ভূট্টো সিকিউরিটি কাউন্সিলে তার সময় নষ্ট করতে চান না। তিনি যুদ্ধ করতে চান। বিজয় তাদের হবেই । এমন দম্ভোক্তি করেই জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল থেকে দল বল নিয়ে বের হয়ে এসেছিলেন।
ভুট্টো আমরা দুখিত। তোমার সে স্বপ্ন আর সফল হলো না।
শত সহস্র বাঙালির রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন।
সালাম সেই সব বুদ্ধিজীবীদের যারা ১৪ ডিসেম্বরের হত্যাযজ্ঞে প্রাণ দিয়েছেন। ব্লগার আড্ডাবজের মন্তব্যের মতো আমাদের শুধু স্মরন নয়, আমাদের শোক আর কস্ট পরিবর্তনের শক্তি জোগাক। যুদ্ধাপরাধীদের বিচার হোক, স্থিতিশীল গণতন্ত্র ফিরে আসুক।
মন্তব্য
ভুট্টোর এই ভিডিওটা আমার দেখা ছিলো। ধন্যবাদ থার্ড আই। হারামজাদার কারবার দেখছেন, কি দম্ভ! বেটার পুরা গোষ্টী ডাকাত, জানেনতো ও জায়গিরদার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের! ওর এলাকায় এখনো ভুট্টো পরিবারের ডাকাতি চললেও বাংগালীর সাথে পারেনি; শুধুমাত্র বেনজিরের হঠকারীতার কারণে কাশ্মীরে কতো মানুষ মরেছে তার হিসেব নাই। পুরো পরিবারটাই একটা ফাউল!
ভুট্টোর সম্পর্কে একটাই কথা বলা যায় - "অতি দর্পে হত লঙ্কা"।
---------------------------------
আমি ততদিন নাস্তিক ছিলাম যতদিন না আমি বুঝেছি যে আমি নিজেই ঈশ্বর।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
দিগন্ত হয়তো আপনি ঠিক কারণ আমি এ প্রসঙ্গে যথেষ্ট জানি না। কিন্তু আমার এরকম সরলীকরনের কারন হলো, যে কোন কারনে হোক আমার করাচীর এম.কিউ.এম বা মুহাজিরদের কিছু সমস্যা নিয়ে একসময় কাজ করতে হয়েছে, ঐ কাজের সুবাদে নেওয়াজ আর বেনজিরের শাসনামলের বেশ কিছু তথ্য যোগারও করতে হয়েছে, বিশেষ করে বেনজিরের অসংখ্য জ্বালাময়ী ভাষন অনিচ্ছা সত্ত্বেও শুনতে ও দেখতে হয়েছে। ঐ মহিলা যে কি ভয়াবহ পরিমাণ উস্কানিমূলক ব্যক্তব্য দিতে পারে(এবং দাঙ্গা থেকে মালপানি বানাতে পারে) তা ধারনারও বাইরে! খেয়াল করে দেখবেন ও কতো পারসোনাল গান ম্যান নিয়ে ঘুড়ে সবসময়! শুধুমাত্র ভুট্টো পরিবারে ষড়যন্ত্র নিয়ে আলাদা একটা পোষ্ট দেয়া যায়। তবে একথা ঠিক যে কাশ্মীর সমস্যার জন্য কেবল তাকে একতরফা দোষ দেয়া যায়না।
ইতর প্রাণীর ঘেউ ঘেউ। মনে আছে, এই সারমেয়শাবক ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করেছিলো, ২৪ ঘণ্টার মধ্যে সে ভারত দখল করে দিল্লীতে বসে চা খাবে!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
হা হা হা .... তার সেই ২৪ ঘন্টার স্বপ্ন আজো অপূর্ণ থেকে গেলো!!
আবারও আমরা দুখিত.....
-----------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আমি একটুও দুঃখিত নই। আমাদের দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। প্রয়োজনও না।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আপনার সাথে আমিও একমত, আমাদের দুঃখিত হবার কারন নেই। নিছক রুপক অর্থেই এই শিরোনাম ব্যবহার করেছি।
----------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
শুধু শুধু মুখটা খারাপ হয়ে যায় এই সব জানোয়ারের চেহারা দেখে। কী দরকার?! দেশবাসী সুখে আছে, থাকতে দেন!!
@ ইশতিয়াক,
যুদ্ধাপরাধীদের দম্ভোক্তি'র পর দেশবাসী সুখে আছে কোথায়?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
সুখেই আছে রে ভাই। আমরা সুখে না থাকলে জানোয়ারগুলো এত সহজে ঘুরে বেড়াতো না।
ভিডিওটা দেখতে ইচ্ছে করলো না। চাই না দেখতে ওই খোমা!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সন্ন্যাসী আপনার আবেগের প্রতি শ্রদ্ধারেখেই বলছি। ওই খোমা বার বার না দেখলে রক্তে জ্বালা ধরবে না। আর ওই খোমার রক্তে যাদের জন্ম , যারা এখনও দম্ভোক্তি করে ,স্বাধীন দেশে থেকে স্বাধীনতার বিপক্ষে তর্জণ গর্জন করে, তাদের বিরুদ্ধে প্রজন্মের পর প্রজন্মকে স্মৃতি কাতর করে তুলতে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে...
আমি মনে করি এই ভিডিওর প্রচার প্রয়োজন।
-------------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
ধ্রুব ভাই'র কথার সূত্র ধরে...
পুরো পরিবারটাই একটা ফাউল
একদম ঠিক কথা
---------------------------------------------------------
ঘুম মানেও একধরনের বেঁচে থাকা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
নতুন মন্তব্য করুন