লন্ডনের ইলফোর্ড এলাকায় মাহবুবুল ইসলাম রনি নামে ৩০ বছরের এক বাঙালি ছাত্র খুন হয়েছেন। নিহতের প্রতিবেশীরা জানিয়েছেন। মাহবুবুল ইসলাম পাকিস্তানী বংশদ্ভুত এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন।। আজ আনুমানিক বেলা ১ টার সময় মাহবুব তার নিজ বাড়ীতে তার বাড়ীওয়ালার
ছেলের হাতেই খুন হয়েছেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। পুলিশ আশেপাশের প্রতিবেশীদের সহায়তায় সংবাদ জানতে পায় এবং ঘটনাস্থলে আধ ঘন্টার মধ্যেই এসে খুনিকে হাতে নাতে ধরে ফেলতে সক্ষম হয়। পুলিশ রনির লাশ ফরেনসিক টেষ্টের জন্য পুলিশ স্টেশনে নিয়ে গেছে।
প্রাথমিক তদন্তে রনির দেহের ক্ষত চিহ্ন দেখে অনুমান করা হচ্ছে রনিকে ধারলো ছুড়ি দিয়ে খূন করা হয়েছে। তবে ঠিক কি কারনে ঈদের দিনে এই হত্যাকান্ড পুলিশ সেবিষয়ে নিশ্চত করে কিছু বলতে পারছে না। তবে তদন্ত অব্যাহত রয়েছে।প্রতিবেশীরা বলছেন ব্যক্তিগত সম্পর্কের জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হয়ে থাকতে পারে। ইতিপূর্বে বাড়ির মালিকের সাথে বাড়ী ভাড়া নিয়ে বাক তর্কের ঘটনার কথা শূনেছেন তারা। বাড়ীয়ালার দূব্যবহারে প্রায়ই এই বাড়িতে ভাড়টিয়া বদল হয় বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
নিহত মাহবুবুল ইসলামের গ্রামের বাড়ী কুমিল্লাতে , তবে তারা ঢাকার আগারগাও এলাকায় বসবাস করতেন।
লন্ডনে রনির একটি শিশুপুত্র ও স্ত্রী রয়েছে। স্বামীর এই হতাকান্ডকে কিছুতেই মেনে নিতে পারছেননা তিনি । ঈদের দিনে বিকেলে রনির তার স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে বিকেলে বেড়াতে যাবার কথা ছিলো। আর সে বেড়ানো হলোনা।
বিজয়ের্ এই মাসেই পাকিস্তানি দোসরের হাতেই তাকে প্রাণ দিতে হলো।
মন্তব্য
মর্মান্তিক ।
----------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমিও নিজে এমনটাই শুনেছি!! আপনার মতো আমারও প্রশ্ন ছিলো .... কি শুনলাম আমি ??
--------------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
যে-কোনও মৃত্যুই (রাজাকার টাইপ পাবলিকের মৃত্যু ছাড়া) শোকাবহ, বাঙালির মৃত্যু কষ্ট দেয় আরও বেশি, আর পাকির হাতে বাঙালির মৃত্যু - চূড়ান্ত মর্মান্তিক।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এই পাকী ুদির ভাইগুলিরে যে কি করা উচিৎ! বিস্তারিত জানাইয়েন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বয়সভেদে নারী-পুরুষ-বালক-বালিকার জন্য কমান্ডার নিজামিদের ম্যানুয়াল পাওয়া যাবে খুঁজলে। ঐ ওষুধই ব্যবহার করেন। সাক্ষাৎ ফল লাভ করিবেন।
এর আগে একবার বেলজিয়ামে পাকিস্তানিদের হাতে এক বাঙালি তরুণ খুন হয়েছিল
ড. জাফর ইকবাল এ নিয়ে লিখেছিলেন
এক তরুণ ডিরেক্টর এ নিয়ে একটা নাটক বানায়
গত বিজয় দিবসে এই নাটকটি এনটিভিতে প্রচার হয়
কিন্তু একই নাটকের কাহিনী আবার....
থার্ড আই, এই একই পোস্টে আপনি ধারাবাহিকভাবে আপডেট যোগ করতে পারেন। ঘটনার বিস্তার জানতে আগ্রহী।
হাঁটুপানির জলদস্যু
শুয়োরের বাচ্চারা এ বছরই আঘাত করছে জিয়াউল আবেদীন পলাশকে। তার অপরাধ ছিল - ৭১ নিয়ে শিল্পকর্ম প্রদর্শনী।
--- এখন আরেকটা খুন!
পলাশকে আক্রমনের পরে নাকি কিছু বাংলাদেশীই এগিয়ে গিয়েছিল মিটমাটের জন্য!!!
কি হইলো জানাইয়েন।
আহারে!!!
বাচ্চাটা এতিম হয়ে গেলো।আর এই অবস্থায় স্ত্রী'র জন্য এইটা অনেক বড় আঘাত।আমরা যারা এই দেশে থাকি তারা বুঝি।
এত কষ্ট...
থার্ড আই ভাই,উনাদের কোন কন্টাক্ট নাম্বার বা ঠিকানা কি আছে ?উনাদের সাথে যোগাযোগের জন্য???
আল্লাহ সহায় হোন...
---------------------------------------------------------
জায়গায় খাইয়া, জায়গায় ব্রেক...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
খুবি দুঃখজনক। খবরটা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। সংসারে এক সন্ন্যাসীর মন্তব্য যথার্থ " যে-কোনও মৃত্যুই (রাজাকার টাইপ পাবলিকের মৃত্যু ছাড়া) শোকাবহ, বাঙালির মৃত্যু কষ্ট দেয় আরও বেশি, আর পাকির হাতে বাঙালির মৃত্যু - চূড়ান্ত মর্মান্তিক। "
চেষ্টায় আছি। বিস্তারিত জানাবো।
এখানে সবচেয়ে বড় সমস্যা পুলিশ কিছু না বললে, ঘটনা সত্য হলেও লিখা যায়না । তবে প্রতিবেশীরাও মুখ খুলতে চাইছেনা। যে এলাকায় খুন হয়েছে এটি পাকিস্তানী সংখ্যা গরিষ্ঠ এলাকা। এখনাকার বাঙালিরা পাকিস্তানীদের দ্বারা প্রায়ই নাজেহালের খবর পাওয়া যায়।
-------------------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
বাঙালিদের কোন এলাকা নাই?
পাকি বাস্টার্ডদের এলাকায় বাঙালিদের থাকাটা কি খুব জরুরি?
হাঁটুপানির জলদস্যু
বাঙালিরা ব্রিকলেন,মাইল এন্ড স্টেপনি গ্রীন,বো ,বেথনালগ্রীন , পপলার,এসব এলাকায় থাকে। এসব এলাকার বাড়ী ভাড়া অত্যধীক বেশী, অন্যদিকে পাকিদের এলাকার ভাড়া অপেক্ষাকৃত কম। তাছাড়া অনেকে তার কাজের যাতায়াত সুবিধার জন্য থাকার জায়গা পছন্দ করে থাকে।
------------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নতুন মন্তব্য করুন