বোকামী কোরো না বালক
জেনে খুশি হবে- বালিকা আমার শক্র নয়
আমিও ফেইসবুকে যাই
ব্লগে ব্লগে চার ফেলি
বরশির হুইল থেকে সুতো ছাড়ি
জেনে খুশি হবে- বালিকা আমার শক্র নয়
সুন্দরীনিক আমারও ভীষণ প্রিয়
ভুল বুঝো না যুবক
আমিও তোমার মতো বালিকা খুঁজি
শেখ, সৈয়দ, চৌধুরী, পরিবারের-
দুধে আলতায় রোশনাই বালিকা
অনলাইনে চ্যাটাং চ্যাটাং আমারও ভীষণ প্রিয়
আমিও পার করেছি অনেক বসন্ত
দারুণ শীতে আমিও উষ্ণ হয়েছি আগামীর ওমে
সব উষ্ণতায় আগুন জ্বালিয়ে অবশেষে বুঝলাম :
পুরুষও নিয়েছে কুমারীর অনাঘ্রাতা নিক
চতুর হাসিতে বলছে- ঘুরবই চারমাখা হুইলে।
তখন চশমার মুখোমুখি মনিটর, কী উষ্ণ আমি
ডানহাতে মাউসের অবিরত ক্লিক- এই তো প্রেম!
প্রোফাইল খুঁচিয়ে লিখেছি কত 'এ্যড মি অ্যাজ এ্য ফ্রেইন্ড'
বন্ধু, বন্ধু, হায় বন্ধু! জানি না কোথায় বন্ধু আমার!!
জানি না ফেইসবুকে জমানো কত সম্ভাবনাহীন আয়ুস্কাল।
মন্তব্য
দারুন...
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
অেনক ধন্যবাদ
শেখ নজরুল
শেখ নজরুল
হায় ফেসবুক!!
--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
জীবন যেখানে যেমন। ভালো থাকবেন।
শেখ নজরুল
শেখ নজরুল
চমৎকার।
--------------------------------------
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
কৃতজ্ঞতা রাখলাম।
শেখ নজরুল
শেখ নজরুল
"প্রোফাইল খুঁচিয়ে লিখেছি কত 'এ্যড মি অ্যাজ এ্য ফ্রেইন্ড'__"--------------
বাহ্ , বেশতো!!!
এস হোসাইন
---------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"
আগের মতো আর পাচ্ছি না আপনাকে। কেমন আছেন?
শেখ নজরুল
শেখ নজরুল
নজরুল, আপনার লেখা তো পড়ছি অনেকদিন। এই লেখাটা অন্যরকম একেবারে। খুব ভালো লাগল।
মধুবন্তী মেঘ
অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ আপনাকে।
শেখ নজরুল
শেখ নজরুল
দারুণ লাগলো ! চমৎকার !!
শেষের শব্দটা মনে হয় আয়ুষ্কাল হবে, তাই না ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আপনিই সঠিক। ধন্যবাদ জানাচ্ছি কবিতা পাঠ ও মন্তব্যের জন্য।
শেখ নজরুল
শেখ নজরুল
Darun to !
হাসছেন কেন! ভালো লাগেনি?
শেখ নজরুল
শেখ নজরুল
হে হে হে হে হে হে .....
ভালো লেগেছে।
ধন্যবাদ
নজরুল
শেখ নজরুল
ব্লগ পরিদর্শনের জন্য ধন্যবাদ।
শেখ নজরুল
শেখ নজরুল
একটা ব্রিটিশ ব্যান্ড আছে "Chumbawamba"। ওদেr একটা গান হল, "Add me"। ফেসবুক, মাইস্পেসের প্রাইভেসীকে ছাড়িয়ে ক্রমাগত বন্ধু হবার অনুরোধ নিয়ে গান... অন্তর্নিহিত অর্থটা বেশ মজার গানটির।শিরোনাম দেখে ভেবেছিলাম সেই গানটি নিয়েই বুঝি পোষ্টটি। শুনে দেখতে পারেন।
কবিতাটি ভাল লাগল... শুভকামনা।
তথ্যের জন্য অনেক কৃতজ্ঞতা। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। নিরাপদে থাকবেন।
শেখ নজরুল
শেখ নজরুল
আপনার অন্যান্য কবিতার চেয়ে সম্পূর্ণ আলাদা।
ভালো লাগলো কবিতাটি।
তমিজ উদদীন লোদী
ভালোলাগার কৃতজ্ঞতা জানবেন।
শেখ নজরুল
শেখ নজরুল
ভালোলাগায় ধন্যবাদ।
শেখ নজরুল
শেখ নজরুল
শুভ কামনা শেখ নজরুল ভাই।
শেখ আমিনুল ইসলাম
আপনাকেও শুভেচ্ছা এবং শুভকামনা। ভালো থাকবেন।
শেখ নজরুল
শেখ নজরুল
অনেক ধন্যবাদ।
শেখ নজরুল
শেখ নজরুল
মন্তব্য করার জন্য লগালাম। চমৎকার!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
ব্লগ পরিদর্শন এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শেখ নজরুল
শেখ নজরুল
ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।
শেখ নজরুল
শেখ নজরুল
দারুন লিখলেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
শেখ নজরুল
শেখ নজরুল
ভাইজান, কবিতা তো বেশ পছন্দ হইছে।
একটু ভেবে দেখবেন, এইটা দিয়ে গান বানানো যায় কি না?
- বুদ্ধু
আমি তো গান শোনা ছাড়া আর কিছু পারি না। ধন্যবাদ আপনাকে।
শেখ নজরুল
শেখ নজরুল
না মানে কইতে চাইছিলাম, সচলে অনেকেই তো আছে গান বা সঙ্গীতে ভালো দখল আছে। তাঁদের সাথে একটু যোগাযোগ করে যদি...............।
-বুদ্ধু
- বেশ মজা পাইলাম
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন