নাই। খুব সম্ভবত সবে দেশের সীমানা ছাড়িয়েছিলাম তখন। ৬০এ এসে সে সীমানা পেরিয়ে প্রিয় আঙিনায় থাকা হলো না। ৭৫ তো বেশি দেরী নেই! জীবনের সীমানা এর মধ্যে না পেরিয়ে গেলে অবশ্যই থাকবো সেদিন...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
একসাথে মউজ কর্বো... এনশাললাহ
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
নস্টালজিক বিষণ্নতা.....
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
একদিন-দুইদিন করে কেটে গেলো দশ-দশটি বছর! নস্টালজিয়া আর বিষন্নতা তো হবেই রণদা।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
আহারে প্রিয় নটর ডেম,খোমাখাতায় ছবিগুলো দেখে মন টাই খারাপ হয়ে গেল
এবার শুধু প্রবাসে বসে দীঘশাস ই ফেললাম,আশা করি ৭০/৮০ তে যেতে পারব।
মাঝে ৭৫ ও আছে কিন্তু
আরো ছবি থাকলে কিছু আপলোডায় দিন এখানে
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ব্যাপক ফুর্তি দেখি
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হ!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
DOG এর রুমটা কী?
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.
...........................
Every Picture Tells a Story
ডিরেক্টর অব গাইডেন্স এর কক্ষ। ওখানে ডাকা মানে প্যাদানি ছিলো সুনিশ্চিত
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
Director of Guidance.
আমি গেলাম চার বছর পর। টুকটাক মাঝে যেতেই হয়; তবে সেটা অন্যান্য কারণে। পুনরায় একত্রিত হওয়ার এই সুযোগ তাই ছাড়ি নাই।
"বয়স আমার মুখের রেখায়..." থেকে থেকে এই গানটাই মনে পড়তেসে কাল থেকে...।
অফটপিকঃ
নটরডেম নিয়ে আমিও লেখা শুরু করেছিলাম কাল এসে। পরীক্ষা- তাই ভেবেছিলুম একটু দেরী করি- আজকে এই পোস্ট দেখে মাথা গ্রম হইতেসে... সিমন ভাই একটা খুব খ্রাপ লুক...
______________________________________________________
মধ্যরাতের কী-বোর্ড চালক
লিখে ফ্যাল।
আমরা যারা নটরডেমিয়ান আছি, প্রত্যেকেও যদি শুধু এ অনুষ্ঠান নিয়ে লিখতে বসি, তাও প্রতিটা ভিন্নস্বাদের-ই হবে।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
মুডোফ্ক্যান?
নিকে
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
আমি গেসিলাম
৭০, ৭৫ হইলেও যামু ইনশাল্লাহ!
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
নতুন মন্তব্য করুন