বিলাওয়াল ভূট্টো জারদারী পিপিপির চেয়ার নির্বাচিত

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: রবি, ৩০/১২/২০০৭ - ৮:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিলাওয়াল ভূট্টো
১৯ বছর বয়সী বিলাওয়াল ভুট্রো পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্ব নিয়েছেন।
আসিফ জারদারীকে পার্টির উইল করে গিয়েছিলেন বেনজির ভুট্রো। প্রথম বার বোমা হামলার হাত থেকে প্রানে বেঁচে গেলেও বেনজির শংকিত ছিলেন তার উপর আবার ও হামলা হতে পারে। তাই তিনি এই উইল করে যান। আসিফ জারদারী তার উপর অর্পিত এই দায়িত্ব আইনজীবীর মাধ্যমে তার পুত্র বেলাওয়াল ভুট্টোর উপর অর্পন করেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এই তরুনের পিতা আসিফ জারদারী তার পুত্রের নতুন নাম করন করেন , বিলাওয়াল ভুট্টো জারদারী।
পিপিপির এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পিপলস পার্টির সমর্থকরা একযোগে চিৎকার করতে থাকেন 'বেনজির ভুট্টো জিন্দা হ্যা'
তারা বর্তমান সরকারের আমলে বেনজির হ্ত্যার কোন বিচার মানবেন না। পিপিপি ক্ষমতায় গেলে বেনজীর হত্যার বিচার করা হবে।

বিলাওয়ালের পিপির চেয়ার নির্বাচিত হবার মাধ্যমে এশিয়ায় আবারও পারিবার তন্ত্রের রাজনীতি পাকা পোক্ত হলো!!
ভূট্টো পরিবারের উত্তরসূরী ,বিশ্বের সর্ব কনিষ্ট এই তরন নেতা পাকিস্তানে গনতন্ত্র ফিরিয়ে আনতে পারবে কি??
পাকিস্তানের রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে??
পাকিস্তানে কি তাহলে ৮ জানুয়ারী নির্বাচন হচ্ছে??
বেলাওয়াল কি বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হচ্ছেন??


মন্তব্য

হিমু এর ছবি

উপমহাদেশের রাজনীতিতে এই সামন্ততন্ত্রের চর্চার অবসান দেখতে চাই। বাপ বা মায়ের মৃত্যুর পর তার চ্যাংড়া ছেলে বা মেয়েকে ধরেবেঁধে পার্টির মাথা বানিয়ে পেছন থেকে গোদা পলিটিশিয়ানদের মামদোবাজি শেষ হোক। যোগ্যতার ভিত্তিতে রাজনীতির মাঠে নেতারা উঠে আসুক।

এই ১৯ বছরের বেলাওয়াল পাকি রাজনীতির কী কচুটা বোঝে তা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে।


হাঁটুপানির জলদস্যু

সুবিনয় মুস্তফী এর ছবি

দক্ষিণ এশিয়ার ডেমোক্রেসির এই হইল সুরত।

But he's only 19 and barely speaks Urdu. Bilawal just began his studies at Oxford, after living in Dubai for eight years - almost half his life. While Benazir spent her adolescence and early adulthood as her father's political apprentice - even accompanying him to the Simla negotiations with Indira Gandhi - Bilawal has had no similar training.

সূত্র - পাকিস্তান পলিসি

বেশী রকম হাস্যকর এই পরিবারতন্ত্র। জয়-তারেক গং যেন আর কোনদিন না আসে, মাবুদ!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

বিপ্লব রহমান এর ছবি

আহা রে গণতন্ত্র!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

থার্ড আই এর ছবি

এই পিচ্চি পোলা এখনও তার গ্রাজুয়েশনাই সম্পন্ন করে নাই, অথচ তিনি হয়ে গেলেন পাকিস্তানের এতো পুরাতন একটি পার্টির প্রধান !!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সুবিনয় মুস্তফী এর ছবি
হাসান মোরশেদ এর ছবি

----------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুবিনয় মুস্তফী এর ছবি
হাসান মোরশেদ এর ছবি

