শেষ প্রজন্মের কাছে একটি আবেদন

সিরাজ এর ছবি
লিখেছেন সিরাজ [অতিথি] (তারিখ: মঙ্গল, ১০/০৩/২০০৯ - ১১:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

মা ও শিশু উল্লুকমা ও শিশু উল্লুকবন্য অমানব বনমানুষদের (non human ape) বনে বাস করতে দেখা সর্বশেষ মানব প্রজন্ম খুব সম্ভবত আমরাই। পৃথিবীতে চার রকম বড় বনমানুষ ( great ape) আছে যেমন মানুষ, গরিলা, শিম্পাঞ্জী ও ওরান ওটান। এছাড়াও আছে একটি ছোট বনমানুষ যারা হচ্ছে উল্লুক (gibbon)। বিশেষজ্ঞরা এর মধ্যেই মোটামুটি নিশ্চিত যে আগামী বছর তিরিশেকের ভিতরেই ওই সব কটি প্রজাতির প্রাকৃতিক বসবাস বিলুপ্ত হবে। এই বিলুপ্তির একমাত্র কারণ মানুষের দ্বারা তাদের বাসস্থান বিনষ্ট ও দু একটির ক্ষেত্রে তাদের শিকার ও অবৈধ বিপনণ।

বনমানুষেরা জীনগতভাবে মানুষের সবচেয়ে কাছাকাছি। এদের উচ্চ আবেগ (complex emotions) এবং এমপ্যথি রয়েছে বলেও অনেক বিজ্ঞানীর ধারণা। সামাজিক ও পারিবারীক ব্যবস্থার উদ্ভাবক এরা। এমনকি যৌন নিষেধাজ্ঞা (sexual taboo) এবং দলীয় রাজনীতিও এরা হর হামেশাই অনুশীলন করে থাকে।
পুরুষ উল্লুকপুরুষ উল্লুক
প্রকৃতির এই অসাধারণ চমক যে প্রানীবর্গ এবং যাদের বিবর্তনের ফসলই আমরা, কি অবহেলায় আমরা তাদের হারাচ্ছি। আর আমাদের সময়ে এদেরকে হারানো আমাদের এই প্রজন্মের জন্যও একটি দুঃখজনক ঘটনা।

আপনারা যারা এইসমস্থ বনমানুষদের প্রাকৃতিক বাস্থানের কাছাকাছি বাস করছেন তারা শেষবারের মত এদের একবার দেখে আসুন, বাচ্চাদের দেখান আর আমাদেরও খবর দিন সহজে, কম খরচে কিভাবে সেখানে যাওয়া যায়।

উল্লুক (gibbon) দেখা যাবে উত্তর-পুর্ব বংলাদেশ (লাউয়াছড়া, সাতছড়ি জাতীয় উদ্দ্যান), পুর্ব ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদী।

ওরান ওটান আছে বোর্নেওতে (মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া)।

শিম্পাঞ্জী আফ্রিকার গিয়েনা থেকে কঙ্গো নদির উত্তর থেকে মধ্য আফ্রিকা হয়ে তানজানিয়া পর্যন্ত্য সাভানা ও উডল্যান্ড গুলোতে।

গরিলা ক্যামেরুন থেকে মধ্য আফ্রিকান রিপাবলিক হয়ে কঙ্গোর রেইন ফরেষ্ট, গ্যাবন, রুয়ান্ডা, ইক্যুয়েটোরিয়াল গিয়েনা, ইস্টার্ন জায়ার ও উগান্ডা ইত্যাদী।

আফ্রিকার অনেক এলাকাই দুর্গম এবং ভ্রমনের জন্য বিপদজনক।

বন্য বনমানুষ দেখা কঠিন হলে পুনর্বাসন কেন্দ্রগুলোতেও (rehabilitation centers) তাদের দেখা যেতে পারে।

(সব ছবি লেখকের)


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

হলদে সবুজ ওরাঙ ওটাঙ পাইলে ছবি দিও....



অজ্ঞাতবাস

সিরাজ এর ছবি

তবে ওরাঙ উটান দেখতে যাওয়াটা বেশ ঝামেলার

ঝামেলা হলেও খোঁজ খবর নিন, বন্য ওরাঙ উটানের ছবি তুলতে পারলে সত্যিই যাব। পুনর্বাসন কেন্দ্রটিও শুনেছি ভাল।
:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

এনকিদু এর ছবি

লেখাটা ভাল লাগল ।

বনোবো কেও তো মনে হয় গ্রেট এপ বলা হয়, আপনার লেখায় বনোবো'র উল্লেখ পেলাম না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সিরাজ এর ছবি

আসলে বনোবো এবং কমন শিম্পাঞ্জী এই উভয়কে মিলেই সাধারণভাবে 'শিম্পাঞ্জী' বলা হয়। বনোবো শিম্পাঞ্জীর মতই কিন্তু খর্বকায় (Pygmy Chimpanzee). বনোবো শুধুমাত্র ডেমোক্রাটিক রিপাবলিক অফ কঙ্গোতেই অল্প কিছু জীবিত আছে।

:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এত সমস্যার মাঝে এদের দিকে নজর দেয়ার কেউই নাই। খারাপ লাগে।

অনিশ্চিত এর ছবি

ত্রিপুরার সিপাহীজলার উদ্যানে প্রচুর উল্লুক দেখা যায়। তবে কর্তৃপক্ষের মতে, ত্রিশ বছর আগেও উল্লুকের সংখ্যা এর প্রায় কয়েকশগুণ বেশি ছিলো।

বাংলাদেশে উল্লুক দেখা তো ভাগ্যের ব্যাপার।
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।