কবিতা তো রাহেলা
সে পাখি, ফুল, নদী, বৃক্ষ, সবুজ যার যা খুশি
তার হাতের ছোঁয়ায় ভোরে জেগেওঠা।
সে যদি বলে, তবেই না ভোর হতে পারে
সে যদি চায়, তখনই সন্ধে নামে।
এখনও বষ্টি নামে রাহেলার চোখ ছুঁতে,
পাখিরা বাসা ছাড়ে রাহেলার বিশ্বাসে।
রাহেলার জানালায় ছিলো বাতাসের হাহামাগুড়ি-
রাহেলার শিউলি তলায় ছিলো-
শাদা জোছনার জড়োয়া আঁচল।
কবিতা তো রাহেলা!
এই যে নদীরা শুকিয়ে গেল-
রাহেলাকে ভালো না বাসার প্রতিশোধে।
এই যে গোলাপ গন্ধহীন
সেও রাহেলার অপমানের প্রতিশোধ স্পৃহায়।
রাহেলা নেই, কোথাও পাচ্ছি না তাকে
তার গোলমুখের মতো পৃথিবী- ঝিমুচ্ছে,
তার বুকের মাপে নির্ভুল সেই হৃদস্পন্দন-
আজ কেবলই তড়পায়!
রাহেলা অসুস্থ-
পৃথিবীতে এখন ভীষণ অন্ধকার
মরাকাটালের দিনে শুকনো সংসারে-
তোমার আমার কীইবা করার আছে!
আমাদের তো রাহেলা ছাড়া কিছুই থাকে না
কিছুই ছিলো না।
মন্তব্য
দারুন!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ধন্যবাদ মুর্শেদ ভাই।
শেখ নজরুল
শেখ নজরুল
রত্নখচিত অর্থে জড়োয়া শব্দটার ব্যবহার ইন্টারেস্টিং লাগল
___________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শেখ নজরুল
শেখ নজরুল
রাহেলা
যার জন্য জীবন টা জীবন
আর মৃত্যুকালে ভয়কে জয় করা সাহসী চাহনী
যার জন্য জীবন টা জীবন
উপলব্ধিতে ভালো লাগছে।
শেখ নজরুল
শেখ নজরুল
সুন্দর...
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
অনেক ধন্যবাদ আপনাকে।
শেখ নজরুল
শেখ নজরুল
এই কবিতাটাতো স্পর্শ করে। মন কাড়ে। ধন্যবাদ কবি।
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'
অনেক ভালেঅ লাগলো আপনার কথা। ধন্যবাদ আপনাকে
শেখ নজরুল
শেখ নজরুল
ভালো লাগলো, বেশভালো।
কৃতজ্ঞতা রইলো।
শেখ নজরুল
শেখ নজরুল
কি মাঝি, ডরাইলা?
Thanks
শেখ নজরুল
শেখ নজরুল
কবিতাটা আরো কম্প্যাক্ট হলে আরো ভালো লাগতো বলে আমার মনে হয়।
মূর্তালা রামাত
লেখার পর এখন মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।
শেখ নজরুল
শেখ নজরুল
কবিতা খুব ভালো লাগলো শেখ নজরুল
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
রাহেলা যদি ধরা দ্যায়, সেই সাধনায়।।
থ্যাংকস
শেখ নজরুল
শেখ নজরুল
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কেমন আছেন?
শেখ নজরুল
শেখ নজরুল
নতুন মন্তব্য করুন