ঘনঘোর ঘরদোর, অট্টালিকা-উলঙ্গ আকাশ। সীমাবদ্ধ সবুজ বিবর্ণ ফুটপাথ। হাঁটলেই পায়ে পায়ে কনডম ও পলিথিন; রাতের বর্জ্য, কুকুরের হাকডাক, কাকের কণ্ঠনালী। হাত বাড়ালেই পার্লারের ফ্রেসিয়াল, ব্রান্ডেড ব্রেশিয়ার, ফার্মজাত মেয়ে, উলম্ব রোদবহ পোড়াপোড়া দুপুর।
ট্র্যাফিক-জ্যামে ঘামের গন্ধ, লোডশেডিংয়ের ধর্ষণ, পানিসংকটে আঁশটে অন্তর্বাস, স্কুল বসছে সাইবার ক্যাফের রগরগা সেক্সসাইডে। বহুতল শপিংমল জিহ্বায় চাখে বয়লার বধূর রক্তশূন্য অধর। হাই নয় তবু হাইওয়ে, ফাইওভারে সাজানো নারীপল্লী, আন্ডারপাসের ক্ষীণ আলোয় জমানো বুকছোঁয়া উষ্ণউতসব, কর্কশ ক্যান্টনমেন্ট ঘিরে শব্দ ওঠে মিলনের বুটঝংকার।
রাস্তার নিতম্ভে লাল-নীল বিলবোর্ড। ঝুলেথাকা মডেলকন্যা! নাকি কলগার্ল কোলাজ? ফাইভস্টার হোটেল থেকে ভেসেআসা মরফিন স্লোগান- বিবস্ত্র আহ্বান। এয়ার-ফ্রেশনার-ছোপ ছোপ ফেভার ছড়িয়ে দেয় কমোড-ফ্লাসিংয়ে। মাথার ওপরে কাকভেজা ঘনকালো মেঘ- মাঝেমধ্যে ভেঁপু-ভেঁপু ভিআইপি বহর-আমাদের ভবিতব্য।
নির্জন পার্ক থেকে গলা বাড়িয়ে টা টা মারে মর্নিং গ্লোরির ফিকে যৌবন। বাহ! আমার শহুরে জীবন, বাহ! খুঁদুক্ষুধা নিয়ে কত সহজেই টিনএজ মেয়ের বুক পেঁচিয়ে পথ হাটছি আমি।
মন্তব্য
বাহ!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
অনেক ধন্যবাদ।
শেখ নজরুল
শেখ নজরুল
এই কবিতা পাঠ করতে গিয়ে এর 'নারীবাদি' রূপটা কী হতে পারে সেটা নিয়ে ভাবলাম। আরেকটু সহজ করে বললে, কবিতাটি যদি একজন নারী বয়ান করেন তবে কী রূপ হবে?
ইংরেজি শব্দের আধিক্য চোখে ও পাঠে ব্যাঘাত ঘটাল।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
শব্দগুলো বাংলায় হয়তো আরও খারাপ লাগতো। অনেক ধন্যবাদ।
শেখ নজরুল
শেখ নজরুল
আপনার কবিতার ধরন ইদানিং একটু পাল্টেছে বোধহয়??
শব্দটা 'ফেসিয়াল'
খুঁদুক্ষুধা মানে বুঝিনি ঠিক...
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ধন্যবাদ। ঠিক করে নিলাম। শব্দটা সামান্যক্ষুধার ব্যঙ্গাত্বভাষা।
শেখ নজরুল
শেখ নজরুল
কবি, আপনার ক্ষোভের মাত্রার সঙ্গে বোধহয় ইঙরেজি শব্দের পরিমাণও বেড়ে যাচ্ছে...
আপনার কবিতা ভাল লাগে। এইটা আগেরগুলোর মতো লাগেনি।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
কিছু শব্দ এসেছে। কিন্তু এ গুলো বাংলা করা যেত না। দুঃখিত মনপীড়ার কারণ হবার জন্য। অনেক ধন্যবাদ।
শেখ নজরুল
শেখ নজরুল
ভাল লাগল। শুভ কামনা।
শেখ আমিনুল ইসলাম
আপনার জন্যেই শুভকামনা থাকলো।
শেখ নজরুল
শেখ নজরুল
বোধকরি এ সময়ের চিত্র। ভালো লেগেছে।
অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
শেখ নজরুল
শেখ নজরুল
ভালো লেগেছ ক্ষোভের ছন্দময় প্রকাশ।
--------------------------------------
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
কিছু কিছু শব্দে হোঁচট খেলাম...
আর কবিতার নামটা আরও অন্যরকম হতে পারত...
কিছু কিছু লাইন বেশ ভাল লাগল...
নতুন মন্তব্য করুন