ম্যাকওয়ার্ড থেকে সচলায়তন

সিরাজ এর ছবি
লিখেছেন সিরাজ [অতিথি] (তারিখ: সোম, ০৪/০৮/২০০৮ - ১০:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার একটি ফটোগ্রাফিক বই এর কাজ চলছ বাংলাদেশে পাঁচটি সংরক্ষিত বনের উপর. ম্যাকওয়ার্ড থেকে কনভার্ট করতে পারলে সচলের পাঠক (ও দেখকদের) জন্য কিছু তুলে দিতাম। কোন সমাধান আছে কি?


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ম্যাকওয়ার্ড থেকে লেখা এইখানে পেস্ট করুন। আরেকটা স্ক্রীন শট দিন। আপনি কি বিজয় ব্যবহার করছেন?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সিরাজ এর ছবি

ঠিক বুঝিনি! আমার লেখা কম্পোজ হয় যেখানে ম্যাকওয়ার্ডে সেখানে ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই. ম্যাকওয়ার্ডের ফাইলগুলো আমি নিয়ে আসতে পারি। আমার সিস্টেম উ-এক্সপি এবং বিজয়। অর্থাৎআমি চাচ্ছি উ-এক্সপি তে ম্যাকওয়ার্ড থেকে বিজয় বা ইউনি কনর্ভাটার। ওয়েব বেজড্ কনর্ভাটার হলেও চলে।

:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।