নির্বুদ্ধিতার একটা সীমা পরিসীমা থাকা দরকার!!!

সিরাজ এর ছবি
লিখেছেন সিরাজ [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৫/০৭/২০০৮ - ৪:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নির্বুদ্ধিতার একটা সীমা পরিসীমা থাকা দরকার!!!

"হাইড্রোজেন জ্বালানিতে গাড়ি চালিয়ে দেখালেন চট্টগ্রামের যুবক"

"পানি দিয়ে যানবাহন চালানোর এই কৃতিত্ব চট্টগ্রামের রাউজান উপজেলার জয়নাল আবেদীনের। তিনি এর নাম দিয়েছেন 'কমপ্রেস্ড ওয়াটার' প্রযুক্তি।"

অনেক জাতীয় ইমিডিয়াতেই এই খবর, জয়নাল আবেদীনেরা এমন দাবী করতেই পারেন কিন্তু আহা কি আমাদের মিডিয়ার জ্ঞানের বহর! কি তাদের প্রফেশনালিজম! তারা নাকি জাতীর বিবেক, তারা নকি ভার্চুয়াল পার্লামেন্ট। বিগত বছরগুলোতে নাকি আর সব রসাতলে গেছে মিডিয়ারই নাকি হয়েছে শনৈ শনৈ উন্নতি। এক মামুলী কারগরি পরীক্ষণযোগ্য বিষয়ে এই যদি হয় রিপোর্টং এর মান, জটিল সামাজিক-রাজনৈতিক-দার্শনিক বিষয়ে বলুন দেখি তারা কি দিতে পারেন?

বিডি নিউজের খবর এখানে:
"হাইড্রোজেন জ্বালানিতে গাড়ি চালিয়ে দেখালেন চট্টগ্রামের যুবক"


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।