একটি গোলাপ খুঁজছি সারাদিন

শেখ নজরুল এর ছবি
লিখেছেন শেখ নজরুল [অতিথি] (তারিখ: সোম, ১৪/১২/২০০৯ - ১:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটি গোলাপ খুঁজছি সারাদিন
বুদ্ধিদীপ্ত মেধাবী একটি সন্ত-গোলাপ
অসাম্প্রদায়িক কোন সিঁড়ির পাশে
যে আজও ফুটেছে নিজস্ব নিয়মে!

কোন মন্ত্রকের সরকারী বাগানে নয়
নয় কোন নেতার চিত্তের তত্ত্বাবধানে
কোন বিচারকের বাগানবাড়িতেও নয়
নয় কোন জাত অভিনেত্রীর আদর-যত্নে।

একটি গোলাপ খুঁজছি সারাদিন
টকটকে রক্তলাল তাজা একটি গোলাপ
যে সারাদিন তাকিয়েছিলো সূর্যের দিকে
পাঁপড়িতে জড়িয়েছে বিজয়ের আবাহন।

যে শোনেনি সংসদ ভবনের কর্কশ চীতকার
যে দেখেনি পতাকাশোভিত গাড়ির মিছিল
শোনেনি কোন নিরাপত্তারক্ষীর ব্যস্ত হুইসেল।

একটি গোলাপ খুঁজছি সারাদিন
শহরের পুষ্পবিতানে, মফঃস্বলের বীজালয়ে
একটি গোলাপ খুঁজে হয়রান, ক্লান্ত ভীষণ
তবু বধ্যভূমির জন্য আরও ক্লান্ত হতে চাই।


মন্তব্য

অনিকেত এর ছবি

নজরুল ভাই, শিরোনামে মনে হয় শব্দটা 'সারাদিন' হবে, তাই না???
কবিতা ভাল হইসে, বস।

শেখ নজরুল এর ছবি

দুঃখিত। এতো দেখি তারপরও ভুল হয়ে যায়। নিজের গালে নিজেই চড় মারতে ইচ্ছে করে। ধন্যবাদ আপনাকে। সারাদিন হবে।
শেখ নজরুল

শেখ নজরুল

শুভাশীষ দাশ এর ছবি

কবিতা ভালো লাগলো।

মডুবাবাদের তমিজ সহকারে শিরোনাম এবং ভেতরের প্রথম লাইনের বানান ঠিক করে দিতে রিকোয়েস্ট করুন। ঠিক করে দেবেন ইনশাল্লাহ্‌।

চীতকার > চিৎকার হবে।

আপনার মনে হয় টাইপ করতে অসুবিধা হয়। অভ্রতে t`` টাইপ করলে চলে আসবে।

চোখ টিপি

শেখ নজরুল এর ছবি

আমি অনুরোধ করেছিলাম। ওনারা যত্নসহকারে ঠিক করে দিয়েছেন। আশাকরি আপনাদের সহায়তায় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

শেখ নজরুল

শেখ নজরুল

সাবিহ ওমর এর ছবি

সিরাম কবিতা। পাঞ্চলাইনটা আরেকটু জমজমাট হবে আশা করসিলাম। যাই হোক, ভাল লাগলো।

শেখ নজরুল এর ছবি

চেষ্টা করছি। কিন্তু মেধা সহায়তা করছে না। একটু দোয়া করে দিন।

শেখ নজরুল

শেখ নজরুল

মুস্তাফিজ এর ছবি

Martyred Intellectuals Mausoleum

...........................
Every Picture Tells a Story

শেখ নজরুল এর ছবি

অনেক ধন্যবাদ।
শেখ নজরুল

শেখ নজরুল

গৌতম এর ছবি

এই নগরে এখন আর গোলাপ পাওয়া যায় না। যেখানে মানুষ থাকে না, প্রকৃতিও সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। গ্রামে এখনও হাজার হাজার গোলাপ ফোটে! মানুষের হয়ে সেই গোলাপ তার পাপড়িগুলোকে ছড়িয়ে দেয় বধ্যভূমির দিকে। আমাদের প্রতিটা বাতাস প্রতিটা গোলাপের পাপড়ির ধাক্কা দেয়া ঢেউ।

কবিতা ভালো লেগেছে।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শেখ নজরুল এর ছবি

আপনার মন্তব্য মন ছুঁয়েছে। ধন্যবাদ।
শেখ নজরুল

শেখ নজরুল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।