আজ থেকে ২৯৯ দিন আগে আমি কি করছিলাম, মনে নেই। ৩৬৪ দিন আগের কথা মনে আছে। দুপুরে ঝুম বৃষ্টি, আশপাশ নীরবতর। বের হলাম কোন কারন ছাড়াই। এর পরে আমার আর বৃষ্টিতে ভেজা হয়নি। কবে হবে, তাও জানি না।
এর মাঝে কিছু পরিবর্তন এসেছে। দেশে নতুন সরকার, আমাদের গত অর্ধযুগের ও বেশি সময় ধরে অনেক দিন-রাত এক করে তৈরি করা একটা অবস্থান নিজের ক্যারিয়ার গড়ার জন্যে নষ্ট করা শুরু করেছে। পুরানোদের ফিরে আসা ও সময়ের ব্যাপার, নতুন করে শুরু করার জন্যে। রায় ঝুলে আছে, অপেক্ষায়য় আছি। পাশের দেশে চরমপন্থীরা ক্ষমতায় এসেছে। বাজে পরিবর্তন আমাদের অবস্থা কেমন বাজে করে, আর কীভাবে সেখান থেকে নিজেদের আর আশপাশের মানুষদের রক্ষা করব, সে ব্যাপারেও কাজ শুরু করা দরকার।
জীবনে ফুলস্টপ পরে, নয়ত তা এগোতে থাকে। আমার চারপাশের তুলনায় আমি এখন পিছিয়ে। আমিও আগানো শুরু করেছি, নকল পা নিয়ে। আগের মত কার্যক্ষম ও কার্যকর আর নেই, তবে আছি। রেসের অনেক পিছে, তবে ফিনিশক লাইনের অনেক পিছে। সেসব ভাবনা এখন আর কামড় দেয় না, সময় ও এক ভালো মলম।
দেশ ছেড়েছি ২দিন, একপক্ষের জন্যে। নিজেকে ফিরে পেতে ভিন্যরাজ্যের হেকিমের কাছে। রাজ্যচষা ও চলবে, মূলত: রাজধানী। প্রথমদিন এসে বাংলাপাড়ায় গেলাম, ভুড়িভোনের সাথে দেখা মিললো ২ কুতুব। একজন বিশিষ্ট টকশো ব্যাক্তিত্ব মাহফুজুল্লাহ। আর একজন মাদারে গণতন্ত্রের পেয়ারে খাস, মোসাদ্দেক আলী ফালু। দেশী চেহারা ও লেংচে হাটা পরিচয়ের সূত্র হয়ে কাজ করল। বিভুইয়ে হাস্যমুখেই কথা হলো, স্বদেশে যা অসম্ভব।
এ রাজ্যে সুবিধা পাচ্ছি বেশ। ঢুকতে বারণ নেই, নেই প্রতিবন্ধকতা। চলাচল শকট সহজলভ্য আর সুলভ। স্থানগুলোয় চলাচলের উপযুক্ত পরিকল্পনা রয়েছে। তবে যেখানে সেখানে থুথু ও ধুমশলাকার শেষাংশ ফেলা প্রকটভাবে বিদ্যমান। মানুষের মাঝে মিশে আছি, ভালো লাগছে।
এবার নতুন জন্মদিন এখানে করব। ভাবছি, এখানে কি আদৌ থাকার কথা ছিলো? অনেকদিনের কাছে না পাওয়ার অভিমান মাঝে মাঝেই বেরিয়ে আসে। পরিবারের সকলে মিলে নিজেদের ই খুজছি। ফিরে পাব নিজেদের আবার?