----------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হিমু এর ছবি

বেলাওয়ালের জন্য খারাপই লাগছে আমার। বেচারা সবে মাত্র মদ আর মাগীবাজি হয়তো শুরু করেছে, শুক্রশনিবার পাড়া কাঁপিয়ে ফূর্তি করে মা আর বাপের চোরাই টাকা উড়িয়ে, অক্সফোর্ডে ফ্যাকাসে বৃটিশ ললনারাও হয়তো বিলি ভুট্টো বলতে অজ্ঞান, এর মধ্যে বেচারার মায়ের করুণ মৃত্যু সংবাদের পরপরই পিপিপির মতো একটা পার্টি চালানোর পারিবারিক তালুকদারি এসে ঘাড়ে চেপেছে। আগে নাম ছিলো এক চোরের নামে, এখন দুই চোরের নাম ঘাড়ে বয়ে বেড়াতে হচ্ছে তাকে।

গুদারাঘাটের ইজারাদারির মতো এইভাবে উত্তরাধিকারসূত্রে রাজনীতির চাঁইগিরি থেকে সরে এসে বেলুমণি কি একটা উদাহরণ সৃষ্টি করতে পারবে? উঁহু। লোচাদের দীর্ঘ তালিকায় আরেকটা সে আরেকটা নাম মাত্র।


হাঁটুপানির জলদস্যু

বিপ্রতীপ এর ছবি

পরিবারতন্ত্রের ভূত বড়ই ভয়ংকর!! একবার মাথায় উঠলে আর নামতে চায় না...এই উপমহাদেশে এই ভূতের আনাগোনা বড্ড বেশি...। বেনজির ভুট্টো মারা যাবার পর কিছুটা সহানুভূতি জন্মেছিলো। এ খবরে ততোটাই হাসি পাচ্ছে...১৯ বছরের পোলায় পিপিপি'র প্রধান!! বছর শেষে সেরা কমেডি...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…

মুহম্মদ জুবায়ের এর ছবি

আসিফ জারদারীকে পার্টির উইল করে গিয়েছিলেন বেনজির ভুট্রো।

এই বস্তুও তো যে উইল করা যায়, জানা ছিলো না!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

হিমু এর ছবি

পিপিপি আসলেই বেনজিরের বাপের সম্পত্তি।


হাঁটুপানির জলদস্যু

বিপ্রতীপ এর ছবি

আসলে খুবই বিচিত্র!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আসিফ জারদারীকে পার্টির উইল করে গিয়েছিলেন বেনজির ভুট্রো।
যেই লাই সেই কদু।

তানভীর এর ছবি

========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"

হাসান মোরশেদ এর ছবি

----------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তানভীর এর ছবি

বস,

আমি এক কৃষকপুত্র, চাষা-ভূষা মানুষ; রুচি তো স্থুল হবেই। রাজা-উজিরের পোলাপাইনগো কথা শুনলে একটু চুলকায় আর কি। আপনাগো এইখানে আইছি তাই একটু সভ্য হওনের লাইগা। দোয়া রাইখেন।

শুভ নববর্ষ।

========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"

হাসান মোরশেদ এর ছবি

শুভ নববর্ষ ।
শুনেছিলাম রাজবাড়ীর চৌহদ্দির গাধাটাও নাকি রাজকীয় । আর আপনাদের তো একেবারে ঘন আত্নীয়তা । হোক সেটা শালা,শালার ভাই জাতীয় । রাজপুত্রের দুলাভাই দাবীদার হয়ে আবার কৃষকপুত্র, চাষা-ভূষা মানুষ হাসি

সচলায়তন আমার নারে ভাই,বরং আমি অনেকটা সচলায়তনের ।

শুভ কামনা ।

----------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

থার্ড আই এর ছবি

ভাইরে নতুন বছরে আমরা একটু সহনশীল হই..!! তানভীর ভাই এবং হাসান মোরশেদ ভাই দুজনের আলোচনা একেবারে বিষয়বস্তুর বাইরে চলে গেছে। শাল -দুলাভাই আর রাজা -চাষার আলোচনা বেশী তেতো হয়ে যাচ্ছে। দয়া করে ক্ষ্যান্ত দেন!!!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

