হায় ইলিশ, প্রিয় ইলিশ, সংগ্রামের ইলিশ, কবিতার ইলিশ, জাতির ইলিশ, স্বপ্নের ইলিশ-তুমি শুয়ে আছো কুচি-কুচি বরফের শাদা জোছনায়।
কী নরম, কী শীতল, কী মায়া-মায়া চোখে তাকিয়ে আছো বাঙালিপনার নিরেট সম্ভাবনায়! তোমার শুভ্র শরীরে উপুড় হয়ে আছে আমাদের উৎসবের কলস।
তোমার কী মনে পড়ে মেঘনার সঙ্গমে ডিম ছাড়তে ছাড়তে অনুভব করেছিলে ফাঁস ফাঁস জালের কঠিন বেড়াজাল? মনে কী পড়ে?- সোদাগন্ধময় মাটির বুকে কতবার লেজ নেড়েছিলে ফফিনপুরির যাত্রার আগে।
হায় ইলিশ! প্রিয় পান্তার বুকে ভাঁজি ভাঁজি ইলিশ, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ- তুমি আবারও টক অব দ্য বাজার, টক অব দ্য ফ্ল্যাট, টক অব দ্য ড্রয়িংরুম, ট্যক অব দ্য গলিপথ, টক অব দ্য বটমূল- এ বোশেখে।
হায় ইলিশ, টুকরো-টুকরো ফ্রাইড ইলিশ; কাঁচা লংকা-পেয়াজে সংস্কৃত ইলিশ! তেল-তেল পেটি-পেটি স্বপ্নের ইলিশ! হাপুস হুপুস, আহ উহ আমজনতার আরোধ্য ইলিশ; আমি বাজারে আসছি- তোমার সঙ্গে কথা আছে।
মন্তব্য
এতো হাহুতাশের কি হল স্যর? সত্যি বুঝলাম না।আপনি কি মৃত ইলিশদের সাথে এমপ্যাথাইজ করছেন নাকি!!! মারা পড়বেন যে!!
________________________________
"ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে"
ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে
মনে কষ্ট!
শেখ নজরুল
শেখ নজরুল
পড়ে ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ প্রেমিক। প্রকৃতি ভালো থাক। আপনি ভালো থাকবেন।
শেখ নজরুল
শেখ নজরুল
কবিতা একদমই বুঝিনা। প্রথম কয়েকটা বাক্য পড়ে কেমন যেন কবিতার গন্ধ পেলাম। পরে ট্যাগে দেখলাম এটা আসলেই কবিতা। যাক, কিছুতো বুঝলাম!
কিন্তু, হায় ইলিশ! কবিতা পড়ে যে আমার জিভে জল আসল, সেটা সামাল দিব কিভাবে? এখানে যে ইলিশ পাওয়া যায় না, পাওয়া যায় শুধুই জাট্কা!
আমিও স্পর্শ করতে পারছি না ওদের রূপোলি শরীর। কষ্ট!
শেখ নজরুল
শেখ নজরুল
ইলিশ খাইনা কিন্তু পড়ে ভাল লাগলো।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
পড়েছেন এটিই বড়ো কথা। অনেক ধন্যবাদ আপনাকে।
শেখ নজরুল
শেখ নজরুল
কন কী!!
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
চারটে ইলিশ দশ হাজারে বিক্রি হচ্ছে শুনলাম। বাজারে গেলেই কি ওরা কথা বলবে?
"তুমি শুয়ে আছো কুচি-কুচি বরফের শাদা জোছনায়।"-এটা ভালো লাগলো।
ঃ
সোদা > সোঁদা
ফফিনপুরি > কফিনপুরী (পুরি=লুচি, পুরী=আলয় )
ভাঁজি ভাঁজি > ভাজি ভাজি
মনে কী পড়ে? > মনে কি পড়ে? (Do you remember?)
"মনে কী পড়ে?"র অর্থ "What do you remember?")
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
অনেক ধন্যবাদ বানানগুলো ধরিয়ে দেবার জন্য। পুরি আলাদা আসলে হয়তো ভুল হতো। তবে কবিতার ইলিশ কথা বলতেও পারে।
শেখ নজরুল
শেখ নজরুল
শব্দ সংযুক্তির ভিত্তিতে কি অর্থ বদল হয়? অনেকক্ষণ আর অনেক ক্ষণ কি আলাদা?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
হায় ইলিশ...
শিরোনামে ফ্রাইড শব্দটা ভাল্লাগলো না...ইলিশ ভাজা বেশি প্রিয়...
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
নতুন মন্তব্য করুন