মন্তব্য
-এই যে আপনি আছেন, এটাই অনেক বড় ব্যাপার। আগানো শুরু করেছেন জেনে ভালো লাগলো, আপনার প্রাণশক্তিই আপনাকে চালিয়ে নিয়ে যাবে। ভাল থাকুন।
শুভেচ্ছা
সিমন ভাই আপনার সুস্থতা কামনা করছি। অবশ্যই ফিরে পাবো, ভালো থাকবেন।
মাসুদ সজীব
"জীবনে ফুলস্টপ পরে, নয়ত তা এগোতে থাকে।"
- হ্যাঁ, ঠিক তাই। ক্রমাগত এগিয়ে চলার শুভেচ্ছা জানাই।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
এইসব আগানো, পিছানো, ফিনিশিং লাইনের হিসাব সব মিডিয়ার সৃষ্টি বস। এইত্তা নিয়ে বেচেইন হইয়েন না। এইসব ফাজুল কি বিষয়াদি নিয়ে সুপারহিরোদের বেচেইন হওয়া মানায়ও না। মনে রাইখেন, আপনে হইলেন বাস্তবের সুপারহিরো। আমাদের সুপারম্যান। ভিন্নরাজ্য ভাইজ্যা তামা তামা করে ফেলেন। কী আছে জীবনে...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনি হচ্ছেন সুপার ম্যান। এসব মন খারাপ করা কথা কি মানায় আপনার মুখে?
ভাল থাকবেন।
ব্লগবাড়ি । ফেসবুক
মিয়া আমি ভাবছি উল্টা ফিরে আসছেন, আজকে এভারেস্ট কেক পার্টি! ফোন দিয়া দেখি আপনি আলেমুল গায়েব!
facebook
জীবনের ফুলস্টপগুলোকে এঁড়িয়ে সামনে যে এগিয়ে যায় সেই তো প্রকৃত যোদ্ধা। আর একজন প্রকৃত যোদ্ধা কখনই হারে না। আবার নতুন করে শুরু করার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।
-এ এস এম আশিকুর রহমান অমিত
একটু পিছিয়ে থেকেও আপনি যে চলছেন, এটাও আমাদের জন্য গর্বের, আত্মতৃপ্তির।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
আমাদের চারপাশ বদলায়, আমরাও বদলে যাই। নিজের খোঁজাখুজির মজা জীবনের জন্য় ভাইটামিনের মত। খুইজা কি পাইলেন না পাইলেন বেপারনা, খুজার মধ্য়ে যে আনন্দ ঐটা পুরাপুরি নেন, এই কামনা করি।
***
ফালুর সথে কথোপকথনের ঘটনা ডিটেল্সে শুনতে চাই।
শাহেনশাহ্ সিমনের জয় হোক।
ভালো থাকুন।
---------------------------
কামরুজ্জামান পলাশ
গা ঝাড়া দিয়ে চলতে থাক ব্যাটা!
সারাক্ষণ এত দুঃশ্চিন্তা করলে চলবে না। থাই ম্যাসাজের অনেক নাম শুনসি। ট্রাই মারেন।
ইচ্ছার আগুনে জ্বলছি...
হুম ভালোমত একটু ঘুরে টুরে বেড়ান দেখি সুপারম্যান, আর কিছু ছবি টবি দেন , দেখি।
এত ভালো জার্নাল কেন লেখেন ভাই?
(জীবনের) পথ চলতে একটু-আধটু চোটতো লাগবেই। তাই বলে চোট বাঁচাতে চলাই থামিয়ে দেবেন! চলার নামইতো জীবন। চরৈবেতি।
জয় হোক জীবনের।
চলতে থাকেন সিমন ভাই, থামার দরকার নাই।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
আমরা সবাই তো চলছি, আগ পিছ হিসাব করে আর ফায়দা কি বলেন। চলতে চলতে নিশ্চয়ই কোন দিন দেখা হয়ে যাবে
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
কি লিখি তোমায়?
তোমার লেখা পড়ে বুঝতে পারলাম, তুমি ফিরে এসেছো, জীবনের কাছে, নিজের কাছে এবং অবশ্যই আমাদের মাঝে। শুরু করাটাই সবচেয়ে কষ্টকর। একবার শুরু করে দিলে দেখবে সবকিছু কেমন দৌড়াচ্ছে।।
খুব খুব ভালো থেকো।
--------------------------------------------------------------------------------
ইদিক আয়া পড়েন একদিন সময় কৈরা।
নীড়পাতা.কম ব্লগকুঠি
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
শুভ জন্মদিন ফাইটার!
নতুন মন্তব্য করুন