১৯ বছরের পোলাপাইন - রাজনৈতিক দলের প্রধান! পৃথিবীর ইতিহাসে আছে নাকি এমন ঘটনা?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হিমু এর ছবি

রাজনৈতিক তৎপরতা, মাঠ পর্যায়ে সম্পৃক্ততা, বিভিন্ন পরিস্থিতিতে সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ, ইত্যাদি অবশ্যপালনীয় শর্ত না মেনেই যখন কেউ একজন পিতা বা মাতার পরিচয়ে রাজনৈতিক দলের অন্যতম কোন পদে আসীন হন, তখন স্বাভাবিকভাবেই ধরে নেয়া যায়, এই দলের চাঁই-রা মানুষের কথা তো দূরে থাক, নিজের পার্টির কথাও ভাবে না!

শেখ মুজিবের মৃত্যুর পর শেখ হাসিনা, জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া, খালেদা জিয়ার জীবদ্দশাতেই তারেক জিয়া, শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টার পর সজীব ওয়াজেদ, এদের সবার রাজনীতিতে আগমনই এই অপচর্চায় বিদ্ধ।

ইন্দিরা গান্ধীকে কিছুটা ব্যতিক্রম ধরা যায় তার প্রশিক্ষণ আর তীক্ষ্ণ ব্যক্তিত্বের কারণে। কিন্তু রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, বরুণ গান্ধী, পাকিস্তানে আইয়ুবের বিপরীতে ফাতেমা জিন্না (যাকে মাদার-এ-মিল্লাত বলা হয়েছিলো, কী যুক্তিতে জিন্নার বোন জাতির মাতা হতে পারতো আমি বুঝি না), ভুট্টোর মেয়ে বেনজীর, এখন বেনজীরের ছাওয়াল বেলাওয়াল। এর একটা অবসান ঘটুক।

এই চ্যাংড়াগুলিকে তোল্লাই দিয়ে মাথায় তোলে দলের ঘাগুরাই। একটা স্টুপিডকে সামনে রেখে নিজেদের আখের গোছানোর মতলব। মরলে ঐ ব্যাটা মরবে, ঘাগুদের কী?

তরুণ নেতৃত্ব বলতে দেশের লোকজন বোঝে শুধু তরুণ বোঝে না, নেতৃত্বও বোঝে। নেতৃত্ব দেয়ার জন্যে কেবলমাত্র ক্ষমতাবানের ঔরসজাত হওয়া বা ক্ষমতাবতীর জরায়ু থেকে বেরিয়ে আসা যথেষ্ঠ নয়।

বিএনপির নেতৃত্বে তারেক জিয়াকে দেখেছি, পৃথিবীতে আত্মঘাতী রাজনীতির সবচেয়ে সশব্দ উদাহরণ। সজীব ওয়াজেদ জয়কে দেখেছি, ক্যামেরার সামনে দাঁড়িয়ে অসংলগ্ন কথা বলতে দেখে মনে হয়েছে, রাজনীতি এবং ক্যামেরা, দু'টি থেকেই তার দূরে থাকা উচিত। তার নিজেরই উপলব্ধি করা উচিত যে আওয়ামী লীগের মতো একটি গোদা দলের উচ্চপর্যায়ের নেতৃত্বের দায়িত্বগ্রহণে সে সক্ষম নয়।

রাজনীতিতে যারা আছেন বা ভবিষ্যতে নামবেন, তারা লক্ষ করুন, আপনারা কোন বাপের ব্যবসা বা মায়ের ব্যবসার হাল ধরতে নামছেন না। সম্ভাব্য পনেরো কোটি লোকের ভাগ্য হাতে তুলে নিচ্ছেন। আয়নায় নিজেকে দেখুন, প্রশ্ন করুন, এই কাজের জন্য আপনি যোগ্য কি না। বাপমায়ের ব্যবসার হাল ধরতে চাইলে রাজনীতির বাইরে থেকে ওটাই করুন বসে বসে, খামোকা মানুষকে কষ্ট দিতে নামবেন না।


