সেই তুমি বাংলাদেশ হলে না কেন?
যে তুমি রাহেলা হয়ে ওঠো, চামেলিও হতে পারো
ঘর-বাড়ি, জলা-জংলা, সংসার হতে পারো
সহজেই হতে পারো শহুরে জমির খাজনার আপডেট
সেই তুমি বাংলাদেশ হলে না কেন?
তুমি ফসলের মাঠে রাক্তাক্ত যুদ্ধ হতে পারো
পলিথিনের অভেদ্য স্তর সাজাতে নদীঘাতক হতে পারো
তুমি জটকা নিধনের দুর্বোধ্য জাল বিছাতে পারো
সহজেই হতে পারো চালের আড়তের ধূর্ত মহাজন
সেই তুমি বাংলাদেশ হলে না কেন?
তুমি পাখির শরীরে রাতের অনায়াসগম্য ক্ষুধা হতে পারো
পারুল বোনের জন্য টানটান জিহ্বায় লালা ঝরাতে পারো
তুমি আম কাঁঠালের বন থেকে দোয়েল তাড়াতে পারো
সহজেই রপ্ত করতে পারো ঘুঘু শিকারের আধুনিক কৌশল
সেই তুমি বাংলাদেশ হলে না কেন?
তুমি বাহান্ন, উণসত্তর কিংবা একাত্তর হতে পারো
সাতই মার্চের ভাষণ শুনতে শুনতে বিদ্রোহী হতে পারো
তুমি অপারেশন সার্চ লাইট কিংবা বুদ্ধিজীবী হত্যাদিবস হতে পারো
যে তুমি সহজেই আলোড়িত হতে পারো পতাকা খোঁচিত সফেদ পোশাকে
সেই তুমি বাংলাদেশ হলে না কেন?
মন্তব্য
খুব ভালো লাগলো কবি, কবিতাটি।
অশেষ শুভেচ্ছা।
তমিজ উদদীন লোদী
অনেক কৃতজ্ঞতা রাখলাম।
শেখ নজরুল
শেখ নজরুল
এই প্যারাতে 'সেই তুমি' কেন বাংলাদেশ হবে তা বুঝতে পারছিনা। কেমন উল্টো হয়ে যায় না? এরকম ধুর্তমহাজন, নদীঘাতকের বৈশিষ্ট্যের কেউ কেন বাংলাদেশ হবেন?
এখানে আমি দুই ভাবে দেখার চেষ্টা করেছি, অনেকে ভালো কিন্তু স্বদেশের জন্য যথেষ্টে নয়। আর যারা খারাপ তারাতো নয়। তাই আহ্বান রেখেছি সবার কাছে।
ধন্যবাদ আপনাকে।
শেখ নজরুল
শেখ নজরুল
ও এবার বুঝেছি; এটা ছিল তাদের প্রতি আপনার আহবান। কবিতা ভালো লেগেছে।
আবারও ধন্যবাদ।
শেখ নজরুল
শেখ নজরুল
রাহেলা বোনটির কথা মনে আছে...
ভালো থাকবেন।
শেখ নজরুল
শেখ নজরুল
এটা দেওয়া ভুল কিনা জানি না। ভালো না লাগলে দেবো না। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
শেখ নজরুল
শেখ নজরুল
কেবল জানার আগ্রহ থেকে প্রশ্ন, আপনি সব কবিতার পোষ্টে শুরুতে একটা ছবি দ্যান কেন? (ছবিগুলো কিন্তু সুন্দর )
এটা দেওয়া ভুল কিনা জানি না। ভালো না লাগলে দেবো না। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
শেখ নজরুল
শেখ নজরুল
নজরুল ভাই, ভালো লাগলো।
শাফি উদ্দীন
guest_writer
অনেক ধন্যবাদ।
শেখ নজরুল
শেখ নজরুল
নতুন মন্তব্য করুন