আমি আর ভালোবাসা আজন্ম সহোদর
চেনা চেনা উঠোনেই দুজনের বাড়িঘর।
আমি আর ভালোবাসা অঙ্গুরী-অনামিকা
অগ্নির-সরোবরে আমি তার দীপ-শিখা।
আমি আর ভালোবাসা রাতজাগা ভোর
মাঝরাতে জেগেওঠা কচকচে দোর।
আমি আর ভালোবাসা ঘুমভরা চোখ
চিরকাল দুজনার সূঁচগাথা শোক।
আমি আর ভালোবাসা এক জামা পরি
দু'জনেই হাতে বাধি রাতজাগা ঘড়ি।
মন্তব্য
বেশ লিখেছেন।
শুভেচ্ছা জানবেন।
মধুবন্তী মেঘ
মন্তব্যের খরা চলছে। আপনি বাঁচালেন।
শেখ নজরুল
শেখ নজরুল
বেশ বলেছেন, মাঝে মাঝে এমন দিন যায়, মনে হয় পাঠক একযোগে সবাই পড়া বন্ধ করে দিয়েছেন।
ভালো থাকুন
মধুবন্তী মেঘ
ঠিক তা নয়, এই ব্লগে কবিতার পাঠক কম বলেই আমার মনে হয়।
শেখ নজরুল
শেখ নজরুল
আপনার কবিতা নীড়পাতায় পড়া হয়ে যায়। পাবলিক তাই অন্তরমহলে আর ঢোকে না। বুঝছেন , শেখ নজরুল!!!!
অনেক ধন্যবাদ দাদা। ভেদটা এখন বুঝলাম। ভালো থাকবেন।
শেখ নজরুল
শেখ নজরুল
নতুন মন্তব্য করুন