হাঁটুপানির জলদস্যু

সুবিনয় মুস্তফী এর ছবি
সুবিনয় মুস্তফী এর ছবি
হিমু এর ছবি

আপনাদের দু'জনকেই উত্তম জাঝা!, (বিপ্লব) ... সাথে বছর শেষের বোতলের শুভেচ্ছা। আপনাদের শালা হোক, তাকে স্নেহ করুন, শালার বোনদের ভালোবাসুন, এই শুভকামনায় ... হাসি)।


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সুবীনয় মুস্তফী, তানভীর এবং সুশান্ত,

আপনাদের ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ অপছন্দ থাকতে পারে। কিন্তু সেটা টেনে এনে গালাগালি করাটা ঠিক কাম্য নয়। আপনাদের আপত্তিকর অনেকগুলি কমেন্ট মডারেশন প্যানেলের পাঠালাম। সেগুলোর অধিকাংশের আর ফিরে আসার কারন নাই।

পজেটিভ এবং সুন্দর চিন্তা ভাবনাকে স্বাগতম। গালাগালি এবং রাজনৈতিক বায়াসযুক্ত কিছু না আনার অনুরোধ থাকল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

থার্ড আই এর ছবি


এই পোস্টের অধিকাংশ কমেন্ট রেস্ট্রিক্ট করা হয়েছে, অর্থাৎ সেগুলি কেবলমাত্র সচলের সদস্যদের দৃষ্টিগোচর হবে।

সবাইকে অনুরোধ করা হচ্ছে বছরের শেষে কোন রাজনৈতিক তিক্ততার বিস্তার না ঘটাতে।

এটি একটি রেস্ট্রিক্টেড সংযোজন।


দুপুর বেলা পোষ্ট দিয়েই লন্ডনের বাইরে গিয়েছিলাম, বাসায় ফিরলাম রাত আড়াইটায়, এসে দ্যাখি রক্তা রক্তি অবস্থা !! একি হাল আমার পোষ্টের !!
মডুরাম বলে কথা !! বছরের শেষের পোষ্টটা এমন হবে ভাবতেই পারিনি!!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ইশতিয়াক রউফ এর ছবি

বছরের শেষের পোষ্টটা এমন হবে ভাবতেই পারিনি!!

এ আর এমন কী? আরেকটা পোস্ট দিলেই চুকে যায়! চোখ টিপি

রক্তারক্তি অবস্থা আসলেই। আমিও দেখে ঘাবড়ে গিয়েছিলাম। ভয়ে কোন মন্তব্য করিনি তাই, শুধু পড়েই গেছি!

থার্ড আই এর ছবি

হ আছেন তো আরামে বাঁশি বাজান গ্যারামে।
রাইতের বাজে ৪ টা আবার পুষ্ট !!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অতিথি এর ছবি

ঠিকই আছে ! পাকিস্তান নিয়া আলোচনা করলে এমনই হইব !
এর চেয়ে বাংলাদেশ নিয়া কথা বইলা বছর শেষ করেন ... মন ভাল থাকব খাইছে

আড্ডাবাজ এর ছবি

রাজতন্ত্র আর সামরিকতন্ত্র হচ্ছে পাকিস্তানের নিয়তি। বাংলাদেশও এর অনেকটা ভোগ করছে। এখানে যুক্তির চেয়ে আবেগ বেশী কাজ করে। এটা নিয়ে তিক্ততার কারণ দেখি না। সবাইকে শুভ নববর্ষ।

থার্ড আই এর ছবি

তিক্ততা না আড্ডা ভাই এখানে চলছে যুক্তি তর্কের খেলা। ব্লগিংএর মজাই তো এটা । বন্দুক পিস্তলের যুদ্ধের সাথে আমাদের পার্থক্যটা বোধকরি এখানে। তবে শালিনতা বজায় রেখে, ব্যক্তিগত আক্রমন না করে যুক্তির খেলা কে আমি স্বাগত জানাই।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।